ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৬-১১-২০২৫ দুপুর ৪:১৪

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। মনোনয়ন ঘোষণার পর থেকেই উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করে আবুল কালাম তৃণমূলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। তার নেতৃত্বে লাকসাম পৌরসভা, উপজেলা ও মনোহরগঞ্জের শীর্ষ নেতাদের মধ্যে দীর্ঘদিনের গ্রুপিং নিরসন হয়। এতে সংগঠনে ফেরে ঐক্য ও শৃঙ্খলা। মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় ছিলেন প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কর্নেল আনোয়ারুল আজিমের কন্যা, তরুণ নেতৃত্ব সামিরা আজিম দোলাও। তবে দল দীর্ঘদিনের পরীক্ষিত, জননন্দিত নেতা আবুল কালামকে মনোনয়ন দিলে দোলার অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে সড়ক ব্যারিকেডসহ বিক্ষোভ করেন, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়। দ্রুত দলীয় শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গত ৯ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হাইকমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে দুই প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা হয়। এরপর ১৫ অক্টোবর লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহার সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও উপজেলা নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মনোনয়নপ্রত্যাশীসহ সবাই দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। সামিরা আজিম দোলার প্রতিনিধিরা বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ধানের শীষের বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

সভায় আবুল কালাম বলেন, “বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নই আমাদের রাজনীতি। কুমিল্লা-৯ আসন পুনরুদ্ধারে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্য প্রয়োজন।” তিনি আরও আশ্বাস দেন যে লাকসাম–মনোহরগঞ্জের মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ পরিশ্রম করবেন।

বৈঠকে উপস্থিত স্থানীয় নেতারা বলেন, ধানের শীষের বিজয় এখন সবার একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ে একযোগে কাজ করবেন তারা।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভুল বোঝাবুঝি কাটিয়ে বিএনপি লাকসামে আগের চেয়ে আরও বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ। এই ঐক্য আসন্ন নির্বাচনে দলকে বড় শক্তি দিতে পারে বলে তারা মনে করেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ

‎শাল্লায় খাদ্যবান্ধব কর্মসূচীর এক ডিলারের বিরুদ্ধে সরকারী জায়গায় ঘর নির্মাণের অভিযোগ

ছয় লেন প্রকল্পে জীবিকা হারানোর শঙ্কা: দোকানদারদের মানববন্ধন

‘‘সহিংসতা এড়িয়ে সংবাদ সংগ্রহের কৌশল” কর্মশালায় নিরপেক্ষ থাকা ও প্রকৃত সাংবাদিকদের ঐক্যের তাগিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা প্রদান

রৌমারীতে খেলার মাঠ দখল করে আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণের চেষ্টা

মাগুরা ২ আসনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রবাসির কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি, হত্যাচেস্টা মামলার আসামিরা প্রকাশ্যে

দু'পা হারিয়ে কর্মহীন রায়গঞ্জের রফিকুল, সংকটে শিশুপুত্রের পড়াশোনা

পঞ্চগড়ে অধ্যক্ষ-উপাধ্যক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা

মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিসে স্বাস্থ্যসেবা ক্যাম্প

অবশেষ একাধিক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত “সোর্স রেজাউল” গ্রেফতার