শালিখায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা
'মৌমাছি,মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই। কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা ' কাজের লোক 'এর প্রধান চরিত্রে ফুল থেকে মধু সংগ্রাহক মৌমাছির ব্যস্ততার যেন অন্ত নেই।
শীত মৌসুমের শুরুতে মাঠে মাঠে সরিষা ক্ষেতে হলুদ ফুলে ভরে গেছে। অগ্রহায়ণের ঝিরিঝিরি বাতাসে সেই ফুল আপন মনে দোল খাচ্ছে। ফুলের সুবাস যেমন মানুষকে বিমোহিত করে তেমনি মৌ মৌ গন্ধে মাতোয়ারা মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহে এই মুহুর্তে দল বেধে মাঠের পর মাঠ জুড়ে ছুটে বেড়াচ্ছে মধু সংগ্রহের জন্য। এমন দৃশ্য এখন মাগুরা'র শালিখা উপজেলার মাঠে মাঠে।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে মৌচাষীদের নানা কার্যক্রম। উপজেলার আড়পাড়া ইউনিয়নের রামকান্তপুর গ্রামে চলতি মৌসুমে সরিষা ফুলের মধু সংগ্রহ করতে আসা সাতক্ষীরা সদর পলাশপোলের রবিউল ইসলাম জানান, মধু সংগ্রহের জন্য স্টীল ও কাঠ দিয়ে বিশেষ ভাবে তৈরি করা বাক্স যার উপরের অংশ কলো রঙের পলিথিন বা চট দিয়ে মোড়ানো হয়েছে।
এসকল বাক্সের ভিতরে কাঠের তৈরি ফ্রেমের সঙ্গে মোম দিয়ে বানানো বিশেষ কায়দায় লাগানো থাকে এক ধরনের সীট। পরবর্তীতে বাক্স গুলোকে সরিষা ক্ষেতের পাশে সারিসারি ভাবে রাখা হয়। পাশাপাশি বাক্সগুলির ভিতরে দেওয়া হয় রানী মৌমাছি, যাকে ঘিরে আনাগোনা করে হাজারো পুরুষ মৌমাছি। রানীর আকর্ষণে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছিরা। একটি রানী মৌমাছির বিপরীতে প্রায় তিন থেকে চার হাজার পুরুষ মৌমাছি থাকে এক একটি বাক্সে।
মৌচাষী রবিউল ইসলাম জানান, বাজারে সরিষা ফুলের মধুর চািহদা বেশি। দামও পাওয়া যায় ভালো, তাই প্রতিবছর সরিষার মৌসুমে মধু সংগ্রহ করতে আসেন এখানে। প্রতি কেজি সরিষা ফুলের মধু ৪০০-৫০০ টাকায় বিক্রি হয় বলে জানান। তাই শীত মৌসুমে অতিরিক্ত অর্থ উপার্জন করতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যাস্ততা বেড়ে যায় তাদের।
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থেকে মধু সংগ্রহ করতে আসা মৌচাষী ইসমাইল হোসেন জানান, কৃত্রিম উপায়ে মৌচাষ করে সপ্তাহে ১০ মন করে চার মাসে প্রায় ১৬০০ মন মধু সংগ্রহ করা হয়। আরো জানান, যেসব এলাকায় মৌবাক্স স্থাপন করা হয়, সেখান থেকে তিন কিলোমিটার এলাকার মধ্যে থেকে মৌমাছি মধু সংগ্রহ করে।
কৃত্রিম উপায়ে মৌচাষ করে মধু সংগ্রহপূর্বক বিক্রি করে এসকল বেকার ছেলেরা একদিকে যেমন অর্থ উপার্জন করছে, তেমনি সরিষার ফলন বৃদ্ধিতে পরিপূরক ভুমিকা পালন করছে বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল হাসনাত জানান,মৌমাছি গুলো যখন শরিষা ফুলের সংস্পর্শে আসে তখন সরিষার পরাগায়ন ঘটে, এতে সরিষা ফলনের পরিমাণ ২০-২৫ শতাংশ বৃদ্ধি পায়।তাই কৃত্রিম উপায়ের মৌচাষকে,সরিষার ফলন বৃদ্ধি ও অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ পথ বলে মনে করেন তিনি।
এমএসএম / এমএসএম
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে নেত্রকোনায় র্যালী,আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ
চরলক্ষ্যায় মাদকসেবী কিশোর গ্যায়ের তাণ্ডবে আতঙ্কে দিনপার করছে স্থানীয়রা, থানায় অভিযোগ
খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দক্ষিণ জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৯ ফুট দীর্ঘ অজগর উদ্ধার
কুমিল্লায় বেগম জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে এতিমখানায় পশু সদকা ও দোয়া
ঈশ্বরদীতে নয়নের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
শ্রীপুরে অন্ধ প্রতিবন্ধীরা সাবেক প্রদানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন
উলিপুরে কুড়িগ্রাম রুটে বিপদজনক ভাবে ট্রেনে উঠছে শিশুরা ছিনতাইকারীরা বেপরোয়া
রায়গঞ্জে উন্নত ক্রসব্রীড বকনা পেয়ে উচ্ছ্বসিত ১১২ কৃষক
বাঘা পৌর যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাগুরায় গীতা পাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে খালেদা জিয়ার সুস্হতা কামনা
শালিখায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা