সমর্থন জানিয়ে কালামকে সহযোগিতার আশ্বাস দোলার
কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপার্সনের দলীয় কার্যালয়ে দু'জনকে ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এসময় আবুল কালাম ও দোলার মাঝে সমঝোতা করে দেন। এসময় কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেন দোলা।
এর আগে গত রোববার (৯ নভেম্বর) দুপুরে লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা করা হয়। এতে মনোনয়ন প্রত্যাশী দোলাসহ দুই পক্ষের অন্তত ২০জন আহত হন। এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিএনপি। ওই ঘটনার পর লাকসাম-মনোহরগঞ্জে দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে আসে।
বিএনপি সূত্রে জানা যায়, সাবেক এমপি আজিমের মৃত্যুর পর এ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় প্রচারণায় নামেন তার মেয়ে দোলা। সম্প্রতি বিএনপি থেকে দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালামকে দলের মনোনয়ন দেওয়ার পরও দোলা মাঠে প্রচারণা অব্যাহত রাখেন। এ নিয়ে দলীয় ফোরামে টানাপোড়েন চলছিল। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন দলের কেন্দ্রীয় নেতারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের দলীয় কার্যালয়ে আবুল কালাম ও সামিরা আজিম দোলাকে ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় আবুল কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনে সকল সহযোগিতার আশ্বাস দেন দোলা। পরে উভয়ই ফটোসেশনে মিলিত হয়ে একে অপরকে সহায়তার আশ্বাস দেন।
বৈঠক থেকে বের হয়ে সামিরা আজিম দোলা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন। তিনি দলের প্রার্থীর (আবুল কালাম) পক্ষে ঐক্যবদ্ধ থাকা এবং ব্যক্তি রাজনীতি বন্ধ করতে বলেছেন। আমি ব্যক্তির চেয়ে দলকে প্রাধান্য দিয়েছি। এ আসনে আমার বাবা জীবিত থাকাকালীন দলের মনোনয়ন পেয়েছেন। বাবার প্রতি সন্মানার্থে আমি দলের প্রার্থীর জন্য ঐক্যবদ্ধ থাকব। এ আসনে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করে যাব। দোলা আরও বলেন, ‘আংকেল (কালাম) আমাকে বলেছেন মেয়ের মতো, মেয়ের মতোই দেখতে হবে। আমার নেতাকর্মীদের সুনজরে দেখতে হবে।’
মনোনয়ন প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজকে আমাদের দুজনকে গুলশান পার্টি অফিসে ডেকেছেন। সেদিনকার অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি শুনেছেন। দোলা আমার মেয়ের মতো।
আমরা ধানের শীষের জন্য সবাই ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এ আসনে ধানের শীষের বিজয় করব ইন-শা-আল্লাহ।
এমএসএম / এমএসএম
পাঁচবিবির আওলাই ইউনিয়ন বিএনপি নেতাদের সাথে রানা প্রধানের মতবিনিময় সভা
পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
তারেক রহমানের ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চন্দনাইশের এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী
বারহাট্টায় ফ্রি আই ও মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ফেব্রুয়ারীর ভোটে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান
সারা দেশের প্রাথমিকে চালু হলো মিড ডে মিল
নাগরপুরে অনুমোদনহীন ‘গ্লোরি অ্যাগ্রো প্রোডাক্টস’ সিলিন্ডার গ্যাস পাম্পে দুর্ঘটনার আশঙ্কা
নওগাঁয় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও দোয়া অনুষ্ঠিত
মোহনগঞ্জে পাঁচ দোকান আগুনে পুড়ে ছাই
একটি দল বিভেদ সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে : মির্জা ফখরুল
রৌমারীতে বন্ধ হয়নি শুল্ক স্থলবন্দরে চাঁদা আদায়
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলায় প্রথম স্থান অর্জন রাণীনগর উপজেলা