ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৩:৫৬

গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে শ্রীপুর থানা ও মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে বারতোপা গ্রামের ওই ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রামীণ ব্যাংকের শ্রীপুরের এরিয়া ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, ব্যাংকের কমকর্তা-কর্মচারীরা প্রায়ই ব্যাংকেই রাত যাপন করেন। এদিনও শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দৈনন্দিন নিয়মিত কাজ শেষে তিনি ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে পড়েন। এসময় তার সাথে আরো চারজন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। মধ্যরাতে দুর্বৃত্তরা ব্যাংকের সীামানা প্রাচিরের ভেতরে এবং বাহিরে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেলে বিস্ফোরিত হয়ে বিকট শব্দ হয়। ওই শব্দে তিনিসহ অপর চারজন কর্মকর্তা-কর্মচারী ঘুম ভেঙ্গে যায়। আশপাশের লোকজন এগিয়ে আসলে তাঁরা কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বাহিরে বের হন। তারা প্রধান ফটকে আগুন দেখতে পান। গ্রামীণ ব্যাংকের সীামানা প্রাচিরের ভেতরে ও বাহিরে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বড় ধরেনের কোন দুর্ঘটনা না ঘটলেও ব্যাংকের সাইনবোর্ডটির কিছু অংশ পুড়ে যায়।  ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছেন।

তিনি আরো বলেন, আব্দুর রাজ্জাক জানান, দুর্বৃত্তরা সীমানা প্রাচিরের বাহিরে পেট্রোল বোমা সদৃশ কিছু একটা ফেলে রেখে গেছে। আমাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। রাত ১০টা বা ১১টা পর্যন্ত আমাদের অফিসে কাজ চলে। এরপর নিরাপত্তা প্রহরী ঘুমিয়ে পড়ে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। উনারা এখনো। ঘটনাস্থল পরিদর্শন করেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক রয়েছে।

শ্রীপুর  থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারীক জানান, গ্রামীণ ব্যাংকের বারাতোপা ব্রাঞ্চের গেটের বাহিরে কে বা কারা পটকা ফুটিয়ে থাকতে পারে। তাদের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ দায়ের করেনি। আমিসহ মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো দাবি করেন, পুলিশের টহল জোরদার থাকায় দুর্বৃত্তরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। কারা হামলা চালিয়েছে তা জানতে তদন্ত করে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রæতই আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা