ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর বাস্তবায়নাধীন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ)এর দ্বি-বার্ষিক নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০অক্টোবর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন মুহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে তিনি এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. সোহেল রানার সভাপতিত্বে ও মনিরুজ্জামান খাঁনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মোস্তফা,উপজেলা বিএনপি'র সভাপতি ফরিদ হোসেন,উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আলী হোসেন,উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রী, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুল আহসান,সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসাইন,সাবেক যুগ্ম সম্পাদক আহসানুল হক ছগির,সমবায়ী প্রতিনিধি মাস্টার শাহাদাত হোসেন (সবুজ) খলিফা প্রমুখ।
অফিস সূত্রে জানা যায়, বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ২৯/৯/২৫ ইং তারিখে দ্বি- বার্ষিক নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়, ১৩/১০/২৫ তারিখে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করা হয় এবং ২০/১০/২৫ইং তারিখে নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
বিধি অনুযায়ী অদ্য বৃহস্পতিবার ফায়জুল কবির তালুকদারকে সভাপতি হিসেবে আগামী ০২ বছরের জন্য নির্বাচিত করা হয় এবং সহ-সভাপতি হিসেবে মাস্টার মোঃ জাকির হোসেন খলিফাকে নির্বাচিত করা হয়। এছাড়া সদস্য হিসেবে ০৬ জনকে মনোনীত করা হয় তারা হলেন- মো. হাবিবুর রহমান হাওলাদার, হাবিবুর রহমান সিপাহী, শামসুল হক খান,আব্দুস সালাম সিকদার, রফিকুল ইসলাম গাজী ও আব্দুল লতিফ সিকদার।
নব-নির্বাচিত সভাপতি ফায়জুল কবির তালুকদার বলেন, ইন্দুরকানী ইউসিসিএ'র সমবায়ী সহ অএ উপজেলা বাসীদের পাশে আমি ও আমার পরিবার সবসময় ছিলাম, আছি ও থাকবো।সমবায়ীদের কল্যানে তাদের অনুরোধে আমি সভাপতি প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছি।আমি অএ দপ্তরের কল্যানার্থে সমবায়ীদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। বিগত ২০১৪ সালে বিপুল ভোটে অএ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলভাবে দ্বায়িত্ব পালন করেছিলাম।২০১৮ ও ২৪ সালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোট পেয়েও রাজনৈতিক কারনে আমাকে চেয়ারম্যান হতে দেওয়া হয়নি। আমি যে কোন প্রয়োজনে জনকল্যানমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখবো ইনশাল্লাহ্ ।
এমএসএম / এমএসএম
সোনারগাঁয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা আটক ১
নার্সিং প্রশাসন একীভূতকরণের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন
চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন
শ্রীনগরে বসতবাড়িতে হামলা, আহত ৩
মোহনগঞ্জে লোকাল ট্রেনের চলাচল বন্ধ, যাত্রীরা দুর্ভোগে
গোবিপ্রবি প্রশাসনের উদ্যোগে সপ্তাহজুড়ে নানা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম
সর্বস্ব হারিয়ে স্ট্রোকে আক্রান্ত ইউনুসের যাত্রী ছাউনিতে মানবেতর জীবনযাপন
আদমদীঘিতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে লুম উপ-প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা
জয়পুরহাটে তেঘর উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষক কে সংবর্ধনা প্রদান
শ্রীপুরে অনুমোদনহীন পশুখাদ্য উৎপাদন: গ্রেজ এগ্রো লিমিটেডকে ৩০ হাজার টাকা জরিমানা
ইন্দুরকানী ইউসিসিএ নির্বাচনে ফায়জুল কবির তালুকদার সভাপতি নির্বাচিত
নোয়াখালীতে সাবেক সেনা কর্মকর্তা জায়গা দখল ও হত্যা চেষ্টার অভিযোগ