ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ঘোষণা'র পর কোণঠাসা বিএনপির তৃণমূল


মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী  photo মুহাম্মদ আয়াজ, কর্ণফুলী
প্রকাশিত: ৮-১১-২০২৫ বিকাল ৫:২২

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন'কে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা কর্ণফুলী) সংসদীয় আসনে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামকে বিএনপির সম্ভাব্য (ধানের শীষের) প্রার্থী হিসেবে মনোনয়ন তালিকায় নাম ঘোষণার পর থেকে আনোয়ারা কর্ণফুলী উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। কোণঠাসা হয়ে পড়ছে বিএনপির দুর্দিনে রাজপথ কাপানো মাঠপর্যায়ের নেতাকর্মীরা। এর ফলে আনোয়ারা কর্ণফুলী বিএনপি ও অঙ্গ সংগঠন মধ্যে আন্ত কোন্দলে'র আশঙ্কা দেখা দিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এই আসনের স্থানীয় জনসাধারণের মাঝে।

তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, বিগত দুঃসময়ে নির্যাতিত দলীয় কর্মীদের খোঁজখবর না রাখা, বিগত ১৭ বছর যে মানুষ'টাকে বিএনপির কোন কর্মসূচি'তে দেখা পাইনি দল সে'রকম একজনকে আবারও মনোনয়ন দেওয়ায় হতাশা আর ক্ষোভ জানানো ছাড়া এ মুহুর্তে কিছু বলার ভাষা নেই আনোয়ারা কর্ণফুলীর তৃণমূল ত্যাগীদের মধ্যে।

তারা বলেন, মনোনয়ন ঘোষণা হওয়ার পর থেকে আনোয়ারা কর্ণফুলী'তে এক নিস্তব্ধতা নেমে আসে যা ত্যাগীদের জন্য অত্যন্ত কষ্ট ও বেদনাদায়ক। কারণ সেই ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে যাকে আমরা বিন্দুমাত্র পাশে পাইনি। যিনি দুঃসময়ে নেতাকর্মীদের খোঁজখবর পর্যন্ত নেইনি। যিনি স্বৈরাচার সরকারের নির্বাচনে বিএনপি তৃণমূল নেতাকর্মীদের ভোটের মাঠে বিপদে ফেলে নিজে বিদেশে পালিয়ে যায় সেই সরওয়ার জামাল নিজাম সাহেবের পক্ষে আমরা কিভাবে কাজ করি?

সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সম্ভব্য মনোনীত প্রার্থী ঘোষণার পরপরই চট্টগ্রাম-১৩ আসনে সরওয়ার জামাল নিজামকে নিয়ে বিগত সময়ে জেল-জুলুমের শিকার হওয়া বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। আর সেটার সর্বোচ্চ বহি:প্রকাশ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

বিএনপির তৃণমূল ত্যাগী নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোষ্টে লিখছেন, সরওয়ার জামাল নিজাম ১/১১ এর পর থেকে দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন না৷ ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পেয়ে নেতাকর্মীদের ও সংসদীয় আসনের জনগণের সাথে সম্পর্ক না থাকার ফলে বিপুল ভোটে হারেন তিনি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো ধানের শীষের প্রার্থী হন। ওই নির্বাচনে দলীয় নেতাকর্মীদের মাঠে রেখে তিনি সরে পড়েন। এরপর থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম এবং নির্বাচন কালীনমিথ্যা গায়েবী মামলায় নেতাকর্মীরা জেল জুলুম নির্যাতন নিপীড়নে পড়লেও তিনি কোন ধরনের খবরাখবর রাখেননি। আনোয়ারায় দলের আন্দোলন সংগ্রামেও তাঁকে দেখা যায়নি। 

মূলত তার বিপক্ষে সরব হয়েছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়া ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা।

বর্তমান সময়ে আনোয়ারা কর্ণফুলী বিএনপির প্রেক্ষাপট বিবেচনা করে দেখা গেছে, আনোয়ারা-কর্ণফুলীতে এই দুই গ্রুপের মধ্যে স্নায়ুযুদ্ধ ছিল সব সময়। তৃণমূলের ত্যাগী  নেতাকর্মীরা বলছেন, বিগত ১৭ বছর তাদের জেল-জুলুম ও নির্যাতনের সময়ে তারা এস এম মামুন মিয়া'কে পাশে পেয়েছিলেন। তাঁর নেতৃত্বেই নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল। তাদের দাবি, রাজপথ যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্থপ্ত ছিল সেসময় এই সরওয়ার জামাল নিজাম'কে আমরা কোথাও পাইনি কিংবা কোন কর্মসূচিতে আমরা থাকে দেখতে পাইনি সেরকম একজন'কে দল পুনরায় মনোনয়ন দিয়েছে।সেটা তৃণমূলের ত্যাগীদের কেউ মেনে নিতে পারতেছে না।

তারা আরও জানান, আওয়ামী লীগের পতনের আগেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা দাবি বাস্তবায়নে জনমত সৃষ্টিতে এলাকায় চষে বেড়িয়েছেন এস এম মামুন মিয়া। কিন্তু ৫ই আগস্ট ২০২৪ এর পর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর এলাকায় সরব হয়েছেন সরওয়ার জামাল নিজাম। তাই তৃণমূলের নেতাকর্মীরা আশা করছেন দলীয় কর্মীদের সাথে নিয়ে যিনি মাঠে ছিলেন তাঁকে দল মনোনয়ন দিবেন।

ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ জেলা বিএনপির এক নেতা বলেন, দল থেকে বলা হয়েছে আন্দোলন সংগ্রামে মাঠে থাকা তৃণমূলের নেতাকে মনোনয়ন দেওয়া। এমন কথা থাকলেও আনোয়ারা-কর্ণফুলীতে মনোনয়ন দিয়েছেন দলের দুঃসময়ে মাঠে না থাকাতো দুরের কথা কোন পোগ্রামে কোনদিন দেখা যায়নি সেরকম একজন  ব্যক্তিকে। যা তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর ফলে আনোয়ারা কর্ণফুলী বিএনপি ও অঙ্গ সংগঠন মধ্যে আন্ত কোন্দলে'র আশঙ্কা দেখা দিয়েছে। এমন গুরুত্বপূর্ণ আসনে দুঃসময়ে নেতাকর্মী বিচ্ছিন্ন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত হয়নি। দ্রুত সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিল করে দুঃসময়ে আন্দোলন সংগ্রামে মাঠে থাকা তৃণমূলের নেতাকে মনোনয়ন দেওয়ার আহবান করছি আমিরা।

এমএসএম / এমএসএম

রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

মাগুরায় কৃতি সন্তানদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বিএনপি নেতার কবর জিয়ারতে দুই এমপি প্রার্থী

স্ত্রীর কাছে ‘চিরকুট’ লিখে স্বামীর আত্মহত্যা

বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল

ঝিনাইগাতীতে গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণসহ নানা সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ঘোষণা'র পর কোণঠাসা বিএনপির তৃণমূল

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আত্রাইয়ে বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন : এম সাখাওয়াত হোসেন

আদিবাসীদের ঐতিহ্যবাহী ওয়ানগালা ও লবান উৎসব উদযাপন

মান্দায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন