ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২৫ বিকাল ৫:২০

কোটালীপাড়ার গ্রামীণ জনপদে পারিবারিক পুষ্টি বাগানের মাধ্যমে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। বাড়ির অব্যবহৃত আঙিনা, পতিত জায়গায় ফুটে উঠছে শাক-সবজির সবুজ সমারোহ। `পারিবারিক পুষ্টিবাগান‘ নামে পরিচিত এই ছোট পরিসরের চাষাবাদ অনেক কৃষকের জন্য পুষ্টি ও আয়ের নিরাপদ উৎস হয়ে দাঁড়িয়েছে। সারা বছর বাগান থেকে তাজা শাকসবজি সংগ্রহ করে পরিবারগুলো একদিকে নিজেদের পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করছে, অন্যদিকে বাড়তি ফসল বিক্রি করে পাচ্ছে অতিরিক্ত আয়ের সুযোগ। 
দেড় শতাংশ জমির একটি পুষ্টিবাগান থেকে বছরে উৎপাদিত হচ্ছে গড়ে ৫৫০ কেজি শাকসবজি। বাজারদর কেজিপ্রতি ৩০ টাকা ধরলে এসব ফসলের মূল্য দাঁড়ায় প্রায় ১৬ হাজার ৫০০ টাকা। উৎপাদন খরচ মাত্র ৩ হাজার ৫০০ টাকা হওয়ায় বছরে প্রায় ১৩ হাজার টাকার মতো লাভ পাচ্ছেন কৃষকরা। শুধু তাই নয়, এসব বাগানের সবজি প্রতিদিন পরিবারের খাবারের বড় অংশ পূরণ করছে। কোনো কোনো পরিবার বলছে তাদের দৈনিক শাকসবজির প্রয়োজনের ৫০ থেকে ৬০ শতাংশই আসে এই বাগান থেকে।
বান্ধাবাড়ী ইউনিয়নের হরিনাহাটি গ্রামের কৃষক ইসমাইল হাওলাদার বলেন, কৃষি অফিসের সহায়তায় ছয় বছর ধরে এই বাগান করে আসছেন। সারাবছর শাকসবজি ফলাই। নিজেরা খাই, আর বাড়তি সবজি বিক্রি করি। বছরে ৫-৬ হাজার টাকা বাড়তি আয় হয়। অল্প জমিতেও কত রকম ফসল ফলানো যায় এটা না করলে বোঝা যেত না।”
কুশলা ইউনিয়নের মান্দ্রা চৌরখুলি গ্রামের কৃষক মিলন শেখ বলেন, পারিবারিক পুষ্টিবাগান মূলত উত্তম কৃষি চর্চার অংশ। আমরা এখানে একদমই রাসায়নিক সার ব্যবহার করি না। গরুর গোবর, পাতাপচা সার ও জৈব সার ব্যবহার করি। পোকামাকড় দমনে ব্যবহার করি বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক আর ফাঁদ। তাই এ বাগানের সবজি খেতে যেমন ভালো লাগে, তেমনি স্বাস্থ্যের জন্যও নিরাপদ। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা নিয়মিত আমাদের বাগানের খোঁজখবর নেন। প্রয়োজনীয় পরামর্শ দেন। 
হিরণ ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের কৃষক মাসুদ দাড়িয়া বলেন, আমার বাগানে উৎপাদিত সবজি একেবারেই বিষমুক্ত। তাই বাজারে এগুলোর চাহিদা বেশি। অন্য সবজির চেয়ে একটু বেশি দামে বিক্রি করতে পারি। 
শুধু অর্থনৈতিক লাভ বা পুষ্টি পূরণই নয়, পারিবারিক পুষ্টিবাগান কোটালীপাড়ার কৃষকদের জীবনযাত্রায় এনেছে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন। পরিবারগুলো এখন স্বাস্থ্যসম্মত খাবারের দিকে ঝুঁকছে, কমছে বাজারনির্ভরতা, বাড়ছে নিজের উৎপাদিত নিরাপদ খাবারের প্রতি আস্থা।
উপজেলায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব পুষ্টিবাগান কেবল কৃষক পরিবারকে আর্থিক সহায়তাই দিচ্ছে না, বরং দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি কর্মকর্তাদের প্রত্যাশা—আগামী কয়েক বছরের মধ্যে প্রায় প্রতিটি কৃষক পরিবার নিজস্ব একটি পুষ্টিবাগান স্থাপন করবে, যা স্থানীয় পর্যায়ে সবজি উৎপাদন বাড়াবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে।
কোটালীপাড়ার পরিবারগুলোর গল্প আজ উন্নয়নচিত্রের অংশ—যেখানে সামান্য জমিতে সবুজের সমারোহ হয়ে উঠেছে পুষ্টির নিশ্চয়তা, স্বাস্থ্যকর খাদ্যের ভরসা এবং অতিরিক্ত আয়ের পথ। 
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুক্তা মণ্ডল বলেন, পারিবারিক পুষ্টিবাগানের মূল উদ্দেশ্য হলো বছরে বারো মাস তাজা, নিরাপদ ও পুষ্টিকর সবজি সরবরাহ নিশ্চিত করা। এটি পরিবারের সদস্যদের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণ করে। পাশাপাশি রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত চাষাবাদ হওয়ায় এসব সবজি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। 
তিনি আরও বলেন, “এই চাষাবাদ পরিবেশবান্ধব। জৈব পদ্ধতি অনুসরণ করায় পরিবেশ দূষণ কমে, মাটির উর্বরতা বাড়ে এবং কৃষকের উৎপাদন পদ্ধতি হয় আরও টেকসই।
কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় বলেন, পারিবারিক পুষ্টিবাগানের লক্ষ্য শুধু শাকসবজি উৎপাদন নয়; এটি আসলে একটি টেকসই কৃষি ব্যবস্থাপনা। এখানে কৃষক পরিবার নিজেরা পুষ্টিকর খাদ্য পায়, একই সঙ্গে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি হয়। তিনি জানান, চলতি অর্থ বছরে উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় মোট ৩৭১টি পুষ্টিবাগান স্থাপন করা হয়েছে। কৃষকদের ১৩ প্রকার শাক-সবজির বীজ, জৈব সার ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও সার্বক্ষণিক পরামর্শ প্রদান করা হয়েছে যাতে কৃষকেরা দক্ষতার সাথে বাগান পরিচালনা করতে পারে।
গত ৬ বছর ধরে কোটালীপাড়ায় এ প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। কৃষি কর্মকর্তা দোলন বলেন, আগে অনেক পরিবার তাদের আঙিনার জমি ফেলে রাখত। এখন সেই জমিই তাদের পুষ্টি ও অর্থের উৎস। সারাবছর এখানে লালশাক, ডাটাশাক, পাটশাক, পুইশাক, বারবটি, শসা, লাউ, মিষ্টিকুমড়া, চালকুমড়া, করলা, ঢেঁড়শ, টমেটোসহ ১৩টির মতো সবজি উৎপাদিত হচ্ছে। পারিবারিক পুষ্টিবাগান তাই এখন শুধু একটি প্রকল্প নয়, বরং গ্রামের মানুষের জীবনমান পরিবর্তনের একটি বাস্তব মডেল।

এমএসএম / এমএসএম

নন্দীগ্রামে স্কুল ভবন উদ্বোধন এবং ফুটবল টূর্নামেন্ট অনুষ্ঠিত

ধামইরহাটে ফতেপুর বাজারে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পরিচয়ে গরু বোঝাই ট্রাক ছিনতাই, থানায় মামলা

বেনাপোলে সেই শিশুকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি

রাতের আঁধারে মাদ্রাসার গাছ কাটা নিয়ে ইউএনওর কাছে সাবেক সভাপতির অভিযোগ

কোটালীপাড়ায় পারিবারিক পুষ্টিবাগানে কৃষকের হাসি

পাবনা'য় আমনের বাম্পার ফলন: কৃষকের মুখে হাঁসি

সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন

পাঁচবিবিতে মাঠ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে শীতার্ত মানুষের জন্য আশার কম্বল হস্তান্তর

সিংড়া ভরা মৌসুমেও সবজির দাম আকাশছোঁয়া

নাচলে মানবাধিকার সংস্থার রাজশাহী বিভাগীয় সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত