পুরোনো কাপড় দান করে সওয়াব অর্জন
আজকের নতুন পোশাক একসময় পুরোনো হয়ে যাবে। বয়স বাড়লে পোশাকও ছোট হয়ে যায়। সামর্থ্যবানরা পুরোনো পোশাক খুলে গায়ে জড়ান নতুন পোশাক। যারা বেশি শৌখিন তারা সামান্য ব্যবহৃত কাপড়ও পরিবর্তন করে ফেলেন। যারা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারের তারাও পরিবর্তন করেন। হয়তো একটু বেশি পুরোনো হলেই পরিবর্তন করেন তারা। অনেকের ক্ষেত্রেই এমন হয় নতুন পোশাক গায়ে জড়ানোর পর পুরোনো পোশাকটির কথা আর মনে থাকে না। ফেলে রাখা হয় যত্রতত্র। নষ্ট হতে থাকে অবহেলায়। একসময় সেটা হয়ে পড়ে পরিধানের সম্পূর্ণ অযোগ্য। ঘর মোছার ন্যাকড়া ছাড়া কোনো কাজেই আসে না তা।
এই পুরোনো কাপড়গুলো আমরা সাধারণত তিনভাবে ব্যবহার করি। হয়তো ন্যাকড়া বানিয়ে ফেলি। নয়তো ঘরেই ফেলে রেখে নষ্ট করি। কিংবা কোনো হকারের কাছে বিক্রি করে দিই। যদি পরার অযোগ্য হয় তা হলে তো ন্যাকড়া বানানো ঠিক আছে। আর পরিধানযোগ্য হলে ঘরে ফেলে রাখাটা একেবারেই অযৌক্তিক। কিন্তু যখন বিক্রি করে দিই তখন সেটা কত টাকায় বিক্রি করি আমরা? এক হাজার টাকার জামাটা একশ টাকায় বিক্রি করে দিই। এই একশ টাকায় কী করা যায়? হোটেলে খাওয়ার একবেলার বিলও তো হয় না। তা হলে কী দরকার বিক্রি করার! অথচ এই সামান্য একটা জিনিসের মাধ্যমে আমরা অর্জন করতে পারি আল্লাহর পক্ষ থেকে অসামান্য পুরস্কার!
পুরোনো কাপড়-চোপড় এই তিন খাত ছাড়া আরও এক খাতে ব্যয় করতে পারি আমরা। আর সেটাই সর্বোত্তম খাত। দান করে দিতে পারি দরিদ্রদের মাঝে। এই দানে না আমার সংকটে পড়তে হচ্ছে, না কষ্ট হচ্ছে। নতুন আরেকটি তো মাত্রই কেনা হলো। তা হলে কী হবে এ দানে? হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) নতুন কাপড় পরিধান করলেন এবং এই দোয়াটি পড়লেন, ‘আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি মা উয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি, অর্থাৎ সব প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে এই পোশাকটি পরিধান করিয়েছেন। যার দ্বারা আমি সতর আবৃত করতে পারি এবং আমার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি।’ অতঃপর তিনি বললেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি নতুন কাপড় পরিধান করে এই দোয়া পাঠ করে এবং ব্যবহৃত পুরোনো কাপড়টি সদকা করে দেয়, সে দুনিয়া এবং আখেরাতে আল্লাহর নজরে, আল্লাহর হেফাজতে এবং আল্লাহর আবরণে অবস্থান করে।’ (তিরমিজি : ৩৫৬)
শুধু পুরোনো একটা কাপড় সদকা করে দিয়েই আমরা কত বড় ফজিলতের ভাগীদার হতে পারি! তাই পুরোনো কাপড়গুলো ফেলে রেখে নষ্ট না করে কিংবা অল্প দামে বিক্রি না করে আশপাশে অসহায়-গরিবদের মধ্যে যাদের প্রয়োজন তাদের মাঝে দান করে দেওয়া। এতে করে দরিদ্রদের যেমন উপকার হবে, আমরাও পরকালের জন্য জমা করতে পারব পুণ্য বা সওয়াব। প্রসঙ্গত, যাদের সামর্থ্য আছে নতুন পোশাক কিনে অসহায়-গরিবদের উপহার দেওয়া তাদের জন্য উত্তম হবে নতুন পোশাকই দেওয়া। কেননা গরিব লোকটি পুরোনো পোশাক পেলে যতটুকু খুশি হবে তার চেয়ে বহুগুণ বেশি খুশি হবে নতুন পোশাক উপহার পেলে। আর তাদের মুখে অনাবিল আনন্দ ও হাসি ফোটানো ধনীদের দায়িত্বের মধ্যেও পড়ে। আল্লাহ আমাদের বোঝার ও আমল করার তওফিক দান করুন।
Aminur / Aminur
সাহাবিদের মতো জীবন গড়ার শিক্ষা
ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত সামুদ জাতির কাহিনি
পুরোনো কাপড় দান করে সওয়াব অর্জন
হালাল সম্পদ উপার্জনের নির্দেশনা
উত্তম চরিত্রের অনন্য পুরস্কার
পাপের ভারে ভূমিকম্প বাড়ে
সুস্বাস্থ্যের জন্য যে দোয়া করবেন
পারিবারিক জীবনে ভরণপোষণের গুরুত্ব
অবসরে জান্নাত সাজানোর সুযোগ
চলাফেরায় জিকিরের সওয়াব লাভের সুযোগ
মুমিনের প্রতিটি মুহূর্ত মূল্যবান
বাম হাতে তসবি পড়া যাবে?