ঢাকা শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

রাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে পাহাড় নিধনের সত্যতা মিলেছে


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ১:২৪

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রকল্পে অবাধে পাহাড় নিধনের সত্যতা মিলেছে পরিবেশ অধিদপ্তরের তদন্তে। এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বরাবরে একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে রাঙ্গামাটি কার্যালয়। এনফোর্সমেন্ট মামলা দিয়ে তাদের ১১ নভেম্বর শুনানির দিন ধার্য করে গত ৩ নভেম্বর একটি নোটিশ জারি করে বিভাগীয় পরিচালক জমির উদ্দীন। চিঠিতে পাহাড় কাটার বিষয়ে সত্যতা পেয়েছে বলে উল্লেখ করা হয়েছে। দৈনিক সকালের সময়ের পাহাড় কাটা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্র ধরে এই তদন্ত করা হয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। তবে শুনানিতে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
এবিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক জমির উদ্দীন বলেন, ”গণমাধ্যমের কল্যাণে রাবিপ্রবির পাহাড় কাটার বিষয়টি জানতে পেরেছি। পরে তদন্তের মাধ্যমে তার সত্যতা পেয়েছে আমাদের রাঙ্গামাটি কার্যালয়। এরই সূত্র ধরে এনফোর্সমেন্ট মামলা করা হয়েছে। শুনানিতে কিছু কাগজপত্র দাখিল করেছে, যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

জানা যায়,  অনুমতি না নিয়ে পাহাড় কাটার দায়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ হতে একটি এনফোর্সমেন্ট মামলা করা হয়। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন প্রকল্প পরিচালক আব্দুল গফুরের তত্ত্বাবধানে ৪টি ভবনের কাজ চলমান। একাডেমিক, প্রশাসনিক, ছাত্র হল ও ছাত্রী হল নির্মাণে পাহাড় কাটা নিয়ে দৈনিক সকালের সময়ে সংবাদ প্রচারের পর এনফোর্সমেন্ট মামলা করা হয়। 
শুধুমাত্র কিছু অংশ কর্তনের মাধ্যমে ভবন সমূহ করার ড্রইং, ডিজাইন করা হলেও ঠিকাদারদের ব্যাক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যমে উন্নয়নের নামে পুকুর খননের মহড়া করা হয়েছে বলে জানা যায়। পরিবেশ অধিদপ্তরের বার্তা ও চিঠি পেয়ে বেইজমেন্টের অংশ পুনরায় মাটি দিয়ে ভরাট করে পাহাড় কর্তনকে লুকিয়ে রাখার অপচেষ্টা চালান।
এই প্রকল্পে নিয়োজিত কনসালটেন্ট শেলটেক প্রাইভেট লিমিটেড এবং কাজ বাস্তবায়নকারী সংস্থা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মধ্যে হিল কাটিং ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে রয়েছে পার্থক্য। ইআইএ শর্তে যে পরিমাণ মাটি কাটার উল্লেখ রয়েছে এর  চেয়ে অনেক বেশি পাহাড় কাটা হয়েছে বলে জানা যায়। এছাড়াও হিল কাটিং ম্যানেজমেন্ট প্ল্যান এবং শেলটেকের দেওয়া ডিজাইনের মাটি কাটার মধ্যে রয়েছে পার্থক্য। ইআইএ প্রতিবেদন অনুযায়ী ৫ লাখ ১০ হাজার ঘনফুট মাটি কাটার কথা ছিল। কিন্তু পরিবেশ অধিদপ্তরের তদন্তে দেখা গেছে প্রায় ৭ লাখ ২০ হজোর ঘনফুট মাটি কাটা হয়েছে। অর্থাৎ ইআইএ শর্তের বাইরে প্রায় ২ লাখ ১০ হাজার ঘনফুট মাটি অতিরিক্ত কাটা হয়েছে। যা পরিবেশের মারাত্মক ক্ষতি। একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়নে এটা শিক্ষার ক্ষেত্রেও একটা নেতিবাচক উদাহরণ।
জানা যায়, প্রকল্প পরিচালক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদারদের নিজস্ব স্বার্থ হাসিলের মাধ্যমে ড্রইং, ডিজাইনের ব্যত্যয় ঘটিয়ে পাহাড় কর্তন করেন যার গাণিতিক হিসাবের তারতম্যও ব্যাপক। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জমির উদ্দিনের সাথে বিভাগীয় ব্যবস্থা ও জরিমানা না করার জন্য তদবির করছেন বলে সূত্র জানায়।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল গফুর বলেন, ”পরিবেশ অধিদপ্তর থেকে আমাদেরকে নোটিশ জারি করেছে, আমি ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর দায়িত্ব নিয়েছি, এর আগে আরো ৩ জন পিডি ছিল, আমি ৪ নং পিডি, আগে যারা ছিল তারা কাজ করতে পারেনি, আমি কাজ করতে চেষ্টা করছি, মাটি কাটার বিষয়গুলো ইঞ্জিনিয়ারিং সেকশন দেখছে। এটা কারো ব্যক্তিগত কাজ নয়, এটা সরকারি প্রকল্প, এখানে বেশি বা কম মাটি কাটলে কারো কোন ব্যক্তিগত স্বার্থ নেই। পরিবেশ, পিডিবি, শিক্ষাসহ ১২ টি সংস্থার সমন্বয়ে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এখানে আইনের ব্যত্যয় ঘটানোর কোন সুযোগ নেই। সবাই এই কাজে নজরদারি করছে। তারপরও সরকার বা পরিবেশ যদি মনে কওে আইনের ব্যত্যয় ঘটেছে তাহলে তারা যা ভালো মনে করে সে অনুযায়ী ব্যবস্থা নিলে আমার কোন আপত্তি নেই।”
এবিষয়ে পরিবেশ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম বলেন, ”আমরা পাহাড় কাটার বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়েছি, সে অনুযায়ী বিভাগীয় কার্যালয়ে প্রতিবেদন দিয়েছি। প্রতিবেদন অনুযায়ী এনফোর্সমেন্ট মামলা করা হয়েছে। এখন যা করার বিভাগীয় অফিস করবে, তবে কি করবে বা করবে না তা বিভাগীয় অফিসের এখতিয়ার।”
শুনানির বিষয়ে প্রকল্প পরিচালকের দপ্তর থেকে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের বরাবরে পাঠানো একপত্রে বলেছেন, “রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের অধীনে অত্যাবশ্যকীয় ৪টি ভবনসহ বিশ্ববিদ্যায়ের প্রায় ৪০টি’র ও বেশি ভবনের বিস্তারিত ড্রইং, ডিজাইন, ইআইএ, এসআইএ, এসটিপি, পুনাঙ্গ মাস্টার প্ল্যানসহ বিস্তারিত কার্যক্রম সম্পাদনের জন্য শেলটেক কনসালট্যান্ট (প্রাঃ) লিঃ কে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিয়োগ করে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও প্রকল্পের ডিপিপি’র সংস্থান অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে প্রকল্পভুক্ত এই ৪টি ভবনের নির্মাণ কাজের দায়িত্ব প্রদান করা হয়। সেই মোতাবেক প্রধান প্রকৌশলীর পক্ষে রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা এই ০৪টি ভবনের টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে ঠিকাদার নির্বাচন, এনওএ ও কার্যাদেশ প্রদান, চুক্তি করা, বিল প্রদান এবং কাজ বাস্তবায়ন করার পরিপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। এই লক্ষ্যে শিক্ষা প্রকৌশলের প্রধান প্রকৌশলীর সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি এমওইউ স্বাক্ষরিত হয়। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রকল্প অফিস শুধুমাত্র ডিপোজিট স্কিম হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর অর্থ স্থানান্তর করে থাকে।
স্থান নির্বাচন, মাটিকাটা, নির্মাণ কাজ শুরু করা এবং কাজ চলমান রাখা পুরোপুরি ভাবে শেলটেক কনসালট্যান্ট (প্রাঃ) লিঃ কতৃর্ক প্রণীত ড্রইং ও ডিজাইন মোতাবেক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। কাজ সমাপ্তি শেষে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই ভবনসমূহ প্রকল্প তথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হস্তান্তর করবেন। এমতাবস্থায় এই ০৪টি ভবন নির্মাণের ক্ষেত্রে প্রকল্পের ডিপিপি মোতাবেক প্রকল্প পরিচালকের পরিবর্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী বিজক চাকমাকে পক্ষভুক্ত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। তবে প্রকল্প পরিচালকের প্রয়োজন হলে তিনি যথাসময়ে উপস্থিত হবেন।
অপরদিকে শেলটেক কনসালট্যান্ট (প্রাঃ) লিঃ এর পক্ষে ম্যানেজার (এনভায়রনমেন্ট ও ইকোলজি) মোহাম্মদ জাহিদুল হককে উপস্থিত থেকে শেলটেক এর পক্ষে ব্যাখ্যা প্রদান করার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে শেলটেক কনসালট্যান্ট এর সিইও উপস্থিত থাকবেন।
এবিষয়ে জানতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি

রাষ্ট্রীয় শোক দিবস পালনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাভারে অবস্থিত ভিসন গ্রুপের ১লা জানুয়ারি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ

জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে

তাড়াশে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা

তারাগঞ্জে আলহাজ্ব আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন

ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি

তানোর ও গোদাগাড়ীতে টমেটোর ফলন বিপর্যয়, কৃষকের মাথায় হাত

ধোপাছড়িতে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত