যশোর পঙ্গু হাসপাতালের রোগীকে মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রয়োগের অভিযোগ
যশোরের মুজিব সড়কে অবস্থিত ডাঃ আব্দুর রউফ এর প্রতিষ্ঠান পঙ্গু হাসপাতাল ভর্তি হওয়া এক রোগীর চিকিৎসায় অবহেলাসহ প্রতিষ্ঠানের নিজস্ব ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ সেলাইন বিক্রয়ের অভিযোগ মিলেছে। সোমবার(১৭ নভেম্বর) সন্ধ্যায় পঙ্গু হাসপাতালে ভর্তী হওয়া রুগীর প্রেসক্রিপশনে লিখিত গ্লুকোলিন স্যালাইন দিতে গিয়ে নার্স মেয়াদোত্তীর্ণ দেখে তা বদলাতে বলেন।
অভিযোগকারীর দেওয়া তথ্য মতে রবিবার (১৬ নভেম্বর) দুপুরে হাত ভাঙ্গা অবস্থায় পঙ্গু হাসপাতাল যশোরে ভর্তি হন বেনাপোল পুটখালী উত্তরপাড়া গ্রামের লিটন সর্দ্দারের ছেলে মোঃ লিখন (১৬)। রাতেই হাতের অপারেশন শেষে হাসপাতালের ক্যাবিনে চিকিৎসা সেবা নিচ্ছেন।
রোগীর মামা সাগর জানান, গতকাল রাতে হাসপাতালটির নিচ তলায় অবস্থিত হাপাতালের মডেল মেডিসিন সপ ফার্মেসি (যাহার লাইসেন্স নং- যশোর-৩০১৩) হতে একটি স্যালাইন ক্রয় করেন। পরে নার্স স্যালাইন পুশ করার সয়ম মেয়াদ চেক করতে গিয়ে দেখেন ৪ মাসেরও বেশি সময় মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
তিনি আরও জানান, গত রবিবার তার ভাগ্নে লিখনের হাত ভেঙ্গে গেলে পঙ্গু হাসপাতালে ভর্তি ও হাতের অপারেশন করান। পঙ্গু হাসপাতালের ফার্মেসি থেকে প্রেসক্রিপশনে লিখিত সবধরনের ঔষধ ক্রয় করছেন। গতকাল স্যালাইন দেওয়ার আগে ৭/৮ বার বমি করলেও হাসপাতালে থাকা জরুরী ডাক্তার ও নার্স চিকিৎসা কাজে বিলম্বসহ চিকিৎসায় গুরুত্ব না দেওয়ায় রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে বলে জানা গেছে। এছাড়া এর আগে মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রয়োগ হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে বারং বার বললেও রোগীর চিকিৎসা সেবায় তৎপরতা না দেখতে পাওয়ায় গণমাধ্যমকর্মীদের দারস্থ হয়েছেন বলে তিনি আরো জানান।
অভিযোগ বিষয়ে জানতে পঙ্গু হাসপাতাল যশোরের সহকারী ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের বিক্রয়ের সত্যতা নিশ্চিত করে জানান, মেডিসিন সপ তাৎক্ষনিক সার্চ করে মেয়াদোত্তীর্ণ ঔষধ সরিয়ে ফেলাসহ ক্রেতাকে স্যালাইন পাল্টে দেওয়া হয়েছে। রোগী চিকিৎসা সেবায় অবহেলা প্রশ্নে তিনি নিজে খোঁজ নিবেন বলে আরো জানান।
রুগী লিখনের চাচী জানান, বিকালে হাসপাতালের ক্যাবিনে গেলে কর্তব্যরত নার্স তাকে দ্রুত স্যালাইন নিয়ে আসতে বললেন এসময় তার ভাই সাগর হাসপাতালের মেডিসিন সপ হতে একটি স্যালাইনসহ ঔষধ ক্রয় করে নিয়ে আসে। এসময় হাসপাতালের নার্স লিমা স্যালইনটি পুশ করার সময় দেখতে পান সেলাইনের মেয়াদ ৪ মাস আগে শেষ হয়েছে।
তিনি আর জানান, আশংকা এর আগেও তাকে মেয়াদোত্তীর্ণ স্যালইন দেওয়া হয়েছে,ফলে লিখন একাধিক বার বমি করেছে। এ ঘটনায় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীর শরীরে দেওয়া পূর্বের স্যালাইনের প্যাকেট গুলো দেখাতে বললে তারা অপারগতা প্রকাশ করেন।
বেসরকারী হাসপাতালে ব্যায়বহুল চিকিৎসা সেবা নিতে এসে মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রয়োগে মৃত্যু ঝুঁকিসহ রোগীর বমিজনিত সমস্যার আশংকা তুলে ক্ষোভ প্রকাশ করে চিকিৎসা কার্যক্রমের সুষ্ঠ তদন্ত চেয়ে জেলা সিভিল সার্জনসহ স্বাস্থ্য অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর স্বজনেরা।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ
জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ
জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী
শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার
শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর
শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার
চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত
ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত