ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বাসাসেস থেকে সম্মাননা পদক পেলেন সাত গুণিজন


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৩:৪৪

“এসো মন ভূবনে, সত্য সুন্দর কল্যাণে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সাত গুণিজনকে সম্মাননা প্রদান করেছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকেলে কেশবপুরের আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা ‘সমাধান’ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাসাসেস-এর হৈমন্তিক কবিতা উৎসব ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান। উদ্বোধন করেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা। স্বাগত বক্তৃতা দেন বাসাসেস-এর সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন।

অনুষ্ঠানে সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজনকে ‘বঙ্গভূষণ খেতাব’ এবং চারজনকে ‘মহাকবি মধুসূদন পুরস্কার–২০২৫’ দেওয়া হয়। বঙ্গভূষণ খেতাবপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অবলাকান্ত মজুমদার (মরণোত্তর), প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান এবং পলাশউদ্দিন খলিফা। মহাকবি মধুসূদন পুরস্কার লাভ করেন কবি আনোয়ারুল ইসলাম, গবেষক বিভূতিভূষণ মণ্ডল, কথাসাহিত্যিক জাহীদ ইকবাল এবং নাট্যকার বিশ্বজিৎ ঘোষ। প্রয়াত অবলাকান্ত মজুমদারের মরণোত্তর পদক গ্রহণ করেন তার ভাগ্নে কবি ও সংগীতজ্ঞ অলোক বসু বাপী।

আয়োজকদের পক্ষ থেকে ফুল, ক্রেস্ট, উত্তরীয় ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় সম্মানিত ব্যক্তিদের হাতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাসেস-এর প্রতিষ্ঠাতা–চেয়ারম্যান, কাব্যাচার্য, বঙ্গশ্রী, নাট্যভূষণ, ইন্টারন্যাশনাল অর্ডার অব মেরিট (লন্ডন) ও বাংলা একাডেমীর আজীবন সদস্য মুহম্মদ শফি। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক তাপস মজুমদার ও মানব মণ্ডল।

গুণিজনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কবি ও শিশুসাহিত্যিক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল, কথাসাহিত্যিক জাহীদ ইকবাল এবং নাট্যকার বিশ্বজিৎ ঘোষ। এছাড়া স্বরচিত কবিতা আবৃত্তি ও মতামত দেন কবি এম এ কাসেম অমীয়, সাংবাদিক শামিম আক্তার মুকুল, কবি ইব্রাহিম রেজা, কবি মনছুর আজাদ, প্রধান শিক্ষক তাপস দে, সুপ্রাত বসু, শিক্ষক মনোজ কুমার হালদার, সাহিত্য সংগঠক নজরুল ইসলাম খান, আব্দুল আহাদ, কবি রিয়াজ লিটন, মাসুদা বিউটি, সুব্রত বসু ও অলোক বসু বাপীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার পরিচালক কবি বাবুর আলী গোলদার, খেলাঘর কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আকমাল আলী, সাংবাদিক পরেশ দেবনাথ, রনি হোসেন এবং শিক্ষক সুদেব দেবনাথ। বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ষাটজন কবি-লেখকের অংশগ্রহণে আয়োজনটি এক প্রাণবন্ত সাহিত্যসম্মেলনে রূপ নেয়।

এমএসএম / এমএসএম

ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন

‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান

রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা

মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে

দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা

পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা

মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিসে স্বাস্থ্যসেবা ক্যাম্প

অবশেষ একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত “সোর্স রেজাউল” গ্রেফতার

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফের মতবিনিময় সভা অনুষ্ঠিত