লাকসামে তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ বিএনপি আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম। মনোনয়ন ঘোষণার পর থেকেই উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করে আবুল কালাম তৃণমূলে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন। তার নেতৃত্বে লাকসাম পৌরসভা, উপজেলা ও মনোহরগঞ্জের শীর্ষ নেতাদের মধ্যে দীর্ঘদিনের গ্রুপিং নিরসন হয়। এতে সংগঠনে ফেরে ঐক্য ও শৃঙ্খলা। মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় ছিলেন প্রয়াত বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য কর্নেল আনোয়ারুল আজিমের কন্যা, তরুণ নেতৃত্ব সামিরা আজিম দোলাও। তবে দল দীর্ঘদিনের পরীক্ষিত, জননন্দিত নেতা আবুল কালামকে মনোনয়ন দিলে দোলার অনুসারীরা ক্ষোভ প্রকাশ করে সড়ক ব্যারিকেডসহ বিক্ষোভ করেন, যা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়। দ্রুত দলীয় শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
গত ৯ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও হাইকমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে দুই প্রার্থীর মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা হয়। এরপর ১৫ অক্টোবর লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহার সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও উপজেলা নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মনোনয়নপ্রত্যাশীসহ সবাই দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন। সামিরা আজিম দোলার প্রতিনিধিরা বলেন, “দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ধানের শীষের বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
সভায় আবুল কালাম বলেন, “বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নই আমাদের রাজনীতি। কুমিল্লা-৯ আসন পুনরুদ্ধারে এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্য প্রয়োজন।” তিনি আরও আশ্বাস দেন যে লাকসাম–মনোহরগঞ্জের মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ পরিশ্রম করবেন।
বৈঠকে উপস্থিত স্থানীয় নেতারা বলেন, ধানের শীষের বিজয় এখন সবার একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ে একযোগে কাজ করবেন তারা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভুল বোঝাবুঝি কাটিয়ে বিএনপি লাকসামে আগের চেয়ে আরও বেশি সংগঠিত ও ঐক্যবদ্ধ। এই ঐক্য আসন্ন নির্বাচনে দলকে বড় শক্তি দিতে পারে বলে তারা মনে করেন।
এমএসএম / এমএসএম
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