ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মনোহরগঞ্জ বাজার সহ ১০ টি হাট বাজারে ময়লার ভাগাড়


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৪-১০-২০২৫ দুপুর ৩:৩০

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদর বাজার, নোয়াখালী মহাসড়কে খিলা,নাথের পেটুয়া, বিপুলাসার, লক্ষণপুর, মুন্সিরহাট, বাইশগাঁও, হাসনাবাদ, শান্তির বাজার,পোমগাঁও, আশিরপাড় বাজার সহ উপজেলার ১০টি হাট বাজার যেন মরা পশু, মরা হাঁস-মুরগি, মরা ছাগল, গরু, আর বাজারের ময়লা-আবর্জনা ফেলার ভাগাড় হয়ে উঠেছে। মহাসড়কের পাশে ও বাজারের মধ্যে  ময়লার ভাগাড় জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। আবর্জনার স্তূপ থেকে তীব্র দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে। দুর্গন্ধে মহাসড়কে চলাচলকারী হাজারো যানবাহনের যাত্রী,বাজারের ব্যবসায়ী ও পথচারীরা সমস্যায় পড়ছেন। এলাকার বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। মহাসড়ক ও বাজার এসব স্থান দিয়ে চলার সময় নাকে রুমাল, টিসু চেপে চলতে হয়। এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে মহাসড়ক ও বাজারের পাশের ময়লার স্তূপ অবিলম্বে পরিষ্কার করে পরিবেশ সুরক্ষার দাবি জানান।সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসড়কে খিলা,নাথেরপেটুয়া,বিপুলাসার মনোহরগঞ্জ  উপজেলা সদর বাজার, লক্ষণপুর, হাসনাবাদ এলাকায় ও মহাসড়কের পাশে কাঁচাবাজারের ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণে স্তূপ তৈরি হয়েছে। এসব স্তূপে প্রতিনিয়ত মহাসড়কের দুই পাশে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অধিকাংশ হোটেল রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য, পচা শাকসবজি, হাঁস-মুরগির বিষ্ঠাসহ নানা ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। আবার কোথাও রাস্তার পিচের ওপর আবর্জনা ফেলা হচ্ছে। এসব ময়লার ভাগাড়ে পশু-পাখি ও কুকুর-বিড়াল খাবারের উচ্ছিষ্ট ভক্ষণ করার সময় এলোমেলো করে মহাসড়কে বাজারে ছড়িয়ে ফেলছে। সড়কের ওপরে এসব ময়লা-আবর্জনা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে ময়লা ধুলায় পরিণত হয়ে বাতাসে উড়ছে। বাতাসে ময়লা-আবর্জনা ও বিষাক্ত ধুলা উড়ে আশপাশের বাড়িঘর,ব্যবসা প্রতিষ্ঠানসহ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছে। উপজেলা সদর মনোহরগঞ্জ উত্তর বাজার আমান উল্যাহ মার্কেটের সামনে ও বাইপাস সড়কে ডাকাতিয়া নদীর পাড়ে দুর্গন্ধ ছড়ানো বড় ময়লার স্তূপটি ব্যবসায়ী, এলাকাবাসীর জন্য অভিশাপ বলে মন্তব্য করেন বাসিন্দারা। এছাড়া একই উপজেলার বিপুলাসার, নাথের পেটুয়া বাজার এলাকায় মহাসড়কের পাশে ময়লার স্তূপে ছোট, বড় বেশ কয়েকটি মৃত জীব জন্তু পড়ে থাকতে দেখা গেছে।ঐ এলাকার অন্তত ১০ জন বাসিন্দা বলেন, ময়লার দুর্গন্ধে বসবাস করা ও ব্যবসা বানিজ্য করা কঠিন হয়ে পড়েছে। ছেলেমেয়েদের লেখাপড়ায়ও বিঘ্ন ঘটছে। কোনো কোনো সময় কে বা কারা আবর্জনার স্তূপে আগুন লাগিয়ে দেয়, এতে আগুনের তাপ, ধোঁয়ায় অনেক ক্ষতি হচ্ছে। ময়লা ফেলতে নিষেধ করলে কেউ শুনে না।নাথেরপেটুয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারী জাফর ইকবাল বাচ্চু জানান, মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহনের যাত্রী,বাজারের ব্যবসায়ী, পথচারীদের ময়লার দুর্গন্ধে নাকে রুমাল,টিসু  চেপে চলতে হয়।এ ব্যাপারে কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।
বিএনপি নেতা আবু ইউসুফ বলেন, মহাসড়কের পাশে আবর্জনার স্তূপ দিন দিন বাড়ছে। এটা মহাসড়ক নয়, যেন ময়লার ভাগাড়। প্রতিদিন হাট-বাজার, হোটেল-রেস্তোরাঁর বর্জ্য ও ময়লা-আবর্জনার স্তূপ থেকে বিষাক্ত জীবজন্তুর  গন্ধ ছড়িয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।ক্যান্সারের মত মরণ বিধি রোগজীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।মনোহরগঞ্জ বাজার বণিক সমিতি ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো,জসিম  উদ্দিন টিপু বলেন, ময়লা-আবর্জনা থেকে মশার বংশবিস্তারের আশঙ্কা রয়েছে। এটা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি। সবাইকে সতর্ক ও সচেতন হতে হবে।ব্যবসায়ীদের সাথে আলোচনা করে নির্দিষ্ট স্থানে ময়লা ফালানের ব্যবস্থা করা হবে। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহী বলেন , মহাসড়কের পাশে হাটবাজারে  ময়লা না ফেলার জন্য, বাজার কমিটি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বাজার, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় সরিয়ে বিকল্প স্থান ব্যবস্থা গ্রহন করা হবে। 

এমএসএম / এমএসএম

দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : শফিকুল আলম

নাগরপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জরিমানা ও জাল ধ্বংস

হাটহাজারীর অননুমোদিত ঝুঁকিপূর্ণ মার্কেটের উপর তৈরি হচ্ছে বিশাল স্থাপনা

এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ষষ্ঠ অবস্থান অর্জন করলেন কাপ্তাইয়ের পরমা চৌধুরী

শিবচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু

হাতিয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে অভিভাবকদের হতাশা

মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বই বিতরণ

তালাকের তিন মাস পর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টুঙ্গিপাড়ায় নারীর মামলা

শালিখায় রবিউল ইসলাম নয়নের গণমিছিলে হাজারো মানুষের ঢল

তানোরে যুবদল নেতাকে ফাঁসাতে ফাঁদ পেতেছে আওয়ামী লীগ নেতা

চন্ডিডহরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে তিন উপজেলার মানুষের বিশাল মানববন্ধন

হাটিকুমরুলে শ্রমিক লীগ নেতা এখন জামায়াত নেতা

চন্দনাইশে পল্লী বিদ্যুৎ নিয়ে তামাশার প্রতিবাতে বিক্ষোভ ও মানববন্ধন