ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

প্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল

স্কুল শিক্ষকের সঙ্গে পালালেন ৪ সন্তানের জননিপ্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ১:৩৪

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দাড়িয়াল গ্রামে বজলু হাওলাদারের স্ত্রী ৪ সন্তানের জননী শিমু বেগম তার স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে করায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ২ নভেম্বর (রবিবার) সাবেক স্বামী বজলু ও এলাকাবাসী দাড়িয়াল গ্রামের মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও স্ত্রীর বসবাসরত বাড়ির সামনে ঝাড়ু হাতে মিছিল করলে এলাকাজুড়ে তৈরি হয় তোলপাড়।

ভুক্তভোগী বজলু হাওলাদার বলেন, ১৭ বছর আগে খুলনার ব্যবসা করতেন তিনি। তখন শিমু বেগমকে দুই সন্তানসহ বিয়ে করেন। শিমু বেগমের প্রথম স্বামীর ঘরের দুই সন্তানসহ বজলু হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ দাড়িয়াল নিজ গ্রামে বসবাস শুরু করেন। তার স্ত্রীর প্রথম সংসারের দুই মেয়েকে লালন পালন করে বড় করে অন্যত্র বিয়েও দিয়েছিলেন। তবে সেই মেয়েদের সংসারও বেশি দিন টেকেনি। এদিকে বজলু হাওলাদারের সংসারে দুটি পুত্র সন্তানও রয়েছে। সবাই মিলে এক সাথে বাস করে আসছিলেন। এরপর বজলু হাওলাদার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে নিজ এলাকায় জমি ক্রয় করে তার স্ত্রীর ও নিজের টাকা মিলিয়ে 
৬৮ লাখ টাকা ব্যয় করে জমি ক্রয় করে একটি বাড়ি নির্মাণ করেন। যে বাড়িটিতে তার স্ত্রীর প্রথম সংসারের ২ কন্যার সন্তানের নামে অর্ধেক সম্পত্তির দলিল রয়েছে। বাকি অর্ধেক সম্পত্তির তার নামে। দীর্ঘদিন ধরে তার স্ত্রী বাড়ির পাশে দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামালের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে স্ত্রীকে বুঝানোর চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। অবশেষে সম্প্রতি স্ত্রী তাকে তালাক দিয়ে ওই প্রেমিকের সঙ্গে গোপনে বিয়ে করেন।

এ সময় তিনি আরো বলেন, আমি সমাজের কাছে ন্যায় বিচার চাই। একজন স্বামী হিসেবে অপমানিত হয়েছি, তবুও চার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নীরব ছিলাম। এখন আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আমার কষ্টের অর্জিত সম্পত্তি আত্মসাৎ করে ও নতুন বাড়ির দখলে রেখে আমাকে তালাক দিয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ নারীটির আচরণকে নৈতিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন। এই ঘটনায় এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে নানা মন্তব্য করছেন। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি।

এমএসএম / এমএসএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

মাসুদ রানা দরিদ্রদের বিনামূল্যে দিলেন ৪০ টি ব্যাটারিচালিত অটোভ্যান

কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ , নেতৃত্বে তহসিলদার মফিজুল

হাতিয়ায় একটি পরিবারে মা মানসিক রোগী ও ছেলে জন্মগত প্রতিবন্ধী হওয়ায় চলছে তাদের দুর্বিষহ জীবন

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুমিল্লায় দোয়া মোনাজাত

বাংলাদেশ রেলওয়ে: ঘুষ ছাড়া স্বাক্ষর করেন না ডিআরএম

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)