জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে পাবনা জেলার ১৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ইতিহাস ঐতিহ্যে ঘেরা প্রাচীন জেলা পাবনা, এ জেলায় জন্ম নিয়েছেন বহুগণীজন, ব্রিটিশ শাসিত থেকে শুরু করে এ জেলায় রয়েছে শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নানা জেলার নামকরা সব প্রতিষ্ঠান। জাঁকজমক ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ইতিহাস সমৃদ্ধ পাবনা জেলার ১৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পাবনা প্রেসক্লাব বৃহস্পতিবার প্রীতি সম্মিলন ও কেক কেটে পাবনার জন্মদিন পালন করে। এছাড়া ‘আজকের প্রজন্ম ফোরাম’ পাবনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।
২৩৭১.৫০ বর্গকিমি আয়তন বিশিষ্ট পাবনা জেলায় ৯ টি উপজেলা ও ৭৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। পাবনায় আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ২৯,০৯,৬২৪ জন। ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিতে পাবনা জেলার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। বৃটিশ বিরোধী আন্দোলন ভাষা সংগ্রাম আর সুমহান স্বাধীনতা সংগ্রামে এই জেলার মানুষদের বীরত্বপূর্ণ অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। বিশ্ব বরেণ্য কবি-সাহিত্যিক, রাজনীতিক সাংবাদিক, শিল্প উদ্যোক্তা, বরেণ্য ব্যক্তিত্ব, বিজ্ঞানী, অভিনেতা-অভিনেত্রী পাবনা তথা গোটা দেশকে বিশ্ব দরবারে স্বগৌরবে তুলে ধরেছে। বৃটিশ স্থাপত্যের টেকসই নিদর্শন দেশের একমাত্র বৃহত্তর হার্ডিঞ্জ ব্রিজ রেল সেতু, লালন শাহ সেতু ও দেশের একমাত্র পারমাণবিক প্ল্যান্ট পাবনায় অবস্থিত। পাবনায় রয়েছে গুরুত্বপূর্ণ সব দর্শনীয় স্থান । পাবনার হেমায়েতপুরে রয়েছে বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল, সনাতন ধর্মালম্বীদের তীর্থস্থান শ্রী শ্রী অনুকুল ঠাকুরের জন্মভুমি। পাবনা প্রেসক্লাব, পাবনার আয়োজনে প্রেস ক্লাব মিলনায়তনের অডিটরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্টজন, সাংবাদিক, সুধী সমাজ ও জনপ্রতিনিধিরা।
সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার পাবনা প্রেসক্লাব মিলনায়তনে প্রীতি সম্মিলন অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের সভাপত্বি অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবি ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট শ্রমিক নেতা এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মোরতাজা আলী খান, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, বর্তমান সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন,
সাবেক সম্পাদক আব্দুল মতিন খান প্রমুখ।
বক্তারা তাদের আলোচনায় তুলে ধরেন পাবনা শহরের কাঠামোগত দুর্দশা, অবকাঠামোগত ঘাটতি ও নাগরিক সমস্যার নানা চিত্র। কিভাবে এই ঐতিহ্যবাহী শহরকে আধুনিকতার ছোঁয়ায় গড়ে তোলা যায়— সেই বিষয়ে করণীয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। তারা আশা প্রকাশ করেন, জেলার ২০০তম জন্মদিনে একটি উন্নত ও সমৃদ্ধ পাবনা উপহার দিতে পারলে সেটি হবে ইতিহাসের মাইলফলক।
বক্তারা বলেন, বৃটিশ বিরোধী আন্দোলনসহ সবক’টি আন্দোলন সংগ্রামে পাবনা জেলার রয়েছে গৌরবময় ইতিহাস। হোসিয়ারী শিল্প, তাঁত শিল্প, কাঁচি শিল্প, বেনারসি-কাতানসহ অন্যান্য শিল্প সমৃদ্ধ এই জেলা একসময়ে ছিল দেশের অন্যতম বাণিজ্যকেন্দ্র। দেশ বরেণ্য কবি সাহিত্য গীতিকার গায়ক অভিনয় শিল্পির জন্ম হয়েছে পাবনা জেলাতে। কৃষি সমৃদ্ধ ঐতিহ্যবাহী এই জেলায় খাল বিল ও নদী রয়েছে। ধান, পাট, মাছ ও কৃষি ফসলে বেশ সমৃদ্ধ জেলা পাবনা।
পাবনা জেলার ইতিহাস থেকে জানা গেছে, ১৮২৮ সালের ১৬ অক্টোবর সরকারের ৩১২৪ স্মারকে জেলা হিসেবে পাবনা গঠিত হয়। ১৭৯০ সাল অবধি বর্তমান পাবনার বেশীরভাগ অংশ রাজশাহী জেলার একটি থানা হিসাবে ছিল। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য তৎকালীন পশ্চিমবঙ্গের মালদহ জেলার ম্যাজিষ্ট্রেট এ ডাব্লিউ মিল্সকে ১৮২৮ সালে পাবনায় জয়েন্ট ম্যাজিষ্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়। এর চার বছর পর ১৮৩২ সালে জয়েন্ট ম্যাজিষ্ট্রেটের পরিবর্তে ডেপুটি কালেক্টর নিয়োগের মাধ্যমে পাবনা পায় পূর্ণাঙ্গ জেলার মর্যাদা।
১৮২৮ সালের ১৬ অক্টোবর রাজশাহী জেলার ৫টি থানা ও যশোর জেলার ৩টি থানা নিয়ে সর্ব প্রথম পাবনা জেলা গঠিত হয়। সময় সময় এর এলাকা ও সীমানার পরিবর্তন ঘটেছে। ঐ বছরই ২১ নভেম্বর যশোরের খোকসা থানা পাবনাভুক্ত করা হয়। থানা গুলোর মধ্যে ছিল রাজশাহীর খেতুপাড়া, মথুরা, শাহজাদপুর, রায়গঞ্জ ও পাবনা এবং যশোরের চারটি থানা ধরমপুর, মধুপুর, কুষ্টিয়া ও পাংশা। এর পর ১৮৫৫ সালের ১২ জানুয়ারি ময়মনসিংহ জেলা থেকে সিরাজগঞ্জ থানাকে পৃথক করে পাবনা জেলার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানের শেষে কেক কেটে ও মিষ্টিমুখের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশে জেলা প্রতিষ্ঠা দিবসের এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়।
এমএসএম / এমএসএম
পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল
প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ হবে না : তারেক রহমান
আত্রাই পুলিশের অভিযানে মান্দা থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেপ্তার
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় অভিযোগ
ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই : পীর সাহেব চরমোনাই
যবিপ্রবির ২০ বছরে পদার্পণ, শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
বারহাট্টায় সততা স্টোর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলী তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন কর্তৃক নিবাহী ম্যাজিস্ট্রেট
জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের ৩৭ বছরে পদার্পণ উপলক্ষে ‘অর্ণব’ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
লাকসামে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে বিসমিল্লাহ্ বেকার্স’র শুভ উদ্বোধন