ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে অনুদান বিতরণ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৫-১১-২০২৫ দুপুর ৪:৩৫

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রধান কার্যালয়ে ২০২৫ সালের জাতীয় সাধারণ বার্ষিক সভা ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংস্থার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোঃ খোরশেদ মিয়া আলম।

সংস্থার মহাসচিব মোঃ আইয়ুব আলী হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম. মাসুদ রানা, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা লেডিস ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক রাফেয়া আবেদীন।

শনিবার (১৫ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই আয়জনে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবিকা, আর্থিক নিরাপত্তা এবং শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সংস্থার মহাসচিব মোঃ আইয়ুব আলী হাওলাদার দৃষ্টি প্রতিবন্ধীদের অধিকার ও উন্নয়নের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করতে হবে। যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের সন্তানদের যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগের ব্যবস্থা করতে হবে, যাতে তারা ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত হতে পারে। এছাড়া তিনি জাতীয় সংসদে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্য থেকে একজন প্রতিনিধিকে তাদের হয়ে কথা বলার সুযোগ দেওয়ারও দাবি জানান।

অনুষ্ঠানের অতিথিদের মাধ্যমে আর্থিক অনুদান, সেলাই মেশিন, বয়স্ক ভাতা, চিকিৎসা সাহায্য, বিবাহ সাহায্য, ক্ষুদ্র ব্যবসা সাহায্য ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। সেলাই মেশিন পেয়েছেন পিরোজপুরের ওবায়দুর রহমান, জামালপুরের জুবায়ের, গাজীপুরের লিটন হোসেন ও সুজন, মুন্সিগঞ্জের জান্নাত, রংপুরের আমজাদ হোসেন, গোপালগঞ্জের সোহাগ মোল্লাসহ মোট ১৫ জন।

বয়স্ক ভাতা পেয়েছেন, খাদিজা দেওয়ান, আলেয়া বেগম, আব্দুস সাত্তার মুন্সী, নিরঞ্জন চন্দ্র বিশ্বাস, আব্দুর রব, ফয়েজ আহমেদসহ মোট ২০ জন।

শিক্ষাবৃত্তি পেয়েছেন, ইডেন মহিলা কলেজের তানজিলা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাকারিয়া ও নাইমুল নাঈম, রোজিনা পারভিন, শাহানারা খাতুন, শান্তা আক্তার, আয়েসা আক্তার, সুমনা আক্তার, হৃদয় শেখ, বর্ষা আক্তার, রিনা আক্তার, জেসমিন আক্তারসহ মোট ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ভাইস চেয়ারম্যান মোকলেচুর রহমান, যুগ্ম মহাসচিব এস এম ইউনুসুর রহমান, সহকারি মহাসচিব মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সচিব আবু আলেম মাদবর, মহিলা বিষয়ক সচিব সাফিয়া বেগম, কার্যনির্বাহী কমিটির সদস্য নার্গিস ইসলাম, গফফার হোসেন, মোহাম্মদ রিপন, মোহাম্মদ আলী, মিলন আক্তার, মাসুদ আনোয়ার খান, মোঃ আনোয়ার দেওয়ান, জরিনা খাতুন, মোকলেসুর রহমান ও আব্দুল মালেক তালুকদার প্রমুখ। এতে রাজধানীসহ সারা দেশের প্রায় ৬ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী অনুষ্ঠানে অংশ নেয়।

এমএসএম / এমএসএম

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল

মাদারীপুর-৩ আসনে খোকন তালুকদারের গণজাগরণ, বালিগ্রামে দুই ওয়ার্ডে নতুন কমিটি

জুড়ীতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত