ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ৪:৮

বিএনপির ঘোষিত রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে কুমিল্লার  মনোহরগঞ্জ- লাকসাম উপজেলার সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন  কুমিল্লা-৯ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা ।শনিবার (২৫অক্টোবর)সকাল থেকে মৈশাতুয়া ইউনিয়নের হাটিরপাড়, ছিখটিয়া, মৈশাতুয়া, আমতলী,ছরিপুর, হাজিপুরা, ইসলামপুর, চাটিতলা, গজরাপাড়া, হাশিরপার, মেরুয়া সহ বিভিন্ন গ্রামের স্থানীয় জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচিসংবলিত লিফলেট বিতরণ , গণসংযোগ, উঠান বৈঠক জনসভা করেন তিনি। এসময় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে অংশগ্রহণ করেন।বিএনপির ৩১দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন, লিফলেট বিতরণকালে সামিরা আজিম দোলা বলেন, আমার স্বপ্ন ও অঙ্গীকার, লাকসামকে সদর দপ্তর করে কুমিল্লা দক্ষিণ জেলা গঠন করা, নওয়াব ফয়েজুন্নেছা কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, লাকসাম ও লালমাইতে দুটি আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, মনোহরগঞ্জে একটি নার্সিং কলেজ। 
তিনি আরও বলেন, এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদার করা হবে বেকারত্ব দূর করতে গ্রহণ করা হবে বহুমুখী কর্মসূচি। বিএনপি যদি আগামী নির্বাচনে জয়লাভ করে, তাহলে জনগণের কল্যাণে সুশাসন ন্যায়বিচার নিশ্চিত করা হবে।গত কয়েক মাস ধরে  মনোহরগঞ্জ -লাকসা  উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান,স্থানীয় প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দিচ্ছেন। একইসঙ্গে তিনি আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন, আমার পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী। আমার বাবা কর্নেল( অবঃ) আনোয়ারুল আজিম ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।গত ১৫-১৬ বছর ধরে আমাদের পরিবার আওয়ামী লীগের চরম নির্যাতনের শিকার।বিএনপি আমার ভালোবাসার দল। কুমিল্লা-৯ (মনোহরগঞ্জ- লাকসাম) আসন থেকে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচন করব। আর না দিলেও দলীয় প্রার্থীর পক্ষে কাজ করব।দেশ ও জাতির বৃহৎ স্বার্থে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করেন ।এসময় উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা  আবদুল মতিন, বিএনপির নেতা মো,অহিদুর রহমান, আলীআষ্রাব, রবিউল হোসেন, রফিকুল ইসলাম, প্রমুখ । 

এমএসএম / এমএসএম

কোনাবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল

কবিরহাটে অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষকদের বিদায় ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান

হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন- স্বাস্থ্য সচিব

টঙ্গীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ:

ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন

বাঁশখালীতে বিদ্যুৎ খুঁটি স্থানান্তরে প্রতিপক্ষের বাঁধায় ভুক্তভোগীর অভিযোগ

ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ

৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে কর্ণফুলীর বড়উঠানে মতবিনিময় সভা

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২

কুষ্টিয়ায় থানা পুলিশের অভিযানে ১৭ জন আসামি গ্রেফতার

হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধঃ সামিরা আজিম দোলা

ঢাকা-গাজীপুরে মসজিদের ইমামকে গুম ও হত্যাচেষ্টার প্রতিবাদে গলাচিপায় ইমাম পরিষদের বিক্ষোভ মিছিল