ঢাকা রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

হল-ক্যাম্পাস খোলা না হলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম শিক্ষার্থীদের


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২১ রাত ৯:৪৮

বৈশ্বিক মহামারীর কারণে দীর্ঘদিন যাবৎ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। কিন্তু এবার অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা। এ দাবি বাস্তবায়নে সোমবার (২৪ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ ফলকের পাদদেশে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া, স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১৫-২০ দিনের সময় দিয়ে নিয়ে নেয়া, স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চালুসহ আরও বেশ কিছু দাবি নিয়ে তারা এ মানববন্ধনে অংশ নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সবকিছু চালু থাকতে পারে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কেন এমন তামাশা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এখন হাসির পাত্র, কারণ যেখানে একজন কোম্পানিতে চাকরি করা লোক স্বাস্থ্য সচেতনতা বোঝে, তাই কোম্পানি খোলা। আর আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও স্বাস্থ্য সচেতনতা বুঝি না! 

আমাদের দাবি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা ও শ্রেdB কার্যক্রম শুরু হোক। যে সময় নষ্ট হচ্ছে এর জন্য তো চাকরির বয়সও বাড়বে না। এছাড়া অনলাইনে শিক্ষা কার্যক্রম কোcbf সুফল বয়ে আনছে না বলেও দাবি করেন শিক্ষার্থীরা।

জানতে চাইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জল কুমার বলেন, একজন শিক্ষক হিসেবে আমি মনে করি এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া উচিত। দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবিগুলো নিয়ে উপাচার্য ড. এএইচএম মুস্তাফিজুর রহমানের সাথে দেখা করতে গেলে তিনি বলেন, আমি শিক্ষার্থীদের আজকের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। এ বিষয়ে আমি উপর মহলের সাথে কথা বলব।

উল্লেখ্য, সোমবার সারাদেশেই মানববন্ধনের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলা-উপজেলার এবং কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১টায় একযোগে এ কর্মসূচি পালিত হয়। ‘অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এ কর্মসূচি আহ্বান করা হয়।

 

এমএসএম / জামান

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

‘গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ : ত্রিশালে ভোটের গাড়ির ব্যতিক্রমধর্মী গণসচেতনতা কার্যক্রম

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান

রামুতে পুলিশের যৌথ অভিযান: ধানের বস্তায় মিলল রাইফেলের গুলি, অস্ত্র কারিগর কালু গ্রেফতার

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী তাহমিনা জামান

তারাগঞ্জে মহাসড়কে যত্রতত্র আটো রিকশা, সিএনজি পার্কিং,বাড়ছে দুর্ঘটনা

শেরপুরে সরিষার বাম্পার ফলনের আশা: উৎপাদিত সরিষায় জেলার শতকরা ৭০ ভাগ ভোজ্যতেলের চাহিদা পূরণ হবে

আইনশৃঙ্খলা জোরদারে মনপুরার হাট–বাজারে নৌবাহিনীর ফুট পেট্রোলিং

সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক

মান্দায় দখলদারিত্ব ধরে রাখতে ফসল বিনষ্টে আগাছানাশক প্রয়োগ

তানোরে অবশেষে তালন্দ কলেজের নিয়োগ বোর্ড স্থগিত!

রাজস্থলীতে পুলিশের অভিযানে চুরির মামলা গ্রেফতার ২

আত্রাইয়ে ফসলি জমির মাটি কাটার মহোৎসব: হুমকিতে কৃষি ও গ্রামীণ জনপথ