ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

অবশেষে স্বস্তি—চলাচলযোগ্য হলো ঘাঘর-বাঁশবাড়ীয়া সড়ক


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ১:৩১

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার সংযোগ সড়ক ঘাঘর-বাঁশবাড়ীয়া-টুঙ্গিপাড়া উপজেলা হেড কোয়ার্টার সড়ক এখন প্রায় সম্পূর্ণভাবে চলাচলের উপযোগী। বহু বছর পর এই গুরুত্বপূর্ণ সড়কটি নতুন রূপে ফিরে আসায় এলাকাবাসীর মধ্যে বইছে স্বস্তির হাওয়া।

মোট ২৯ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির মধ্যে কোটালীপাড়া অংশে ৮ কিলোমিটার এবং টুঙ্গিপাড়া অংশে ২১ কিলোমিটার রয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও কাদা-পানিতে পরিপূর্ণ এই সড়কটি ছিল চলাচলের অনুপযোগী। সামান্য বৃষ্টিতেই তৈরি হতো বড় বড় গর্ত, ফলে জনজীবনে দেখা দিত চরম দুর্ভোগ। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ প্রতিদিনই ভোগান্তি পোহাতেন। বর্ষায় রোগী পরিবহন ছিল সবচেয়ে বড় সমস্যা; অনেক সময় অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারত না।

দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উদ্যোগ নেয় সড়কটির পুনর্গঠন ও উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হয়। বর্তমানে সড়কের ৯৫ শতাংশ কাজ সম্পন্ন, মাত্র ৬০০ মিটার এলাকায় কাজ চলমান রয়েছে।

এই সড়কটি বাস্তবায়িত হচ্ছে এলজিইডির দুটি বৃহৎ প্রকল্পের আওতায়—১. ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প (DDIRWSP) এবং ২. রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (RCIP)।

সড়কটি চালু হওয়ার পর স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসা খাতে এসেছে ইতিবাচক পরিবর্তন। প্রতিদিন শত শত ট্রাক, বাস, মোটরসাইকেল ও অটোরিকশা নির্বিঘ্নে চলাচল করছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জসিম শেখ বলেন, “আগে এই রাস্তা দিয়ে চলাচল মানেই ছিল দুর্ভোগ। এখন মনে হয় শহরের রাস্তা দিয়ে যাচ্ছি। ব্যবসা-বাণিজ্য করতে অনেক সুবিধা হচ্ছে।”

শিক্ষার্থী সিরাজুল ইসলাম বলেন, “আগে কলেজ যেতে কাদা আর ধুলোয় ভুগতে হতো। এখন আর কোনো সমস্যা নেই।”শিক্ষার্থীরাও পেয়েছে স্বস্তি। স্কুলে যাওয়া-আসায় আর কাদা, ধুলো বা দুর্ভোগ নেই। 

স্থানীয় অটোরিক্সা চালক রবিউল ইসলাম জানান, এখন সারাদিনে বেশি ট্রিপ দেওয়া যায়, আয়ও বেড়েছে। আগে গাড়ি নষ্ট হলে মেরামতে খরচ হতো, এখন আর সেই ঝামেলা নেই।”

বাঁশবাড়িয়া ব্যবসায়ী মিলন শেখ বলেন, “এখন পণ্য আনা-নেওয়া অনেক সহজ হয়েছে। এতে আমাদের এলাকার অর্থনীতি চাঙ্গা হয়েছে।”

কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী শফিউল আজম বলেন, “সব বাঁধা অতিক্রম করে আমরা কাজ শেষ করেছি। মানসম্মত কাজ নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য।”

গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক তিনি বলেন, "ঘাঘর-বাশবাড়ীয়া সড়কটি তিন উপজেলার মানুষকে সরাসরি সংযুক্ত করেছে। এর ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে"। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে ঘাঘর-বাশবাড়ীয়া সড়ক উন্নয়ন এখন বাস্তবে রূপ নিয়েছে। তিন উপজেলার মানুষের মুখে আজ প্রকৃত স্বস্তি ও উন্নয়নের হাসি ফুটেছে।

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে ঘাঘর-বাঁশবাড়ীয়া সড়ক এখন উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। সড়কটির উন্নয়ন শুধু যোগাযোগ ব্যবস্থার নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষার সুযোগ এবং জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিন উপজেলার মানুষের মুখে এখন একটাই কথা — “এ সড়ক আমাদের জীবনে এনেছে প্রকৃত স্বস্তি ও উন্নয়নের হাসি।”

এমএসএম / এমএসএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা