রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন, তানোর ও গোদাগাড়ীকে মডেল উপজেলায় রূপান্তরিত করার লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তিনি তানোরের উন্নয়নে ১১ দফা এবং গোদাগাড়ীর উন্নয়নে ১৫ দফা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন।
এদিকে, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) বিভিন্ন নির্বাচনী সেন্টার কমিটি গঠনে প্রচারণা চালান। এসব প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঞ্চলের উন্নয়নের প্রয়াত স্বপ্নদ্রষ্টা ও রূপকার ব্যারিস্টার আমিনুল হককে স্মরণ করেন। তিনি বলেন, প্রয়াত আমিনুল হক তানোর-গোদাগাড়ীর উন্নয়নে যে স্বপ্ন দেখেছিলেন, তার পুরোটা বাস্তবায়ন করতে পারেননি এবং তিনি তাঁর সেই অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে চান।
শরীফ উদ্দিন বলেন, রাজনীতি থেকে তাঁর বা তাঁর পরিবারের নেওয়ার কিছু নেই, তবে দেবার অনেক কিছুই রয়েছে। কারণ তাঁর পরিবারের সবাই নিজ নিজ কর্মদক্ষতায় প্রতিষ্ঠিত এবং দেশ-বিদেশেও তাঁরা সুপরিচিত। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান নয়, তেমনি দলের নেতাকর্মীরাও সবাই সমান নয়। তিনি যেটা করতে পারবেন সেটা নেতাকর্মীরা পারবে না, আবার নেতাকর্মীরা যেটা করতে পারবে তিনি সেটা করতে পারবেন না। কিন্তু সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করলে এই বিজয় কেউ ঠেকাতে পারবে না।
তানোরের উন্নয়নে ঘোষিত ১১ দফা ইশতেহারের উল্লেখযোগ্য দিক: ইশতেহারের প্রথম দফায় গ্রামীণ উন্নয়ন ও কৃষি নিয়ে বলা হয়েছে: কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে স্থানীয় কৃষি পণ্য সংরক্ষণ ও বিপণন কেন্দ্র স্থাপন করা হবে। সেচ, বিদ্যুৎ ও ডিজেল খরচ কমাতে সোলার সেচ প্রকল্প চালু করা, কৃষকদের জন্য সহজ ঋণ এবং সার, কীটনাশক ও বীজে ভর্তুকি বৃদ্ধি করা হবে। কৃষি পণ্যের আধুনিকীকরণ ও বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানির উদ্দেশ্যে একটি কৃষিভিত্তিক ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা হবে।
দ্বিতীয় দফায় শিক্ষা ও তরুণ উন্নয়নে বলা হয়: প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম চালু, দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও বই ভাতা বৃদ্ধি, বেকার তরুণ-তরুণীদের জন্য 'একটি পরিবার, একটি দক্ষতা' প্রকল্পের আওতায় প্রশিক্ষণ, স্থানীয় পর্যায়ে আইটি পার্ক ও ফ্রিল্যান্সিং হাব স্থাপন, পেশাগত কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান ব্যাংকের শাখা স্থাপন করা হবে।
তৃতীয় দফা অনুযায়ী খেলাধুলা ও বিনোদনের জন্য তানোর ও মুন্ডুমালায় স্টেডিয়াম নির্মাণ এবং তানোরে শিশু পার্ক নির্মাণের ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য ও জনকল্যাণের চতুর্থ দফায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ১০০ শয্যায় উন্নীত করা, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, গর্ভবতী মা ও নবজাতকের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া এবং "একজন পরিবার ডাক্তার" প্রকল্পের আওতায় সাধারণ চিকিৎসা সুবিধা ঘরে পৌঁছে দেওয়া ও মানসিক স্বাস্থ্য সচেতনতা ও বিনামূল্যে কাউন্সেলিং সেবা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
অন্যান্য দফার মধ্যে অবকাঠামো ও যোগাযোগে গ্রামীণ সড়ক, ড্রেনেজ ও ব্রিজ সংস্কার, প্রত্যেক ইউনিয়নে নিরাপদ পানীয় জল নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পাকা রাস্তার পরিমাণ শতভাগ উন্নীতকরণ, শিল্প, কর্মসংস্থান ও ব্যবসা ব্যবস্থাপনায় স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য 'উদ্যোক্তা সহায়তা তহবিল' গঠন এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, পরিবেশ ও টেকসই উন্নয়নে নদী ও খাল দখলমুক্ত করে পুনঃখনন, 'সবুজ গ্রাম, সুস্থ জীবন' প্রকল্পের আওতায় প্রত্যেক বাড়িতে অন্তত পাঁচটি করে গাছ রোপণ বাধ্যতামূলক করা এবং প্লাস্টিক দূষণ রোধের অঙ্গীকার করা হয়েছে। সমাজকল্যাণ ও সুশাসনে মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতিতে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সর্বশেষ দফার মধ্যে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের অসমাপ্ত উন্নয়নমূলক কাজসমূহ পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।
গোদাগাড়ী উপজেলার উন্নয়নে ঘোষিত ১৫ দফার প্রথম দুই দফা: গোদাগাড়ীর ইশতেহারে প্রথমত কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) অধীনে পদ্মা সেচ প্রকল্প সম্প্রসারণ করে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে পদ্মা সেচের আওতায় চাষযোগ্য জমি অন্তর্ভুক্ত করা এবং ছোট বড় সকল পুকুর খননের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন করার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, বিলের জলাবদ্ধতা দূরীকরণে কাশিমপুর, সৈয়মপুর, ইজিশনগার, ভানপুর ও কোশিয়া বিলের পানি নিষ্কাশনের মাধ্যমে বিলের কৃষি জমির উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে অবৈধ বালু মহোৎসব: গ্রাম-ফসলি জমি বিলীন হওয়ার শঙ্কা”
মনোহরদীতে বিশেষ অভিযানে ৩০০ লিটার চোলাই মদসহ দুই নারী গ্রেফতার
বাবুগঞ্জে ভুল চিকিৎসায় গর্ভবতী গাভী মৃত্যুর অভিযোগে তোলপাড়ঃ সত্যতা পায়নি তদন্ত কমিটি
কাশিয়ানীতে মহাসড়কে গাছ ফেলে নাশকতার চেষ্টা
চাঁদপুরে আগুনে পুড়েছে সাত ব্যবসা প্রতিষ্ঠান
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ওয়ার্ল্ড প্ল্যানিং ডে উদযাপন
হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণের চেক বিতরণ সম্পন্ন
শেরপুরে পুলিশ কর্মকর্তাদের মামলা ও সাজা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
চট্টগ্রাম-১৪ আসনে শফিকুল ইসলাম রাহীর নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ
রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা
নোয়াখালীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা
ঈশ্বরদী-আটঘরিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের