সাভারে গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন
গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে ৪৩টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) শ্রমিকদের দাবি বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাভার–আশুলিয়া অঞ্চলে কর্মরত বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) শ্রমিকদের দাবি বাস্তবায়ন কমিটির উদ্যোগে বুধবার, সকাল ১১ টায় সাভার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিকনেতা রফিকুল ইসলাম সুজন। লিখিত ৬ দফা দাবী পাঠ ও সংবাদ সম্মেলন পরিচালনা করেন, বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট এর নেতা আহমেদ জীবন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা কবির হোসেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা মিজানুর রহমান, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর নেতা অন্তর রহমান, বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ড্রাস্ট্রিজ ওয়ার্কার্স ফেডারেশন এর নেতা রুবিনা আক্তার রুবি, বাংলাদেশ গার্মেন্টস ও দর্জি শ্রমিক ফেডারেশনের নেতা মুসলেহা, গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা সেলিনা হোসাইন, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতা রাসেল প্রামাণিক, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা আলি আকবর খান, তাজরিন গার্মেন্টস এর আহত শ্রমিক জরিনা বেগম, স্পেকট্রাম গার্মেন্টস এর আহত শ্রমিক নুর আলম ।
লিখিত বক্তব্যে বলেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের অভিজ্ঞতা বলছে—দেশে বারবার সরকার পরিবর্তন হয়, জনপ্রতিনিধি পরিবর্তন হয়; কিন্তু দুঃখজনকভাবে শ্রমিকদের জীবনমান, সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত হয় না। অথচ রাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতি এবং এই শিল্পাঞ্চলের উন্নয়নে শ্রমিকদের অবদানই সবচেয়ে বেশি।
ঢাকা–১৯ সংসদীয় আসন মূলত সাভার উপজেলার আশুলিয়া এবং সাভারের কিছু অংশ নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৯,২৮,৪২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪,৭৪,০৮৭ জন, নারী ভোটার ৪,৫৪,৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন—যাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ। গড়ে প্রতি ভোটারের সঙ্গে চারজনের পরিবার ধরলে এই এলাকায় বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৪০ লক্ষ। এই এলাকায় রয়েছে দুটি ইপিজেড, একটি সরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় স্মৃতিসৌধ, যুব উন্নয়ন একাডেমি, ডেইরি ফার্ম, সাভার ক্যান্টনমেন্টসহ বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও বেসরকারি স্থাপনা এবং একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়।
ঢাকা–১৯ আসনের আশুলিয়া ও সাভার এলাকায় আনুমানিক ১,৮৬৩ থেকে ২,০০০টির মতো কলকারখানা রয়েছে, যার মধ্যে তৈরি পোশাক কারখানার সংখ্যাই সর্বাধিক। শিল্পাঞ্চল হওয়ায় এখানে কয়েক লক্ষ মানুষ কাজের সুবাদে বসবাস করলেও তারা স্থায়ী ভোটার নন। এই ভাসমান শ্রমিক জনগোষ্ঠী ও তাদের পরিবারকে যুক্ত করলে প্রকৃত জনসংখ্যা ভোটার সংখ্যার দ্বিগুণেরও বেশি।
দুঃখজনক বাস্তবতা হলো—এই এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, শ্রমিক ও শিল্পে হামলা, ঝুট ব্যবসায় শ্রমিকদের ব্যবহার, মাদক ব্যবসা ও সেবন, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চলমান।
২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এবং পরবর্তী বছরগুলোতে স্পেকট্রাম গার্মেন্টস ভবন ধস, হামিম গার্মেন্টসে অগ্নিকাণ্ড, তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ধসের মতো ভয়াবহ দুর্ঘটনায় গত দুই দশকে প্রায় ১৫শ থেকে ২ হাজার শ্রমিক নিহত হয়েছেন এবং ২০ থেকে ২৫ হাজার শ্রমিক আহত হয়ে আজও পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
