ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেনের


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৩:১৮

মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আমজাদ হোসেন বলেছেন, "আমরা সকলেই হামলা, মামলা, জেল, জুলুম ও নির্যাতন সহ্য করেছি।" তিনি বিকেলে গাংনীতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত গণমিছিল ও সমাবেশ শেষে এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা তাঁর পাশে আছেন বলেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে মনোনয়ন দিয়েছেন। তিনি ধানের শীষ প্রতীককে গোটা উপজেলার প্রতিটি মানুষের প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, তাই সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

আমজাদ হোসেন অভিযোগ করেন, কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি অপপ্রচার করছে এবং এই অপপ্রচারে কান না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, "আজকে ধানের শীষের মিছিলে হাজার হাজার নারী-পুরুষের ঢল নেমেছে। আজকের এই জনতার ঢল প্রমাণ করে মানুষ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে।" তিনি আরও বলেন, যারা এখনো বিভ্রান্তির মধ্যে রয়েছেন, তাদের প্রতি আহ্বান—বিভ্রান্তির মধ্যে না থেকে ধানের শীষের পক্ষে এসে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে এই আসনটি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে।

বিএনপি একটি বড় দল হওয়ায় অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, দল যাকে ভালো মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। তাই আমরা সকলেই ধানের শীষের কর্মী এবং ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া তিনি তারেক রহমান ঘোষিত '৩১ দফা' বাস্তবায়নে সকলকে কাজ করার আহ্বান জানান।

এর আগে বাঁশবাড়িয়া বাজার থেকে ধানের শীষ প্রতীকের মিছিল বের হয় এবং গাংনী বাজার বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশটি শেষ হয়। সমাবেশ ও গণমিছিলের সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা। এ সময় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, বিএনপি নেতা উপাধ্যক্ষ নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান ও ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন

‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান

রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা

মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে

দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা

পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা

মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিসে স্বাস্থ্যসেবা ক্যাম্প

অবশেষ একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত “সোর্স রেজাউল” গ্রেফতার

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময় সভা অনুষ্ঠিত