ঢাকা সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

প্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল

স্কুল শিক্ষকের সঙ্গে পালালেন ৪ সন্তানের জননিপ্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ৩-১১-২০২৫ দুপুর ১:৩৪

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। উপজেলার দাড়িয়াল ইউনিয়নের দাড়িয়াল গ্রামে বজলু হাওলাদারের স্ত্রী ৪ সন্তানের জননী শিমু বেগম তার স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে করায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে ২ নভেম্বর (রবিবার) সাবেক স্বামী বজলু ও এলাকাবাসী দাড়িয়াল গ্রামের মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও স্ত্রীর বসবাসরত বাড়ির সামনে ঝাড়ু হাতে মিছিল করলে এলাকাজুড়ে তৈরি হয় তোলপাড়।

ভুক্তভোগী বজলু হাওলাদার বলেন, ১৭ বছর আগে খুলনার ব্যবসা করতেন তিনি। তখন শিমু বেগমকে দুই সন্তানসহ বিয়ে করেন। শিমু বেগমের প্রথম স্বামীর ঘরের দুই সন্তানসহ বজলু হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ দাড়িয়াল নিজ গ্রামে বসবাস শুরু করেন। তার স্ত্রীর প্রথম সংসারের দুই মেয়েকে লালন পালন করে বড় করে অন্যত্র বিয়েও দিয়েছিলেন। তবে সেই মেয়েদের সংসারও বেশি দিন টেকেনি। এদিকে বজলু হাওলাদারের সংসারে দুটি পুত্র সন্তানও রয়েছে। সবাই মিলে এক সাথে বাস করে আসছিলেন। এরপর বজলু হাওলাদার পৈত্রিক সম্পত্তি বিক্রি করে নিজ এলাকায় জমি ক্রয় করে তার স্ত্রীর ও নিজের টাকা মিলিয়ে 
৬৮ লাখ টাকা ব্যয় করে জমি ক্রয় করে একটি বাড়ি নির্মাণ করেন। যে বাড়িটিতে তার স্ত্রীর প্রথম সংসারের ২ কন্যার সন্তানের নামে অর্ধেক সম্পত্তির দলিল রয়েছে। বাকি অর্ধেক সম্পত্তির তার নামে। দীর্ঘদিন ধরে তার স্ত্রী বাড়ির পাশে দাড়িয়াল মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামালের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে স্ত্রীকে বুঝানোর চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। অবশেষে সম্প্রতি স্ত্রী তাকে তালাক দিয়ে ওই প্রেমিকের সঙ্গে গোপনে বিয়ে করেন।

এ সময় তিনি আরো বলেন, আমি সমাজের কাছে ন্যায় বিচার চাই। একজন স্বামী হিসেবে অপমানিত হয়েছি, তবুও চার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নীরব ছিলাম। এখন আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আমার কষ্টের অর্জিত সম্পত্তি আত্মসাৎ করে ও নতুন বাড়ির দখলে রেখে আমাকে তালাক দিয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ নারীটির আচরণকে নৈতিক অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন। এই ঘটনায় এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে নানা মন্তব্য করছেন। প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি।

এমএসএম / এমএসএম

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

চিকিৎসক সংকট ও অব্যবস্থাপনায় হাসপাতালই যেন রোগী

পটুয়াখালীতে টিউবওয়েল বসাতে গিয়ে মেলে গ্যাস, ছয় মাস ধরে জ্বলছে আগুন

পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে বন্যায় আগাম সতর্কবার্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সচেতনা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাঁশখালীতে পরিত্যক্ত দোকান গৃহ থেকে এক যুবকের লাশ উদ্ধার

সন্দ্বীপে রেডিও স্টেশন স্থাপনে বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের আগমন, মতবিনিময় সভা ও স্টেশনের জন্য স্থান পরিদর্শন

কুড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার পাকা সড়ক দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়নে কাজ করবে সরকারঃ মিঠু

কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

আত্রাইয়ে মোটরসাইকেল চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ

পাবনায় মাদকের টাকা না পেয়ে নামাজরত পিতাকে কুপিয়ে হত্যাঃ ছেলে আটক

বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায়,নেত্রকোনায় এটিএম আব্দুল বারী ড্যানী