ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

অবশেষ একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত “সোর্স রেজাউল” গ্রেফতার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৪:১১

একাধিক নারীকে ধর্ষণ, শ্লীলতাহানি, ব্ল্যাকমেইল, প্রতারণা ও পরিচয় ব্যবহার করে ভয়ভীতি দেখানোর মতো গুরুতর অভিযোগে আলোচিত রেজাউল অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের ঘটুরা এলাকার মহাসড়ক থেকে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। সম্প্রতি এক নারীকে শ্লীলতাহানি ও নির্যাতনের মামলার পর ফের জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

৪ নভেম্বর ট্যাংকের পাড় এলাকার নিজ অফিসে ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণ, শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ ওঠে রেজাউলের বিরুদ্ধে। ৫ নভেম্বর তিনি আনুষ্ঠানিক অভিযোগ করেন। ভুক্তভোগী জানান, কথাবার্তার এক পর্যায়ে রেজাউলের সহযোগী বাইরে থেকে সাটার নামিয়ে দিলে রেজাউল তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। প্রতিরোধ করলে কিল–ঘুষি মেরে আহত করে। আশপাশের দোকানদাররা ঘটনার কিছু অংশ প্রত্যক্ষ করেছেন বলেও জানা যায়। পরে তিনি সদর হাসপাতালে চিকিৎসা নেন।

রেজাউলের বিরুদ্ধে এর আগেও বহু অপকর্মের অভিযোগ রয়েছে। ২০২১ সালে নিজের ভাতিজিকে ধর্ষণের ঘটনা তাকে প্রথমবার আলোচনায় আনে। সে সময় মামলা হলেও ভুক্তভোগী পরিবারকে টাকা দিয়ে মামলা তুলে নেওয়ানো হয় বলে অভিযোগ আছে। ওই ঘটনার ভিডিও তার মোবাইল থেকে উদ্ধার হয় তদন্ত কর্মকর্তার হাতে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড় ও বোর্ডিং মাঠ এলাকায় দেহ ব্যবসা পরিচালনা, কখনো সাংবাদিক, কখনো এনএসআই–ডিজিএফআই সদস্য সেজে ব্ল্যাকমেইল, প্রতারণা ও ভয়ভীতি দেখানোর বহু অভিযোগ রয়েছে রেজাউলের বিরুদ্ধে। সামান্য ঘটনার জেরে মানুষকে মামলা দিয়ে হয়রানি করাও তার নিয়মিত কৌশল। সাংবাদিক সেজে টাকা দাবি, মিথ্যা তথ্য দিয়ে অন্যকে ফাঁসানো এবং পুলিশের আশ্রয়–প্রশ্রয়ে সাধারণ মানুষের ওপর নির্যাতন তার বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ।

২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় পত্রিকায় তার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ হলে তিনি একাধিক সাংবাদিকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করতে ছুটে যান চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে। পরে বিচারক আবেদনটি খারিজ করে দেন। নিজের ভাতিজিকে ধর্ষণের বিষয়ে ফেসবুক পোস্ট শেয়ার করায় তিনি তিন সাংবাদিকের বিরুদ্ধেও মামলা করেছিলেন। তদন্তে এসব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

চুরির অভিযোগেও একাধিকবার ধরা পড়ে রেজাউল। যুবলীগ নেতা আলী আজ্জমের অফিস থেকে কম্পিউটার চুরির ঘটনায় তাকে জুতার মালা পরিয়ে হাত বেঁধে জনতা ঘুরিয়ে পুলিশে সোপর্দ করেছিল। পরে তার মা–ভাই ক্ষমা চেয়ে মুচলেকায় তাকে ছাড়িয়ে নেয়।

২০১৯ সালে এক বীর মুক্তিযোদ্ধাকে মিথ্যা ইয়াবা মামলায় ফাঁসাতে গিয়ে স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হয় সে। এ ঘটনার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

নির্মাণশ্রমিক বা যোগালি হিসেবে শুরু করা রেজাউল পরে সাংবাদিক পরিচয় নিয়ে মোটরসাইকেলে ‘প্রেস’ লিখে বিভিন্ন স্থানে হাজির হয়। গ্যাসলাইন প্রকল্পসহ বহু জায়গায় দাপট দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে। আখাউড়ায়ও তার বিরুদ্ধে বহু অভিযোগে মানুষ অতিষ্ঠ।

বাড়ি থেকেও বারবার বিতাড়িত হয় রেজাউল ও তার পরিবার। ভাদুঘর থেকে কান্দিপাড়া, সেখান থেকে বাকাইল গ্রাম—প্রতিটি জায়গা থেকেই তার অপকর্মের কারণে এলাকাবাসী তাকে তাড়িয়ে দেয়। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার শেরপুরে বসবাস করলেও সেখানেও অভিযোগের শেষ নেই। শেরপুরের বাসিন্দাদের অভিযোগ, রেজাউল সুযোগ পেলেই রিপোর্ট বা মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করার চেষ্টা করে।

সবশেষ ধর্ষণ মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তা ফাঁড়ি ইনচার্জ নাসির ও ওসি তদন্ত অমিতাভ জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নাসিরের বিরুদ্ধে ‘মীমাংসার চেষ্টা’ অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম রেজাউলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমএসএম / এমএসএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা