ঢাকা শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে মাঠ পরিষ্কার ও সচেতনতা র‍্যালি


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৫-১১-২০২৫ বিকাল ৭:৫৬

চাঁদপুরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার (৫ নভেম্বর) সকালে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে পরিচ্ছন্নতা অভিযান চালায় এবং পরে বাবুরহাট বাজার এলাকায় একটি সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেয়। র‍্যালির মাধ্যমে তারা পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান জানায়।

র‍্যালি পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।

তিনি বলেন, “আমাদের আশপাশে যা কিছু আছে তাই নিয়েই পরিবেশ, এই পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। তোমরা যারা শিক্ষার্থী, তোমাদের বিদ্যালয় আঙ্গিনা ও ক্লাসরুম পরিষ্কার রাখা তোমাদেরই দায়িত্ব। পরিষ্কার-পরিচ্ছন্নতা কেবল সরকারি দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের সামাজিক দায়বদ্ধতার অংশ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা অফিসের উপপরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় শিক্ষার্থীরাই সবচেয়ে বড় পরিবর্তনের দূত। তারা পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী।

আলোচনা শেষে শিক্ষার্থীরা হাতে ঝাড়ু ও ব্যানার নিয়ে বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করেন। তাদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস ও বাজার এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি পর্যায়ক্রমে চালানো হবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধি পায়।

এমএসএম / এমএসএম

যাত্রীদেরকে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পূর্বে চালক কাউসারের জীবনে বাতি নিভে গেল

তানোরে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ: ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

নাচোলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শালিখায় বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চাষীরা

খাসি জনগোষ্ঠীর জীবনযাত্রা রক্ষায় শ্রীমঙ্গলে কার্পেং ফাউন্ডেশন ও আদিবাসী ফোরামের মাঠপর্যায়ের পরিদর্শন

মান্দায় সাংবাদিকদের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নাসিরের জায়নামাজ বিতরণ

নতুন ভোটারদের অংশগ্রহণে চাঁদপুরে নির্বাচনী অলিম্পিয়াড

জনগনের জীবনমান উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে ২৪ দফা ইশতেহারেরর বিকল্প নেই : মুকুল

জিএমপির ৮ থানার ওসি বদলি

টঙ্গীতে খৃষ্টান সম্প্রদায়ের অনুষ্ঠানে খালেদা জিয়ার জন্য প্রার্থনার আহবান করেন কামু

রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা পেলেন ওসি

ভূরুঙ্গামারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত