দুর্নীতির অভিযোগে সিকিউরিটি ইনচার্জ আল-আমিনকে চাকরিচ্যুত
বেনাপোল স্থলবন্দরে বেসরকারি আল আরাফাত সিকিউরিটি আউটসোর্সিং জনবল সরবরাহের নামে অর্থ ও ঘুস বাণিজ্যের সংবাদ প্রকাশের পর সিকিউরিটি ইনচার্জ আল আমিন শিকদারকে চাকুরচ্যুত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেন।
গত ১০ অক্টোবর একাধিক পত্রিকা ও অনলাইনে “বেনাপোল বন্দরে আল আরাফাত সিকিউরিটির বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ” শিরনামে খবর প্রকাশিত হয়। বিষয়টি স্থলবন্দর কর্তৃপক্ষের নজরে আসলে বন্দরের পরিচালক ৩ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেনাপোল বন্দর নিরাপত্তায় বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান আল আরাফাত সিকিউরিটির কর্মরত ১৪৩ জন গার্ডদের নিকট হতে বিভিন্ন অজুহাতে ইনচার্জ আল আমিন শিকদার চাকরি দিয়ে মোটা অংকের অর্থ বাণিজ্যে করে। এ ঘটনায় ভুক্তভোগিদের জিজ্ঞাসাবাদে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি অনিয়মের সত্যতা প্রমাণিত হওয়ায় বেসরকারি আল আরাফাত সিকিউরিটি ইনচার্জ আলামিনকে চাকরিচ্যুত করা হয়েছে।
ভুক্তভোগীদের মাধ্যমে জানা যায়,বেসরকারি আল আরাফাত সিকিউরিটি ইনচার্জ আমিন শিকদার বেনাপোল বন্দরে নতুন আউটসোর্সিং জনবল নিয়োগ দায়িত্ব পাওয়ার পর আগে যে নতুন নিয়োগকৃতদের কাছ থেকে কোন ডকুমেন্ট ছাড়াই ২০ থেকে ৩০ হাজার টাকা নিয়ে পকেটস্থ করে। এছাড়াও তার বিরুদ্ধে বেনাপোল বন্দরের ১৭ টি গেট থেকে থেকে গাড়ি প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে টাকা উঠানো সহ বন্দরের মালামাল চুরিতে স্থানীয় একটি চক্রের কাছ থেকে মাসিক চুক্তিতে মাসহারা পেয়ে থাকে বলে জানা যায়।
এসব অবৈধ টাকা সপ্তাহের বৃহস্পতিবার সিকিউরিটি ইনচার্জ আল-আমিন শিকদার ও তার সুপারভাইজাররা ভাগাভাগি করে নিয়ে থাকে। গার্ডদের কেউ ছুটিতে গেলে প্রতিদিন ৩০০ টাকা কেটে নেওয়া হয়। প্রতিদিন প্রায় ১০/১৫ জন ছুটিতে থাকে। তাতে মাসে ছুটির খ্যাত থেকে প্রায় দেড় লক্ষ টাকা আল আমিন শিকদার ও সুপারভাইজারদের পকেটে চলে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক সিকিউরিটিগার্ডরা জানান, আলআমিন শিকদারের চাকরিচ্যুতে স্বস্তি ফিরেছে বেনাপোল বন্দরের বেসরকারি সিকিউরিটি গার্ড শিবিরে। তবে আলআমিন শিকদারকে চাকরিচ্যুত করা হলেও জড়িত সুপারভাইজারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সাধারণ আল আরাফাত সিকিউরিটি গার্ডদের দাবি আল-আমিন শুধু একা অপরাধের সাথে জড়িত নয় তার সাথে সুপারভাইজারাও জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
এর আগে গত ২৯ জুলাই বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা উত্তোলনকারী ৬৫ জন আনসার সদস্যকে প্রত্যাহার করে অন্যত্র বদলি করা হয়। বেনাপোল বন্দরে আইন শৃঙ্খলা রক্ষা, অনিয়ম, দুর্নীতি রোধে গতকাল ১৬ অক্টোবর বন্দরে দু’জন ম্যাজিস্ট্রিট নিয়োগ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