ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ফতেপুর খাসপাড়া গ্রামে এক আমবাগান ক্ষতি ও হুমকির ঘটনা ঘটেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, জমির মালিকের অনুপস্থিতিতে বাগানের ডাল চুরি, কৃষি সরঞ্জাম ভাঙচুর এবং হুমকি-ধমকির মাধ্যমে এলাকার শান্তি বিঘ্নিত হয়েছে।
জানা গেছে, ঢাকায় অবস্থানরত মো. আসাদুজ্জামান তার মালিকানাধীন বাগানের একটি অংশ স্থানীয় তোজাম্মেল হক তোজাকে চাষাবাদের জন্য ব্যবহার করার অনুমতি দেন। তবে অভিযুক্ত সেই জমি আবাদ না করে বাগানের ক্ষতি করেছেন এবং পরে মালিকসহ এলাকাবাসীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় মো. আসাদুজ্জামান ১০ অক্টোবর ভোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করতে ১১ অক্টোবর প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ২৪ অক্টোবর আরেকটি সাধারণ ডায়েরি (নং–৮৩২) দায়ের করা হয়, যা বর্তমানে কোর্ট অনুমোদিত তদন্তাধীন রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী বুদ্ধ (৬০) বলেন,“আমি যা দেখেছি তা প্রশাসনের কাছে জানিয়েছি। এরপর থেকে অভিযুক্ত আমাকে হুমকি দিচ্ছে।”
মো. আসাদুজ্জামান জানান,“আমি আইনের মাধ্যমে বিষয়টি সমাধান চাই। আশা করি প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।”
স্থানীয় সমাজসেবক মাইনুদ্দিন আহমেদ বলেন,“অভিযুক্ত পূর্বেও বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকায় শান্তি বজায় থাকবে।”
ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি বলেন,“এ ধরনের ঘটনা উদ্বেগজনক। ন্যায়বিচার নিশ্চিত হলে পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।”
চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান বলেন,“প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। যথাযথ আইনি প্রয়োগের মাধ্যমে এটি সমাধান হবে বলে আমরা আশা করি।”
ভোলাহাট থানার তদন্তকারী কর্মকর্তা জানান,“বিষয়টি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং কেউ আর অন্যের ক্ষতি করার সাহস না পায়।
এমএসএম / এমএসএম
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
রাণীশংকৈলে ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন
জুড়ীতে মরহুম আজিম মাষ্টার মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে গিয়ে সেবার মান নিয়ে প্রশ্ন তুললেন স্বাস্থ্য বিভাগের ডিজি
আউশপাড়ায় “আল দ্বীন হিফজ একাডেমি”র উদ্বোধন
বাগান থেকে হাত-মুখ বাঁধা যুবকের লাশ, হত্যার অভিযোগ তদন্তে পুলিশ
রাজশাহীতে ভৌতিক বিদ্যুৎ বিল ও যানজট নিরসনে মানববন্ধন
মানিকগঞ্জে গোসল করতে নেমে ২ শিশু নিহত
স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে নৌকাডুবি: শিবচরের চার যুবক নিখোঁজ, পরিবারে আহাজারি
রায়গঞ্জে সড়ক ধসে সৃষ্টি হয়েছে বড় গর্তের, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা
মান্দায় ইউপি সদস্যের ক্ষমতায় সরকারি রাস্তার ২৮টি গাছ কর্তন
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শেরপুরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত