ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠীঃ আমির খসরু চৌধুরী


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৪:২৩

চট্টগ্রামের বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৪ নভেম্বর বিকালে বাঁশখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ জেলা বিএনপি সদস্য জহিরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাফরুল ইসলাম চৌধুরী ছিলেন বাঁশখালীর গণমানুষের নেতা,গণতন্ত্র পুনঃউদ্ধারে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন -সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক, তাঁর সততা, আদর্শ ও সাহসীকতা এখনও পর্যন্ত বিএনপির রণাঙ্গনের নেতাকর্মীদের অনুপ্রাণিত করে। বিগত সময়ে বাঁশখালীবাসী ধানের শীষ ভোট দিয়ে জাফরুল ইসলাম চৌধুরীকে যেভাবে বার বার নির্বাচিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাঁশখালী আসন উপহার দিয়েছেন। তেমনি ভাবে এবারেও ধানের শীষে ভোট দিয়ে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে সংসদে পাঠাতে হবে। এসময় তিনি আরও বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে হবে।

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদ দল চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া,পটিয়া থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী এনামুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত জামান দুলাল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোসাইনী,চট্টগ্রাম জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।

এডভোকেট নাছির উদ্দীন ও রেজাউল হক চৌধুরীর যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন, সাতকানিয়া থেকে মনোনয়ন প্রত্যাশী মুজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান চৌধুরী, মাষ্টার লোকমান আহমদ, পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল মিয়া, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, মোহাম্মদ মহসিন, শাহজাহান চৌধুরী, দেলোয়ার আজিম চৌধুরী, উপজেলা যুবদল সদস্য সচিব রাসেল চৌধুরী, হেফাজ উদ্দিন চৌধুরী, মহিলা দল সভাপতি সারাবান তাহুরা ফেরদৌসী কলি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মুবিনুর রহমান চৌধুরী, বিএনপি নেতা জয়নাল আবেদীন, গণ্ডামারা ইউনিয়ন বিএনপি সভাপতি ফরিদুল আলম রানা, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন সিকদার, এস এম তৈয়ব, ছাত্রদল নেতা আব্দুস সবুর সবুজ, আমির হোসেন, বিএনপি, মোঃ কফিল উদ্দিন, মোশাররফ হোসেন, ছাত্রদল নেতা মোঃ মারুফসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল

মাদারীপুর-৩ আসনে খোকন তালুকদারের গণজাগরণ, বালিগ্রামে দুই ওয়ার্ডে নতুন কমিটি

জুড়ীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে বাজার ফান্ডের ভুমি হস্তান্তর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ৪৮ ঘন্টার আল্টিমেটাম

লাকসামে ফেয়ার হেলথ্ হসপিটালের দেড়যুগ পূর্তি পালিত

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ

আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নির্বাচিত কমিটির অভিষেক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠীঃ আমির খসরু চৌধুরী