ঈশ্বরদী-আটঘরিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বলেছেন, তাঁরা শূন্য থেকে শুরু করে বিএনপিকে পুনরায় ঐক্যবদ্ধ করতে চান। শনিবার বিকেলে পাকশী রেলওয়ে হাসেম আলী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ঈশ্বরদী ও আটঘরিয়ার বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে কেউ তাদের নিজেদের স্বার্থে কর্মীদের ব্যবহার করতে না পারে।
উপজেলার চলমান রাজনৈতিক প্রসঙ্গে সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার বলেন, সমগ্র পাবনা জেলার বিএনপি এখন এক অপশক্তির হাতে বন্দি। তিনি কর্মীদের উদ্দেশে বলেন, "আমরা কেউ ধানের শীষের বাইরে যাব না।" যাঁরা সেদিন নৌকায় ভোট দিয়েছেন, তাঁদের প্রতি তিনি প্রকাশ্যে বা নিভৃতে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন, "তারপরও আমরা বলব আপনারা আসেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে দলের স্বার্থে কাজ করি।" বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বিএনপির হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, মাঠ পর্যায়ে বিএনপির পালস বুঝে চূড়ান্ত মনোনয়ন দেওয়া উচিত। তিনি নিজেও মনোনয়ন দৌড়ের একজন প্রার্থী হিসেবে ধানের শীষের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, টানটান উত্তেজনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তৃণমূল বিএনপির সিনিয়র নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করে জোর দাবি জানান। তাঁরা বলেন, আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানকারী হাবিবুর রহমান হাবিব বিএনপিতে আসার পর থেকে দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে চরম ক্ষতি করেছেন। বর্তমানে গোটা পাবনা জেলাব্যাপী বিএনপির মধ্যে ভয়ানক অন্তর্দ্বন্দ্ব চলছে এবং জেলার সকল উপজেলাতেই এই দ্বন্দ্ব বিদ্যমান। বক্তারা বলেন, বিএনপিকে রক্ষা করতে হলে মনোনয়ন পরিবর্তন করে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে মনোনয়ন দেওয়া হলে পাবনা-৪ আসনের পাশাপাশি পাবনা জেলার পাঁচটি আসনেই বিএনপির ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব হবে। বক্তাদের বাইরেও উপস্থিত প্রায় চার সহস্রাধিক প্রতিষ্ঠাতা বিএনপির সিনিয়র নেতাকর্মী পাবনা-৪ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।
সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তৃণমূল বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব, আব্দুর রশিদ সরদার, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার, সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন, সাইদুল ইসলাম, অধ্যক্ষ আনজাম হোসেন ডন, আব্দুস সোবহান, এডভোকেট শামসুজ্জামান দোহা, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন বিশ্বাস, রুহুল আমিন বাবলু, হুমায়ুন কবীর দুলাল সরদার, আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক, রঞ্জু হোসেন, আবু তালেব ফকির, বাদশা মেম্বর, ফজলু মাস্টার, কবীর আহমেদ, শ্রমিক দলের সভাপতি খন্দকার সোহেল রানা, ছাত্রদল নেতা সোহেল বিশ্বাস এবং মহিলা দলের সভাপতি সেলিনা ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে অবৈধ বালু মহোৎসব: গ্রাম-ফসলি জমি বিলীন হওয়ার শঙ্কা”
মনোহরদীতে বিশেষ অভিযানে ৩০০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেফতার
বাবুগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভবতী গাভী মৃত্যুর অভিযোগে তোলপাড়ঃ সত্যতা পায়নি তদন্ত কমিটি
কাশিয়ানীতে মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা
চাঁদপুরে আগুনে পুড়েছে সাত ব্যবসা প্রতিষ্ঠান
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ওয়ার্ল্ড প্ল্যানিং ডে উদযাপন
হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণের চেক বিতরণ সম্পন্ন
শেরপুরে পুলিশ কর্মকর্তাদের মামলা ও সাজা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম-১৪ আসনে শফিকুল ইসলাম রাহীর নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ
রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা
নোয়াখালীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা
ঈশ্বরদী-আটঘরিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের