ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

চাঁদপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে মাঠ পরিষ্কার ও সচেতনতা র‍্যালি


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ৫-১১-২০২৫ বিকাল ৭:৫৬

চাঁদপুরে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার (৫ নভেম্বর) সকালে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে পরিচ্ছন্নতা অভিযান চালায় এবং পরে বাবুরহাট বাজার এলাকায় একটি সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেয়। র‍্যালির মাধ্যমে তারা পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান জানায়।

র‍্যালি পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।

তিনি বলেন, “আমাদের আশপাশে যা কিছু আছে তাই নিয়েই পরিবেশ, এই পরিবেশ আমাদেরকেই রক্ষা করতে হবে। তোমরা যারা শিক্ষার্থী, তোমাদের বিদ্যালয় আঙ্গিনা ও ক্লাসরুম পরিষ্কার রাখা তোমাদেরই দায়িত্ব। পরিষ্কার-পরিচ্ছন্নতা কেবল সরকারি দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের সামাজিক দায়বদ্ধতার অংশ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা অফিসের উপপরিচালক মোঃ মিজানুর রহমান। তিনি বলেন, “পরিবেশ রক্ষায় শিক্ষার্থীরাই সবচেয়ে বড় পরিবর্তনের দূত। তারা পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে পারে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী।

আলোচনা শেষে শিক্ষার্থীরা হাতে ঝাড়ু ও ব্যানার নিয়ে বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করেন। তাদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাস ও বাজার এলাকায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি পর্যায়ক্রমে চালানো হবে, যাতে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধি পায়।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের ফকিরহাটে চুরি করতে এসে গৃহিণীকে হত্যার অভিযোগ

তারাগঞ্জে জামায়াতের নির্বাচনী স্বাগত মিছিল

নওগাঁয় প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচার নাপ্রচারনা শুরু

গোবিপ্রবি’তে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সাংবাদিকদের সাথে কুমিল্লা-৯ আসনে জামায়াতের প্রার্থী ডঃ সরওয়ার ছিদ্দীকির মতবিনিময় সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ভস্মিভুত হয়ে গেল একটি মুদি ও চায়ের দোকান

নেত্রকোনায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় জিয়া পরিষদের নেতাকে কুপিয়ে গলা কেটে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগায়ে ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মীরজা ফয়সাল আমিনের প্রচারণা

বাগমারায় নিজের মুদিদোকানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা

দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুর-২ এ স্বতন্ত্র প্রার্থীর ছারছিনা দরবার শরীফে জিয়ারত দিয়ে প্রচারণা শুরু, পরে দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ

কোনাবাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন