ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

অষ্টগ্রামের কাস্তুলে ইউপি সদস্য জামাল ভূইয়ার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনে উত্তাল অষ্টগ্রাম


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-১২-২০২৫ বিকাল ৫:৫

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জামাল ভূইয়ার বিরুদ্ধে প্রবাসী গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অভিযুক্ত ইউপি সদস্যের বিচার ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে কাস্তুল হোসাইনিয়া বাজারে কয়েকশ মানুষের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবার জানায়, আহত মিনারা আক্তার (২৮)-এর স্বামী মোঃ রবিন মিয়া (পিতা—কুতুব আলী) দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এই সুযোগে ইউপি সদস্য জামাল ভূইয়া দীর্ঘদিন ধরে মিনারা আক্তারকে কুপ্রস্তাব দিয়ে মানসিক চাপ সৃষ্টি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি প্রায়ই মিনারা আক্তার ও তার শাশুড়িকে বিভিন্নভাবে নির্যাতন করতেন বলেও পরিবারের অভিযোগ।

ভুক্তভোগীদের দাবি, শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বাড়ির রাস্তা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ইউপি সদস্য জামাল ভূইয়া ধারালো অস্ত্র দিয়ে মিনারা আক্তারের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এ সময় তাকে মাটিতে ফেলে একাধিকবার কিল-ঘুষি মারেন। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করেন।

গুরুতর আহত অবস্থায় মিনারা আক্তারকে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার নম্বর—১৩, তারিখ: ১৩/১২/২০২৫।

এদিকে এর আগেও অভিযুক্ত ইউপি সদস্য জামাল ভূইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। গত ১৬ নভেম্বর কাস্তুল ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জায়গা দখলের অভিযোগে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্তা করেন। এ ঘটনায় ১৭ নভেম্বর অষ্টগ্রাম থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর—১৫, তারিখ: ১৭/১১/২০২৫), যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়েও জামাল ভূইয়া প্রভাব খাটিয়ে এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা করছেন। সর্বশেষ এই হামলার ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অবিলম্বে অভিযুক্ত ইউপি সদস্য জামাল ভূইয়াকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, জনপ্রতিনিধির হাতে নারী নির্যাতনের মতো জঘন্য ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে বিদেশে পাঠিয়ে উপকার করার পর হুমকি ও মারধরের অভিযোগ

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

সরিষাবাড়িতে আইন-শৃংখলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় গণভোট সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অবহিতকরণ সভা

ঠাকুরগাঁওয়ে তিন লাখ টাকার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী যথা যথ ভূমিকা পালন করবে: নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ভূমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ

সংস্কার ইস্যুতে গণভোট নিয়ে অজ্ঞতা: মনপুরায় নেই তেমন প্রচার-সচেতনতা

জয়পুরহাটে ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা

ঘোড়াঘাটে জুয়া ও মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা,গুলিবর্ষণ;গ্রেপ্তার-৫

চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ করায় হোটেল মালিকের জরিমানা