৯ বছরেও জট খোলেনি তনু হত্যা মামলার
বহুল আলোচিত কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী মুরাদনগরের সোহাগী জাহান তনু হত্যার নয় বছর পার হলেও এখনও খোলেনি মামলার জট। পরিবারের সদস্যরা এখনো ন্যায়বিচারের আশায় দিন গুনছেন।
তনুর খালা সাজেদা বেগম ক্ষোভভরা কণ্ঠে বলেন, “গত আট বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু তনুর হত্যার বিচার হয়নি। এখন নতুন সরকারের কাছে আমরা তনুর হত্যার বিচার চাই।”
তিনি জানান, তনুর বাবা-মা এখন মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। মৃত্যুর আগে একটাই চাওয়া—মেয়ে হত্যার বিচার দেখে যেতে চান তারা।
২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের পাশে জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।
তবে দীর্ঘ নয় বছরেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি। এর মধ্যে চারটি তদন্ত সংস্থা ও ছয়জন তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। শুরুতে থানা পুলিশ, পরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিআইডি এবং সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে।
২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআই সদর দপ্তরে হস্তান্তর করা হয়। প্রায় চার বছর ধরে তদন্ত করেন পরিদর্শক মো. মজিবুর রহমান, কিন্তু তদন্ত শেষ না করেই তিনি বদলি হন। বর্তমানে মামলার দায়িত্বে আছেন পিবিআই কল্যাণপুর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম।
তনুর বাবা ইয়ার হোসেন বলেন, “এতদিন রাজনৈতিক সরকার ছিল, খুনিরা আড়ালে ছিল। এখন অন্তর্বর্তী সরকারের কাছে আমার মেয়ের হত্যার বিচার চাই। বিচার না হলে মরেও শান্তি পাব না।”
তনুর ভাই আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, “নতুন তদন্ত কর্মকর্তা দায়িত্ব নেয়ার নয় মাস পার হলেও একবারও আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। প্রথমে ফোন রিসিভ করলেও এখন আর কথা বলেন না।”
তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “আমরা মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরাও প্রক্রিয়াধীন তদন্ত শেষ হলে আবারও ঘটনাস্থলে যাব। তদন্তে কোনো অবহেলা নেই।”
এমএসএম / এমএসএম
চুপ্পু থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয় এরচেয়ে ভালো পানিতে ডুবে মরা: হাসনাত আব্দুল্লাহ
সিইউএফএল সার কারখানায় উৎপাদন শুরুর ১২ ঘন্টা পর ফের বন্ধ
চুয়াডাঙ্গায় অনেক বাড়ি বিক্রি হয়েছে কেউ দিয়েছেন ভাড়ায়
জুড়ীতে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
ধোপাছড়িতে ইউএনও'র প্রচেষ্টায় মেরামত হচ্ছে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া কাঠের সেতুটি
কুতুবদিয়ায় বনভূমি বিলীন ও বেদখলে, লবণ মাঠে রাজস্ব হারাচ্ছে সরকার
মান্দায় ভূয়া প্রকল্পের নামে অর্থ হরিলুটের অভিযোগ
পাবনায় প্রিপেইড মিটার সরবরাহ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত
বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক পরিবারকে প্রাণনাশের হুমকী; থানায় অভিযোগ
তুলশীখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি দিয়েছে নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটি
বড়লেখায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক আসামী সুনাম গ্রেফতার
জামালপুরে বিদায়ী ওসি আবু ফয়সল মোঃ আতিককে সংবর্ধনা