তালাকের তিন মাস পর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে টুঙ্গিপাড়ায় নারীর মামলা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাক্তন স্বামীর বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেছেন এক গৃহবধূ। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, গোপালগঞ্জে দাখিল হয়েছে এবং আদালত বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদী এসমোতারা বেগম (৩৫), পিতা মজলেক শেখ, সাং চর কুশলী, থানা টুঙ্গিপাড়া, জেলা গোপালগঞ্জ। বিবাদী দুলাল শেখ (৪০), পিতা মৃত বিষ্ণয় শেখ, একই এলাকার বাসিন্দা। এসমোতারা বেগম তাঁর এফিডেভিটে উল্লেখ করেছেন, প্রায় এক বছর আগে দুলাল শেখের সঙ্গে তাঁর বিবাহ হয়। তবে পারিবারিক ও ব্যক্তিগত কারণে তাঁদের মধ্যে প্রায়ই কলহ হতো এবং শেষ পর্যন্ত তিন মাস আগে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তালাক হয়। এরপর থেকে তিনি পিত্রালয়ে বসবাস করছেন। তিনি অভিযোগ করেন, তালাকের পরও দুলাল শেখ তাঁকে ফোনে উত্ত্যক্ত করত এবং অশ্লীল ভাষায় কথা বলত। এ বিষয়ে দুলালের পরিবারের সদস্যদের ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জানালে সে আরও ক্ষিপ্ত হয়। এসমোতারার অভিযোগ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার) রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে, ওৎ পেতে থাকা দুলাল শেখ তাঁর মুখ চেপে ধরে পিতার বাড়ির পেছনের বাগানে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করে। এসমোতারা বেগম বলেন, “আমার মুখে কাপড় গুঁজে রেখেছিল। ধস্তাধস্তির সময় কাপড় খুলে গেলে আমি চিৎকার করি। আশপাশের লোকজন দৌড়ে এলে দুলাল পালিয়ে যায়।” সাক্ষী মজলে শেখ (৫০) ও হাজেরা বেগম (৪৫) জানান, “চিৎকার শুনে আমরা টর্চ নিয়ে বাগানে যাই। তখন দুলালকে পালিয়ে যেতে দেখি এবং এসমোতারাকে কাঁদতে দেখি।” ভুক্তভোগী জানান, থানায় গেলে পুলিশ মামলা না নিয়ে আদালতে যেতে বলেন। পরে আত্মীয়দের পরামর্শে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১)/৩০ ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুলাল শেখ বলেন, “এসমোতারা আমার প্রাক্তন স্ত্রী। সে আমার পরিবারের সঙ্গে বিরোধে জড়িত। আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।” এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার তদন্ত কর্মকর্তা নয়ন চন্দ্র দেবনাথ বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। মামলার আইও’র সঙ্গে কথা বলতে পারেন।” যোগাযোগের চেষ্টা করলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজ ফোন রিসিভ করেননি। ইউপি সদস্য আসলাম শেখ বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি সম্প্রতি জেনেছি। বিষয়টি আদালতে গিয়েছে, তাই আইনি প্রক্রিয়ায় সত্য উদঘাটন হবে বলে আশা করছি।” এদিকে এসমোতারা বেগম সাংবাদিকদের আরও জানান, “তালাকের ছয় দিন পর দুলাল পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার আশ্রয় নেয়। আমি এখন শুধু ন্যায়বিচার চাই—আমার জীবনে ঘটে যাওয়া এই অন্যায়ের সঠিক বিচার যেন আদালত করেন।”
এমএসএম / এমএসএম
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল