সাভারে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সাভার উপজেলার রোকন স্মৃতি গ্রন্থাগারে অনুষ্ঠিত হলো রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভার মূল লক্ষ্য ছিল সাভার উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নকে আরো সুসংগঠিত এবং শক্তিশালী করা।
সভায় সভাপতিত্ব করেন আহমেদ জীবন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন শওকত আলী। উপস্থিত ছিলেন সাভার উপজেলা বাসদ (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল) এর আহ্বায়ক আবু বকর সিদ্দিক লাভলু, শ্রমিক নেতা শুভ আচার্য্য, মজিবুর রহমান, জহিরুল ইসলাম, ইয়াকুব আলী, আব্দুল মজিদ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় দীর্ঘ আলোচনার পর সকলের সম্মতিতে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে আহমেদ জীবনকে সভাপতি এবং শওকত আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আরো নির্বাচিত হন সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। এছাড়া ৫ জন কার্যকরী সদস্যও নির্বাচিত হন।
পূর্ণাঙ্গ কমিটি: সভাপতি: আহমেদ জীবন, সহ সভাপতি: মজিবুর রহমান, সাধারণ সম্পাদক: মোঃ শওকত আলী, সহ সাধারণ সম্পাদক: শুভ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক: ইয়াকুব আলী, সহ সাংগঠনিক সম্পাদক: জুয়েল, অর্থ সম্পাদক: জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক: আব্দুল মজিদ, ক্রিড়া সম্পাদক: আঃ মজিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: সোলেমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ আবু ইউসুফ
কার্যকরী সদস্যবৃন্দ: আসাদ, হাবিবুর রহমান, মোঃ বাবুল শিকদার, আলমগীর হোসেন, বকুল।
সভায় কমিটি গঠন শেষে নেতৃবৃন্দ তাদের দায়িত্বশীলতার সাথে সাভার উপজেলার রিকশা-ভ্যানে কর্মরত শ্রমিকদের অধিকার আদায়ের জন্য একত্রিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা ঘোষণা করেন, আগামী দিনে সংগঠনের মাধ্যমে সাভার অঞ্চলের শ্রমিকদের দুর্দশা লাঘব করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হবে।
এ সভাটি সংগঠনের অগ্রগতি এবং স্থানীয় শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। সাভার উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এই ধরনের সভা ও আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
নড়াইলে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ
জুড়ীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি কোয়াব ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক