ঢাকা শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেনের


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৩:১৮

মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ আমজাদ হোসেন বলেছেন, "আমরা সকলেই হামলা, মামলা, জেল, জুলুম ও নির্যাতন সহ্য করেছি।" তিনি বিকেলে গাংনীতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত গণমিছিল ও সমাবেশ শেষে এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা তাঁর পাশে আছেন বলেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে মনোনয়ন দিয়েছেন। তিনি ধানের শীষ প্রতীককে গোটা উপজেলার প্রতিটি মানুষের প্রতীক হিসেবে অভিহিত করে বলেন, তাই সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।

আমজাদ হোসেন অভিযোগ করেন, কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি অপপ্রচার করছে এবং এই অপপ্রচারে কান না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, "আজকে ধানের শীষের মিছিলে হাজার হাজার নারী-পুরুষের ঢল নেমেছে। আজকের এই জনতার ঢল প্রমাণ করে মানুষ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে।" তিনি আরও বলেন, যারা এখনো বিভ্রান্তির মধ্যে রয়েছেন, তাদের প্রতি আহ্বান—বিভ্রান্তির মধ্যে না থেকে ধানের শীষের পক্ষে এসে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে এই আসনটি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে হবে।

বিএনপি একটি বড় দল হওয়ায় অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন উল্লেখ করে তিনি বলেন, দল যাকে ভালো মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। তাই আমরা সকলেই ধানের শীষের কর্মী এবং ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া তিনি তারেক রহমান ঘোষিত '৩১ দফা' বাস্তবায়নে সকলকে কাজ করার আহ্বান জানান।

এর আগে বাঁশবাড়িয়া বাজার থেকে ধানের শীষ প্রতীকের মিছিল বের হয় এবং গাংনী বাজার বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশটি শেষ হয়। সমাবেশ ও গণমিছিলের সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা। এ সময় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান, বিএনপি নেতা উপাধ্যক্ষ নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান ও ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসাইন, কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

আন্ধারিঝার ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনদ দিতে অর্থ আদায়ের অভিযোগ

বিএনপি প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন নাঃ আইনজীবী

কোম্পানীগঞ্জে এতিমখানা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও হাফেজদের পাগড়ি প্রদান

আল্লাহর মহান আওলিয়াগনের জীবনী তুলে ধরতে ইমাম শেরে বাংলা (রহঃ) সুন্নী কনফারেন্স

নাটোর- ৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোটে জামায়াতের শক্ত অবস্থান

রৌমারীতে তিন দিন পর পুকুর থেকে বৃদ্ধনারীর লাশ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট

ঠাকুরগাঁওয়ে ‘আলমগীর ফর টুমোরো’ ওয়েবসাইট উদ্বোধন

মুকসুদপুরে ২দিনব্যাপী জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চন্দনাইশে কার মাইক্রো-হাইচ শ্রমিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ত্রিশালে করিম-বানু ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

শেরপুরের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু