বেনাপোল বন্দরে অনিয়ম ও দুর্নীতি রোধে ম্যাজিস্ট্রেট নিয়োগ
দেশের সর্ববৃহৎ বেনাপোল বন্দরে অনিয়ম ও দুর্নীতি রোধে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। গত ১৬ (অক্টোবর) যশোর জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির আদেশে স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত অস্থায়ীভিত্তিতে দু’জনকে নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগ প্রাপ্তরা হলেন-শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা.কাজী নাজিব হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিয়াজ মাখদুম।অদেশ সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক বেনাপোল স্থলবন্দরের ব্যবস্থাপনা সংক্রান্ত গঠিত কমিটির বেনাপোল স্থলবন্দরের অনিয়ম ও ব্যবস্থাপনার বিষয়ে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। স্থায়ী ভাবে ম্যাজিস্ট্রেট পদায়নের পূর্ব পর্যন্ত ১৬ (অক্টোবর) হতে বেনাপোল স্থল বন্দরের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে কার্যকর করার লক্ষ্যে যশোরের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে অস্থায়ী ভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রাতে বন্দর এলাকা থেকে একটি ভারতীয় ট্রাকের পণ্য গোপনে আরেকটি বাংলাদেশি ট্রাকে লোড করা হয়। ঢাকাগামী পণ্যবাহী ট্রাক ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬ বেনাপোল বন্দরের বাইপাস সড়কের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি আটক করে। ট্রাকটি বেনাপোল বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে ১ হাজার ৪৭৬ পিস শাড়ি, ২১৫ পিস থ্রি-পিস, মোটরসাইকেলের দুইটি টায়ার, দশ হাজার ৬৯৩ পিস ওষুধ, চুয়াত্তর হাজার ৪৫৫ পিস কসমেটিক্স ক্রিম এবং একটি কাভার্ডভ্যান ট্রাক জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৯৩০ টাকা। তাছাড়া বন্দর এলাকায় বিজিবি কর্র্তৃক প্রতিনিয়ত চোরাচালান পণ্য জব্দ হচ্ছে।
বন্দর সূত্রে জানা যায়, বেনাপোল বন্দরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি রোধে বেনাপোল স্থলবন্দরের ব্যবস্থাপনা সংক্রান্ত গঠিত কমিটির সিদ্ধান্ত মোতাবেক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ায় নড়ে চড়ে বসেছে দুর্নীতিগ্রস্থ ব্যবসায়ী ও কর্মকর্তারা। যে কোন অপরাধ কর্মকান্ডে বিচারকার্য সহজ ও বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা নিতে এই সিদ্ধান্ত নেই নৌপরিবহন মন্ত্রণালয়। ম্যাজিস্ট্রেট নিয়োগ উল্লেখযোগ্য ভাবে কাজ করবে বন্দরে।
ব্যবসায়ীরা জানান, বেনাপোল বন্দরে অনিয়ম ও দুর্নীতি রোধে ম্যাজিস্ট্রিট নিয়োগে বৈধ ব্যবসায়ীরা নুতন সম্ভাবনা দেখছেন। দীর্ঘ বছরের এই বন্দর সঠিক সিদ্ধান্ত নিয়েছে। অবৈধ ও চোরাচালান রোধে সরাসরি ম্যাজিস্ট্রিটি ক্ষমতা বাস্তায়ন হবে। বন্দরের ভেতরে চুরি,বহিরাগত প্রবেশ ও কাগপত্রবিহীন পণ্য প্রবেশ সহ কর্মকর্তাদের অনৈতিক দাবির ক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালন করবে। তারা আরও জানান, বন্দরের কিছু পণ্যগার স্থানীয় সিন্ডিকেট চক্র ও প্রভাবশালীদ্বারা অবরুদ্ধ করে রাখা হয়েছে। সেখানে তাদের পণ্য ছাড়া আর কারও পণ্য রাখতে চাই না স্টোর ইনচার্জরা। নানান অজুহাতে তারা পণ্যগার খালি থাকলেও পণ্য রাখতে চাইনা। বন্দরে ম্যাজিস্ট্রেট নিয়োগ হওয়ায় এসব অনিয়ম ও দুর্নীেিত রোধ হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
সিঅ্যন্ডএফ ব্যবসায়ীরা জানান, বেনাপোল বন্দরের ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্তকে সুধাবাদ জানাচ্ছি। ১০ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয় এই বন্দর থেকে। দ্রুত স্থায়ীভাবে এই বন্দরে ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদান করা হোক। বিশাল এই বন্দর দেশের চালিকা শক্তি। তাছাড়া বন্দর নিরাপত্তায় প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ বাহিনীদ্বারা পরিচালিত হলে অনিয়ম জিরো টলারেন্সে যাবে বলে অভিমত দিয়েছেন।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় চুরি-ছিনতাই অভিযুক্ত হিজবুল্লাহ জামিনে মুক্ত; সাধারণ মানুষ আতঙ্কে
বেনাপোল সীমান্ত থেকে উইনকোরেক্স সিরাপ ও ফেন্সিডিল আটক
শাহজাদপুরে সংরক্ষিত নারী ইউপি সদস্যকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
হাটহাজারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ
বালিয়াডাঙ্গী সীমান্তে মাদকসহ ১ জন গ্রেপ্তার: ৭০০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ৩টি বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর
মোহনগঞ্জে গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
প্রতারণার বিচার চাওয়ায় কুয়েত প্রবাসীকে প্রাণনাশের হুমকি, সংবাদ সম্মেলন করে অভিযোগ
রেল শ্রমিকদের ৫ দফা দাবি মানতে হবে: লুৎফর রহমান
ছারছীনা দরবার শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল
চারঘাট-বাঘায় উন্নয়ন অঙ্গীকার ও নির্বাচন বার্তা দিলেন আবু সাঈদ চাঁদ