বর্তমানে গার্মেন্টস শ্রমিকরা যে মজুরি পান, তা দিয়ে একটি পরিবারের ন্যূনতম জীবনধারণ করাই কঠিন। এর ওপর অনিয়ন্ত্রিত বাড়িভাড়া বৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শ্রমিকদের চিকিৎসা, পুষ্টিকর খাদ্য ও সন্তানের লেখাপড়া থেকে বঞ্চিত করছে।
এত বড় শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এই এলাকার রাস্তাঘাট মানুষের চলাচলের উপযোগী নয়। পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, শ্রমিকদের নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করতে হয়। আবার রাস্তায় আলোকসজ্জা ও সিসি ক্যামেরা না থাকায় রাতে কাজ শেষে ফেরার পথে শ্রমিকরা ছিনতাইয়ের শিকার হন এবং নারী শ্রমিকরা ধর্ষণ ও যৌন হয়রানির ঝুঁকিতে পড়েন। উপজেলায় একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও বিপুল জনসংখ্যার তুলনায় তা অত্যন্ত অপ্রতুল। শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সরকারি স্কুল, কলেজ, ডে-কেয়ার সেন্টার, খেলার মাঠ না থাকায় তারা সীমিত মজুরিতে সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারছেন না। দীর্ঘদিন ধরে আমরা জনপ্রতিনিধিদের কাছে বার্ন ইউনিটসহ ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক সরকারি হাসপাতাল নির্মাণসহ এসব দাবি জানিয়ে আসছি। প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি।
এই বাস্তবতা থেকে আমরা আশা করি, ঢাকা–১৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শ্রমজীবী মানুষের কথা সংসদে তুলে ধরবেন এবং নিচের ৬ দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন—
আমাদের ৬ দফা দাবি সমূহ
১. জনসংখ্যা অনুপাতে সরকারি উদ্যোগে শ্রমিক কলোনি, সরকারি স্কুল ও কলেজ, ডে-কেয়ার সেন্টার, খেলার মাঠ এবং বার্ন ইউনিটসহ ৫০০ শয্যাবিশিষ্ট আধুনিক সরকারি হাসপাতাল নির্মাণ করতে হবে।
২. জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৩. শ্রমিকদের নিরাপদ চলাচলের জন্য রাস্তায় আলোকবাতি ও সিসি ক্যামেরা স্থাপন এবং কর্মস্থলে যাতায়াতের সময় বৃষ্টি থেকে রক্ষায় পর্যাপ্ত যাত্রী ছাউনি নির্মাণ করতে হবে।
৪. ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা, মাদক ব্যবসা ও সেবন, ছিনতাই ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৫. শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় কমাতে কারখানাভিত্তিক রেশনিং ব্যবস্থা, সব কারখানায় ফেয়ার প্রাইস শপ চালু এবং শ্রমজীবীদের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করতে হবে। পাশাপাশি অনিয়ন্ত্রিত বাড়িভাড়া বৃদ্ধি রোধে বাড়িভাড়া আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
৬. আগামী জাতীয় সংসদে শ্রমজীবী মানুষের অধিকার ও প্রত্যাশা তুলে ধরতে জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও শ্রমিক অধিকার সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের পক্ষ থেকে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ এবং স্কপ-এর ৯ দফা উপস্থাপন ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। আমরা বিশ্বাস করি, শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
আগামী কর্মসূচিঃ
১। আগামী ২৩ জানুয়ারি ২০২৬, সাভারে শ্রমিকদের সংলাপ। (শ্রমিক সংলাপে ঢাকা-১৯ আসনে সংসদ সদস্য পার্থীদের আমন্ত্রণ জানানো হবে)
২। ২৩ জানুয়ারি ২০২৬ থেকে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত সাভার-আশুলিয়ার বিভিন্ন কারখানার গেইটে ৬ দফার দাবীর ভিত্তিতে প্রচার মূলক কর্মসুচি।
Aminur / Aminur
বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা
তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার
সাভারে গার্মেন্টস শ্রমিকদের ৬ দফা দাবীতে শ্রমিক নেতাদের সংবাদ সম্মেলন
আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার
কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন
রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা
চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের
টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন
শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা