ত্রিশালে মৃত্যুর আট বছর পর কবর থেকে নারীর মরদেহ উত্তোলন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রামে স্ত্রীর মৃত্যুর আট বছর পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কবর থেকে সুলতানা রাজিয়া ওরফে মুক্তা বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উত্তোলন করা হয়েছে। অসুস্থতাজনিত কারণে স্ত্রীর মৃত্যু হলেও পাঁচ বছর পর তার স্বামী আনিছুর রহমান বাবলু হত্যা মামলা দায়ের করেন। একাধিক তদন্তে হত্যাকাণ্ডের আলামত পাওয়া না পাওয়ায়, ডিবি পুলিশ মরদেহের পুনঃময়নাতদন্তের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলার সদর ইউনিয়নের বাগান গ্রামের আব্দুর রহমানের বড় ছেলে আনিছুর রহমান বাবলুর সঙ্গে তার প্রথম স্ত্রীর বনিবনা না হওয়ায় তিনি দ্বিতীয় বারের মতো বিয়ে করেন সুলতানা রাজিয়া ওরফে মুক্তা বেগমকে। মুক্তার সঙ্গে নারী লোভী বাবলুর সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছিল না। গর্ভে সন্তান আসার পরপরই ১৯৯৬ সালে অবৈধ পথে স্পেনে পাড়ি জমান বাবলু। বিদেশ গিয়ে ঠিকমতো মুক্তার কোনো খোঁজখবরও রাখতেন না, খরচও দিতেন না। ২৫/২৬ বছরের মধ্যে ঠিকমতো টাকা না পাঠাতেন বলে সংসারের প্রয়োজনীয় খরচ মিটতো না। হঠাৎ একসময় রক্ত স্বল্পতা, হাইপ্রেসার ও কিডনী রোগে আক্রান্ত হয়ে পড়েন মুক্তা। কিন্তু টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করতে পারতেন না। মুক্তার শারীরিক অবস্থা খুব বেশি খারাপ হওয়ায় ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি সিবিএমসিবি হাসপাতালে ভর্তি হলে পাঁচ দিন পর (১ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৫০ বছর বয়সী ওই নারী।
তারপর ২০২০ সালে দেশে ফেরেন বাবলু। এসময় কুমিল্লার বরড়া থানায় হালিমা নামে এক নারীকে ২০ লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে করেন। এক বছরও টেকেনি সেই বিয়ে। কাবিনের টাকা ফেরত দিতে গিয়ে দুই ভাইয়ের যৌথ জমি বিক্রি করে পরিশোধ করতে হয়। বাবলু বিদেশ থেকে ছোটভাই মোশফিকুর রহমান মানিকের কাছে পাঠানো টাকা ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। স্ত্রী মুক্তার মৃত্যুর পর বাবলু ২/৩ বার স্পেন থেকে দেশে আসলেও স্ত্রীর মৃত্যু নিয়ে কোনো কথা উঠেনি। ব্যবসা সংক্রান্ত কারণে দুই ভাইয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে, স্ত্রীর মৃত্যুর পাঁচ বছর পর ২০২৩ সালে বাবলু দেশে ফিরে ত্রিশাল থানায় স্ত্রী হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। এতে প্রধান আসামি করা হয় ছোট ভাই মানিককে। মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন তৎকালীন ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক মতিউর রহমান। তিনি একটি ভুয়া মেডিকেল সনদ ব্যবহার করে, মানিককে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
বিজ্ঞ আদালত পুনঃতদন্তের জন্য মামলার দায়িত্বভার দেন সিআইডি’র কাছে। সিআইডি'র তদন্তে মেডিকেল সনদটি জাল হিসেবে প্রমাণিত হয় এবং আদালতে তা দাখিল করা হয়। সিআইডি'র তদন্তে নাখোশ হয়ে বাদী নারাজি দেন। পরে আদালত মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন। ডিবি পুলিশ অধিকতর তদন্তের নিমিত্তে কবর থেকে মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষা করার অনুমতির জন্য আদালতের কাছে আবেদন করেন। আদালত তা মঞ্জুর করলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কবর থেকে ওই নারীর মরদেহ উত্তোলন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নূর লিয়া।
মামলার বাদী বাবলুর ভাগনী আমেনা জানান, "টাকার অভাবে ঠিকমতো যখন মুক্তা মামী চিকিৎসাও করতে পারতো না, তখন মানিক মামা আর্থিক সহযোগিতা করতো।" বাদী-বিবাদীর চাচাত ভাই কাউছার আহমেদ বলেন, "অসুস্থতার কারণে মৃত্যুবরণ করার পর আমি নিজে স্বাক্ষর করে হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করি।" স্থানীয় শহীদ মিয়া জানান, "ভাই ভাইয়ের দ্বন্দ্বে মৃত মানুষকে জড়ানো হচ্ছে, এটা খুবই জঘন্য কর্ম।" স্থানীয় আকরাম হোসেন বলেন, "মুক্তা ভাবি যখন মারা যান, তখন বাবলু ভাই বিদেশ ছিলেন। যদি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতো তাহলে তো তার মেয়েই অভিযোগ তুলতো। তার মেয়ে ছাড়াও তো পরিবার-পরিজন, এলাকার চেয়ারম্যান ও মেম্বাররা কি চুপ থাকতো?" স্ত্রীর মৃত্যুর পাঁচ বছর পর কেন হত্যা মামলা দায়ের করলেন, এমন প্রশ্নে আনিছুর রহমান বাবলু জানান, "বিষয়টি বুঝতে আমার সময় লেগেছে, সবকিছু জেনে তারপর মামলা করেছি।" তারপর কিভাবে বুঝলেন জানতে চাইলে তিনি বলেন, "আমার মেয়ে ও আম্মা বলেছে আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে।"
এমএসএম / এমএসএম
ত্রিশালে বন্ধুর হাতে বন্ধু খুন : অস্ত্র হাতে ঘাতক থানায় আত্মসমর্পণ
লাকসামে হিরু-হুমায়ুন গুম এর ১২ বছর উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার দিলো সেনা রিজিয়ন
বেনাপোল ইমিগ্রেশনে চোরাচালান পণ্যসহ ৩ আনসার আটক
শেরপুরে মাছ চাষের পুকুরে ফাঁদ পেতে পাখি হত্যার অভিযোগে আটক ২: মুচলেকায় ছাড়া
ত্রিশালে মৃত্যুর আট বছর পর কবর থেকে নারীর মরদেহ উত্তোলন
এম,এস মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠাতা দুর্জয়ের পিতার অষ্টম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা
কুতুবদিয়া সমুদ্র সৈকত থেকে উখিয়ার যুবক হোসেন শরীফের মরদেহ উদ্ধার
ন্যাশনাল ট্যালেন্ট স্কলারশিপের উদ্যোগে ৮ শতাধিক পরীক্ষার্থী দিলো বৃত্তি পরীক্ষা
কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর