ঢাকা শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

তানোরে আলু মৌসুমে সার সিন্ডিকেটের কবলে হতাশ চাষিরা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৪-১২-২০২৫ দুপুর ১:৫৮

রাজশাহীর তানোর উপজেলা উত্তর বঙ্গের অন্যতম বৃহৎ আলু উৎপাদন এলাকা হিসেবে পরিচিত। কিন্তু প্রতি বছর আলু মৌসুম এলেই এখানকার কৃষকদের সবচেয়ে বড় ভরসাহীনতার জায়গা হয়ে দাঁড়ায় সার। সরকারি নির্ধারিত দামে সার পাওয়ার কথা থাকলেও বাস্তবে চড়া দামের সার কিনতেই বাধ্য হচ্ছেন তারা। ফলে একদিকে বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্যে নাজেহাল হয়ে পড়ছেন প্রান্তিক কৃষকরা। স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, ডিলার ও ব্যবসায়ীরা প্রকাশ্যে সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। অথচ কৃষি দপ্তর বছরের পর বছর নির্বিকার ভূমিকা পালন করছে। এমনকি রাজনৈতিক প্রভাবেও সার বরাদ্দ বণ্টনের অভিযোগ আছে।
তানোর পৌর এলাকার কৃষক আব্দুল মালেক গত আজ দুপুর ১২টা পর্যন্ত উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে অপেক্ষা করেও কোনো প্রতিকার না পেয়ে ফিরে যান। মালেক বলেন,“সারই তো পাচ্ছি না, অভিযোগ করবো কার কাছে?”তালন্দ এলাকার কৃষক ইমরুল হকও একই সমস্যার কথা জানান। তিনি জানান,
“১৫–১৬ বিঘা জমিতে আলু চাষ করব। অথচ কোথাও সার পাওয়া যাচ্ছে না। তাই অফিসারের কাছে এসেছি, কোনো সমাধান মেলে কি না। গোল্লাপাড়া বাজারে কৃঞ্চপুর এলাকার কৃষক তারিকুল বলেন,
“ডিলার-ব্যবসায়ীরা সার নাই বলে ফিরিয়ে দেয়, আবার গোপনে বেশি দামে সার বিক্রি করে। প্রতি মৌসুমেই একই কাহিনি।”
কলমা ইউনিয়নের এক কৃষক নাম প্রকাশ না করে জানান, তিনি বাড়তি দামে ১৮০০ বস্তা সার কিনেছেন—টিএসপি ১৪০০ টাকার পরিবর্তে ১৮০০ টাকা, ডিএপি ১০৫০ টাকার পরিবর্তে ১৪০০–১৪৫০ টাকা, পটাশ ১১০০ টাকার পরিবর্তে ১১৫০ টাকা। তিনি বলেন,তালন্দ বাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে নিয়েছি। বাড়তি দাম ছাড়া চাহিদামতো সার মিলবে না—এটা এখন ওপেন সিক্রেট। চাষিদের ভাষ্য, পার্শ্ববর্তী মান্দা, মোহনপুর, নাচোল, নিয়ামতপুর, গোদাগাড়ীসহ নানা এলাকা থেকে চোরাই পথে সার এনে বেশি দামে বিক্রি করছে এক শ্রেণির ব্যবসায়ী। এতে কৃষকরা ন্যায্য দামের সার থেকে বঞ্চিত হচ্ছেন আর ব্যবসায়ীরা বেপরোয়া লাভের জোয়ারে ভাসছেন। এক কৃষকের ভাষায়,“সরকারি দামের সার নিতে গেলে ডিলারের দোকানের সামনে দীর্ঘ লাইন। সামান্য কিছু পায় কেউ, আবার কেউ শূন্য হাতে ফিরে যায়। সাজ্জাদ নামে আরেক কৃষক জানান, গত বছর ৮ বিঘা আলু করে ৭-৮ লাখ টাকা লোকসান হয়েছে। এবার ৩ বিঘায় চাষ করব, কিন্তু সরকারি দামে সারই মিলছে না। বাড়তি দাম দিলেই পাওয়া যাচ্ছে। বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুল মতিন বলেন, “কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ একেবারেই কম। তাই অনেকে বাইরে থেকে বেশি দামে এনে বেশি দামে বিক্রি করছে।”পাঁচন্দর ইউনিয়নের বিসিআইসির ডিলার প্রনব সাহা সকালের সময়কে জানান , যতটুকু বরাদ্দ পাই, তা সরকারি দামে দেই। তবে অনেকে বহির থেকে সার এনে বাড়তি দামে বিক্রি করছে—এটা শুধু তানোরে নয়, আলু উৎপাদন এলাকা মানেই সার সংকট।
উপজেলা কৃষি অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,বাহির থেকে সার আসছে, বেশি দামে বিক্রি হচ্ছে—সবাই জানি। কিন্তু কিছুই করার নেই। অভিযান দিলে চাষিরাই উত্তেজিত হয়ে অফিস পুড়িয়ে দিতে পারে। ব্যবসায়ীদের জরিমানা করলে তারা আর সার আনবে না—চাষও হবে না।”
তিনি আরও জানান, “সরকার যদি আলু এলাকার জন্য আলাদা করে পর্যাপ্ত বরাদ্দ দিত, সংকট কেটে যেত। কিন্তু সেটা হচ্ছে না। অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল জানান, “তানোরে কৃষকরা জৈব সার খুব কম ব্যবহার করে। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। বরাদ্দ খুবই সীমিত—সরকারি নিয়মের বাহিরে সার পাওয়া সম্ভব নয়। ডিসেম্বরের জন্য বরাদ্দ—
টিএসপি: ২৯০ মে. টন ডিএপি: ১০৯০ মে. টন
পটাশ: ৭০০ মে. টন ইউরিয়া: ১৪৫৯ মে. টনকর্তৃপক্ষের মতে, এ বরাদ্দ দু-চারজন বড় প্রজেক্ট চাষির প্রয়োজনেই শেষ হয়ে যায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে তানোরে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ১৯০ হেক্টর—যা গতবারের তুলনায় ১২০০ হেক্টর কম। প্রান্তিক কৃষকদের দাবি— ন্যায্য দামে সার নিশ্চিত করা বরাদ্দ বাড়ানোসিন্ডিকেট প্রতিরোধে কার্যকর নজরদারি বাড়তি দামে বিক্রিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নইলে আগামী মৌসুমে আলু আবাদ আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা।

