ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২৫ রাত ৮:২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ফতেপুর খাসপাড়া গ্রামে এক আমবাগান ক্ষতি ও হুমকির ঘটনা ঘটেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, জমির মালিকের অনুপস্থিতিতে বাগানের ডাল চুরি, কৃষি সরঞ্জাম ভাঙচুর এবং হুমকি-ধমকির মাধ্যমে এলাকার শান্তি বিঘ্নিত হয়েছে।

জানা গেছে, ঢাকায় অবস্থানরত মো. আসাদুজ্জামান তার মালিকানাধীন বাগানের একটি অংশ স্থানীয় তোজাম্মেল হক তোজাকে চাষাবাদের জন্য ব্যবহার করার অনুমতি দেন। তবে অভিযুক্ত সেই জমি আবাদ না করে বাগানের ক্ষতি করেছেন এবং পরে মালিকসহ এলাকাবাসীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় মো. আসাদুজ্জামান ১০ অক্টোবর ভোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করতে ১১ অক্টোবর প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ২৪ অক্টোবর আরেকটি সাধারণ ডায়েরি (নং–৮৩২) দায়ের করা হয়, যা বর্তমানে কোর্ট অনুমোদিত তদন্তাধীন রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বুদ্ধ (৬০) বলেন,“আমি যা দেখেছি তা প্রশাসনের কাছে জানিয়েছি। এরপর থেকে অভিযুক্ত আমাকে হুমকি দিচ্ছে।”

মো. আসাদুজ্জামান জানান,“আমি আইনের মাধ্যমে বিষয়টি সমাধান চাই। আশা করি প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।”

স্থানীয় সমাজসেবক মাইনুদ্দিন আহমেদ বলেন,“অভিযুক্ত পূর্বেও বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকায় শান্তি বজায় থাকবে।”

ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি বলেন,“এ ধরনের ঘটনা উদ্বেগজনক। ন্যায়বিচার নিশ্চিত হলে পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।”

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান বলেন,“প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। যথাযথ আইনি প্রয়োগের মাধ্যমে এটি সমাধান হবে বলে আমরা আশা করি।”

ভোলাহাট থানার তদন্তকারী কর্মকর্তা জানান,“বিষয়টি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং কেউ আর অন্যের ক্ষতি করার সাহস না পায়।

এমএসএম / এমএসএম

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল

মাদারীপুর-৩ আসনে খোকন তালুকদারের গণজাগরণ, বালিগ্রামে দুই ওয়ার্ডে নতুন কমিটি