সিংগাইরে সাড়ে ৪ লাখ টাকার সরকারি নির্মাণাধীন পাবলিক টয়লেট ভেঙ্গে দিল প্রতিপক্ষ
মানিকগঞ্জের সিংগাইরে সরকারি নির্মাণাধীন পাবলিক টয়লেট ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের স্থানীয় আব্দুল মালেক মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় প্রকল্পের আহ্বায়ক মহিলা মেম্বার মোসাঃ রোজিনা বেগম বাদী হয়ে গতকাল (৭ নভেম্বর) শুক্রবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে সিংগাইরের চান্দহর ইউনিয়নের শান্তিপুর বাজারে স্থানীয় দোকানদারদের সুবিধার জন্য একটি পাবলিক টয়লেট নির্মাণ প্রকল্প পাশ হয়।যার ব্যয় ধরা হয়েছে সাড়ে ৪ লাখ টাকা। সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রিপন এন্টারপ্রাইজ কাজটি শুরু করে।
গত (৬ নভেম্বর) বৃস্পতিবার সন্ধ্যার দিকে নির্মাণাধীন টয়লেটের ট্যাংক নির্মাণ শেষে বাকি কাজটুকুও প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু স্থানীয় আব্দুল মালেক মোল্লা লোকজন নিয়ে তা ভেঙ্গে দেন। স্থানীয় শান্তিপুর বাজার কমিটির সভাপতি মোস্তাকিম মোল্লা এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে একটি পাবলিক টয়লেট দোকানদারদের জন্য অনেক প্রয়োজন ছিল। তবে সেটা বাস্তবায়নে বাঁধা হয়ে দাঁড়াল আব্দুল মালেক মোল্লা দাদা। আমাদের সাথে আলোচনা করেও বিষয়টি সমাধান করতে পারত। ঠিকাদার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মহসিন খান রিপন বলেন, আমিও তো এলাকারই ছেলে। আমাকেও বলতে পারত। এলাকার মুরুব্বিদের নিয়ে জমি মেপে তার টা বুঝিয়ে দিয়ে আমরা সরকারি কাজে হাত দিতাম। ওনি মুরুব্বি হয়ে এমন জঘন্য কাজ কিভাবে করতে পারল। তবে তার বাড়িতে ছেলের বৌ সানোয়ারা বেগম ছিলেন ফ্যাসিস্ট পতিত সরকারের মহিলা লীগের নেত্রী। এ এলাকায় মহিলা হয়েও তিনি সিনেমার লেডি গ্যাংয়ের মতো চলাফেরা করতো। তাকে সবাই ভয় পেত। তারই ধারাবাহিকতা বজায় রাখতে তিনি আচরণ পাল্টাননি। তারও বিচার হওয়া দরকার।
প্রকল্পের আহ্বায়ক রোজিনা বেগম বলেন, অনেক কষ্ট করে নিজ এলাকার দোকানদারদের কথা চিন্তা করে এ পাবলিক টয়লেট সরকারিভাবে বরাদ্দ পেয়েছি। কিন্তু তারা বুঝল না। আমি এটার বিচার চাই। কেন তিনি সরকারি প্রকল্পে হাত দিলেন কে দিল তাকে এত বড় সাহস। আমি তো সরকারি জমিতেই সরকারি কাজ করছিলাম। রোজিনা আরও বলেন, আব্দুল মালেক মোল্লার ছেলের বৌ সানোয়ারা ছিলেন ফ্যাসিস্ট সরকারের মহিলা লীগের সাধারণ সম্পাদক। এ উন্নয়ন কাজ দেখে তারা ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ষড়যন্ত্র করতে পারে আমার ধারণা। এদিকে গত (৭ নভেম্বর) শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে সরেজমিনে গেলে অভিযুক্ত আব্দুল মোল্লাকে বাড়িতে না পাওয়াতে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
চান্দহর ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান বলেন, বিষয়টি জেনে খুবই মর্মাহত হয়েছি। উপরস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
মান্দায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন
ভূঞাপুরে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শ্যামনগরে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই জলদস্যু আটক
কবরস্থানের পাশে অপরিকল্পিত গবাদিপশুর খামার: বিষাক্ত বর্জ্যে নাকাল জনজীবন
মনোহরগঞ্জ -লাকসামে বিএনপির বিশাল গনমিছিল ৩১ দফা সংস্কারে সমাবেশ
ধানের শীষ গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক-মোহাম্মদ ফখরুল ইসলাম
শিবচরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী সারোয়ার হোসাইন মৃধার মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান
সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পিয়াজসহ পিকআপ জব্দ
আমি নেতা হতে চাই না, আমি মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাইঃ সেলিমুজ্জামান
দৃষ্টিজয়ী ফাহিম ফেরদৌসের এক জীবনের গল্প
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: আসিফ নজরুল