এমএসএম / এমএসএম

মিরসরাই প্রেসক্লাবে ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা সম্পন্ন

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

খাস জমির পথ বন্ধ, সাজানো মামলার ফাঁদ:চিতলমারীতে অবরুদ্ধ ১০টি পরিবার

অনুপস্থিত বন্দোবস্ত বাতিলের দাবিতে সুবর্ণচরে ভূমিহীনদের বিক্ষোভ

দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পুনঃভর্তিতে কৌশলে অতিরিক্ত ফি আদায় করছে প্রধান শিক্ষক

কুমিল্লা সীমান্তে ৭৬ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

শহীদ ওসমান হাদী স্মরণে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা ও পাঠক সমাবেশ

বড়লেখায় ৬৯ ভোট কেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২০, ঝুঁকিপূর্ণ ৩৬ টি কেন্দ্র

রাস্তা কার্পেটিংয়ে নিজস্ব মিক্সার ব্যবহারে অনিহা, আয় বঞ্চিত চসিক

অবৈধ নিয়োগ ও ভূয়া সনদে চাকুরীর অভিযোগ উঠেছে প্রভাষক ইকবাল হোসেনের বিরুদ্ধে

শেরপুরে উৎসবমুখর পরিবেশে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাগেরহাটের মোংলায় মাছ শিকারে অবৈধ জাল উদ্ধারপূর্বক পুড়িয়ে ধ্বংস

ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি