ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

৩১ দফাতেই বাংলাদেশের নবজাগরণ ঘটবে: শাহেদ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ১:২২

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষে ভোট দিন। উন্নয়ন, শান্তি ও অগ্রগতির পথে আমাদের প্রত্যেকের সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ঐক্য ও ইতিবাচক ভূমিকার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দিন। গুপ্ত রাজনৈতিক শক্তিকে ব্যালটের মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতার জবাব দিতে হবে। এদেশ কখনোই আর পথ হারাবে না কারণ সবার আগে বাংলাদেশ, এটাই আমাদের রাজনৈতিক দর্শন।

তিনি ১৪ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের উদ্যোগে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকায় আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে নাগরিক সচেতনতা বৃদ্ধি ও কেন্দ্র ভিত্তিক স্থানীয় জনগণের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা নির্বাচিত হলে আগামীর বাংলাদেশ তারেক রহমান এর ৩১ দফার আলোকেই চলবে। ৩১ দফাতেই বাংলাদেশের নবজাগরণ ঘটবে। গুপ্ত রাজনৈতিক শক্তির দেশবিরোধী চক্রান্ত মোকাবেলায় যুবদলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান। যে কোন চক্রান্ত মোকাবেলা করতে যুবদল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি এ সময় ধানের শীষ মনোনীত প্রার্থী  বীর চট্টলার কৃতি সন্তান আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য প্রতিটি ঘরে ঘরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর বার্তা ৩১ দফা পৌঁছে দেওয়ার জন্য যুবদলের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। আগামীর বাংলাদেশ কারা পরিচালনা করবে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের  মাধ্যমেই নির্ধারিত হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জি: জমির উদ্দিন নাহিদ, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রফিক, মুহাম্মদ কামাল, ইব্রাহিম খান, আব্দুল বাতেন, আবসার, তুলাতুলি মহল্লা কমিটির সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক বাহার। ৪২নং ওয়ার্ড যুবদলের সাবেক সি: যুগ্ম আহ্বায়ক মাসুদ আলমের সভাপতিত্বে উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন মহানগর যুবদল নেতা ইলিয়াস হাসান মঞ্জু, জাহাঙ্গীর আলম বাবু, শাবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, মুহাম্মদ আলী, মুহাম্মদ মাহবুব, আফতাব আহমেদ, শাহাব উদ্দিন,  শফিউল বাশার শামু, সুজাত হোসেন সুজন, শাকিল চৌধুরী, মুহাম্মদ উল্লাহ চৌধুরী রিটু, মোশারফ আরজু, মুহাম্মদ ইউসুফ, জহির, আমির হোসেন, বশর, ফিরোজ, ফারুক, নুরুল হক, খোকন মোল্লা, রশিদ, বাবুল, ইব্রাহিম, হালিম, আলম, শরীফ, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর শাহরিয়ার, শুভ রায়, রুবেল, মিনহাজুল হক মিনার, ওয়াহিদুল আলম সুমিত প্রমুখ নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে অবৈধ বালু মহোৎসব: গ্রাম-ফসলি জমি বিলীন হওয়ার শঙ্কা”

মনোহরদীতে বিশেষ অভিযানে ৩০০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেফতার

বাবুগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভবতী গাভী মৃত্যুর অভিযোগে তোলপাড়ঃ সত্যতা পায়নি তদন্ত কমিটি

কাশিয়ানীতে মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা

চাঁদপুরে আগুনে পুড়েছে সাত ব্যবসা প্রতিষ্ঠান

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ওয়ার্ল্ড প্ল্যানিং ডে উদযাপন

হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণের চেক বিতরণ সম্পন্ন

শেরপুরে পুলিশ কর্মকর্তাদের মামলা ও সাজা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম-১৪ আসনে শফিকুল ইসলাম রাহীর নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

নোয়াখালীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

ঈশ্বরদী-আটঘরিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের

নরসিংদী পৌর এলাকায় অটোরিকশা–সিএনজি–ইজিবাইক তালিকাভুক্তি শুরু