ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ২১-১০-২০২৫ দুপুর ৪:৩২
বাকেরগঞ্জে বহুল আলোচিত বিতর্কিত দারুলউলুম মাদ্রাসা মাদ্রাসা পরিচালক জাকারিয়ার বিরুদ্ধে নারীকে কুপ্রস্তাব ও শীলতাহানীর চেষ্টা ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কানকি নিবাসী জিয়াউল হাসান মাসুমের স্ত্রী সাদিয়া ২১শে অক্টোবর সকাল ১১ টায় থানায় উপস্থিত হয়ে তিনি এ লিখত এজাহার  করেন। এর আগে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কাছে বিস্তারিত তুলে ধরেন। 
 
লিখিত এজাহারে তিনি জানান পৌরসভার ১ নং ওয়ার্ড রুনসী নিবাসী মৃত্যু আর্শেদ আলীর ছেলে জাকির হোসেন জাকারিয়া (৫৫) একজন লম্পট ও দুঃশ্চরিত্রের লোক তার প্রতিষ্ঠত দারুলউলুম একাডেমি মাদ্রাসায় আমার ছেলে আব্দুল্লাহ (১০) ও মেয়ে আয়শা সিদ্দিকা (৮) পড়াশোনা করার সুবাদে আমি ওদের আনা নেবার জন্য যাই। সে সূত্রে বিভিন্ন সময়ে আমার ছেলে মেয়েকে ভালো ভাবে শিক্ষা দেওয়া সহ নানান প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয়।একইসাথে তার প্রস্তাবে রাজি না হলে আমার ছেলে মেয়েকে দিয়ে আমাকে সামাজিক ভাবে হয়রানী করিবে বলে জানান। তার সে প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করিলে। তিনি আমাকে হয়রানি অপদস্ত করতে নানান তৎপরতা চালিয়ে যেতে থাকেন।  তারই ধারাবাহিকতায় বিগত ২৬/১/২০২৫ তারিখ অনুমান বিকাল ৩ টায় আমি আমার ছেলে মেয়েকে আনতে মাদ্রাসায় গেলে মাদ্রাসার নীচতলায় ওতপেতে থাকা জাকারিয়া আমাকে তার বাসায় কেউ না থাকার সুবাদে জোরপূর্বক তার ঘরের মধ্যে টেনে নিতে চেষ্টা করে। আমি  তখন জোর করে নিজেকে রক্ষার চেষ্টা করলে আসামি তাহার অসৎ চারতার্থ হাসিল করার মানষে আমার হাত সহ শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। একইসাথে জোরজবরদস্তির চেষ্টা চালায়, একপর্যায়ে আমি লোকলজ্জার ভয়ে এবং আমার সন্তানরা ওখানে পড়াশোনা করে সেই ভয়ে কাউকে কিছু জানাইনি বিষয়টি আমার হাজব্যান্ড কে জানাইলে ওখান থেকে বাচ্চা নিয়ে আসার পরামর্শ দেন আমার হাসবেন্ড পরবর্তীতে এ বিষয় কাউকে জানালে আমাকে  দেখে নেবার হুমকি দিয়ে ছেড়ে দেন। আসামি প্রভাবশালী জামাত নেতা হওয়ায় ও লোকলজ্জার ভয়ে আমি বিষয় টি চেপে যাই। কিন্তু লম্পট জাকারিয়া সম্প্রতি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সন্তানদের জিন্মি করে আমার বিরুদ্ধে আজেবাজে বক্তব্য মোবাইলে রেকর্ড করে এবং সেগুলো আমার স্বামীর হোয়াট আপে পাঠানো সহ আমার বিরুদ্ধে আজেবাজে মন্তব্য করে বিভিন্ন স্থানে আমার মান সন্মান ক্ষুন্ন করে যাচ্ছেন।

এমএসএম / এমএসএম

সাবেক চিফ হুইপ ফিরোজ, স্ত্রী ও পুত্রের বিরুদ্ধে দুদুকে মামলা,

জাকের পাটির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব হলেন মুকসুদপুরের কৃতি সন্তান,সাজ্জাদ মিয়া

রেলের লীজে কবরস্থান–মসজিদ ! বাতিলের দাবিতে সিআরবি ঘেরাও

মিরসরাইয়ের ধানের শীষের পক্ষে শাহীদ চৌধুরীর মতবিনিময় ও গণসংযোগ।

শেরপুর ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

টাঙ্গাইলে গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা এমপি প্রার্থী হামিদুল হক মোহনের মৃত্যু

প্রেম করে বিয়ে, শেষমেষ বালিশচাপায় মৃত্যু

চাঁদপুরে নিবন্ধন সনদ না থাকায় ৪ খাবার তৈরি প্রতিষ্ঠান মালিককে জরিমানা

সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হতো আইসক্রিম,ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

ত্রিশালে দুই বেকারিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মনোহরদীতে খামারিদের মধ্যে মিল্কিং মেশিন বিতরণ

বাকেরগঞ্জে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে নারী হেনস্তা ও কুপ্রস্তাবের অভিযোগে এজাহার দায়ের