নফল নামাজ নিষেধ যখন
পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজ ছাড়া অন্য সব নামাজকে নফল নামাজ বলে। নফল নামাজ হলো- তাহাজ্জুদ, ইশরাক, চাশত ও আউওয়াবিনের নামাজ। এ ছাড়া আরও কয়েকটি অনির্ধারিত নফল নামাজ রয়েছে। নফল নামাজের কোনো সীমারেখা নির্ধারিত নেই। কিন্তু প্রতি ২৪ ঘণ্টায় কিছু সময় এমন আছে যখন নফল নামাজ পড়া মাকরুহ।
এমন কিছু সময় হচ্ছে-
১. ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে ফরজ নামাজের আগ পর্যন্ত ফজরের দুই রাকাত সুন্নত নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া মাকরুহ (মুসলিম : ১১৮৫)। হজরত হাফসা (রা.) বলেন, ‘ফজরের ওয়াক্ত শুরু হলে রাসুল (সা.) সংক্ষিপ্ত দুই রাকাত নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়তেন না।’ তবে এ সময়ে কাজা নামাজ পড়া যাবে।
২. ফজর নামাজের পর সূর্য উদয় হওয়া পর্যন্ত নফল বা সুন্নত নামাজ পড়া মাকরুহ (বুখারি : ৫৫১)।
৩. আসরের পর সূর্যাস্ত পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ (বুখারি, হাদিস: ৫৫১)।
৪. ইমাম যখন জুমার খুতবার জন্য বের হন, তখন থেকে ফরজ নামাজ থেকে ফারেগ হওয়া পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ (কানযুল উম্মাল : ২১২১২)।
৫. ইকামতের সময় যেকোনো নামাজ পড়া মাকরুহ (মুসলিম : ১১৬০)। তবে ফজরের সুন্নতের অত্যধিক গুরুত্বের কারণে ইকামতের পরও মসজিদের যেকোনো কর্নারে তা আদায় করতে বলা হয়েছে; যদি দ্বিতীয় রাকাত পাওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকে (মুসলিম : ১১৯৩)। সময় যদি এত কম হয় যে, সুন্নত পড়তে গেলে ফরজ নামাজ শেষ হয়ে যাবে; তা হলে সুন্নত পড়া মাকরুহ।
৬. খুব ক্ষুধা এবং খানার প্রতি তীব্র চাহিদা হলে ওই অবস্থায় নফল নামাজ পড়া মাকরুহ। কেননা এর ফলে খাবারের সঙ্গেই মন লেগে থাকবে; নামাজের সঙ্গে নয় (মুসলিম : ৮৬৯)।
৭. মলমূত্রের বেগ হলে (মুসলিম : ৮৬৯)।
৮. এমন কোনো বস্তুর উপস্থিতিতে, যে বস্তু নামাজ থেকে বিমুখকারী এবং খুশুখুজুতে ব্যাঘাত সৃষ্টিকারী (মুসলিম : ৮৬৯)।
৯. ঈদের নামাজের আগে নফল নামাজ পড়া মাকরুহ। ঈদের নামাজের পর ঘরেও কোনো নামাজ নেই, ঈদগাহেও নেই (ইবনে মাজাহ : ১২৮৩)। ১০. আরাফার ময়দানে, বিশেষ করে হজযাত্রীদের জন্য জোহর আর আসরের মধ্যবর্তী সময়ে নফল নামাজ পড়া মাকরুহ। মুজদালিফায় বিশেষ করে হজযাত্রীদের জন্য মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে। (মুসলিম : ১২৩৭)
Aminur / Aminur
আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলেও সওয়াব
সুস্থতার নেয়ামত রক্ষা করা জরুরি
নববী আদর্শের নওজোয়ান: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন-নুমান রিডার
নিরাপদ জীবনের চার উপাদান
ইসলামে মানবাধিকারের শিক্ষা
ঈমান ধ্বংসকারী ফেতনা থেকে আত্মরক্ষা
মানুষের হক নষ্ট করা পাপ
সাহাবিদের মতো জীবন গড়ার শিক্ষা
ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত সামুদ জাতির কাহিনি
পুরোনো কাপড় দান করে সওয়াব অর্জন
হালাল সম্পদ উপার্জনের নির্দেশনা
উত্তম চরিত্রের অনন্য পুরস্কার