ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

হল-ক্যাম্পাস খোলা না হলে কঠোর কর্মসূচির আল্টিমেটাম শিক্ষার্থীদের


ত্রিশাল প্রতিনিধি  photo ত্রিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২১ রাত ৯:৪৮

বৈশ্বিক মহামারীর কারণে দীর্ঘদিন যাবৎ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। কিন্তু এবার অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে আন্দোলনে নেমেছেন ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা। এ দাবি বাস্তবায়নে সোমবার (২৪ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’ ফলকের পাদদেশে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া, স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১৫-২০ দিনের সময় দিয়ে নিয়ে নেয়া, স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চালুসহ আরও বেশ কিছু দাবি নিয়ে তারা এ মানববন্ধনে অংশ নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সবকিছু চালু থাকতে পারে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে কেন এমন তামাশা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এখন হাসির পাত্র, কারণ যেখানে একজন কোম্পানিতে চাকরি করা লোক স্বাস্থ্য সচেতনতা বোঝে, তাই কোম্পানি খোলা। আর আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও স্বাস্থ্য সচেতনতা বুঝি না! 

আমাদের দাবি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা ও শ্রেdB কার্যক্রম শুরু হোক। যে সময় নষ্ট হচ্ছে এর জন্য তো চাকরির বয়সও বাড়বে না। এছাড়া অনলাইনে শিক্ষা কার্যক্রম কোcbf সুফল বয়ে আনছে না বলেও দাবি করেন শিক্ষার্থীরা।

জানতে চাইলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. উজ্জল কুমার বলেন, একজন শিক্ষক হিসেবে আমি মনে করি এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া উচিত। দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবিগুলো নিয়ে উপাচার্য ড. এএইচএম মুস্তাফিজুর রহমানের সাথে দেখা করতে গেলে তিনি বলেন, আমি শিক্ষার্থীদের আজকের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি। এ বিষয়ে আমি উপর মহলের সাথে কথা বলব।

উল্লেখ্য, সোমবার সারাদেশেই মানববন্ধনের ডাক দেন সাধারণ শিক্ষার্থীরা। রাজধানী ঢাকাসহ দেশের সকল জেলা-উপজেলার এবং কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা ১১টায় একযোগে এ কর্মসূচি পালিত হয়। ‘অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এ কর্মসূচি আহ্বান করা হয়।

 

এমএসএম / জামান

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়নে চমক

রাণীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

মাগুরায় কৃতি সন্তানদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে বিএনপি নেতার কবর জিয়ারতে দুই এমপি প্রার্থী

স্ত্রীর কাছে ‘চিরকুট’ লিখে স্বামীর আত্মহত্যা

বাঁশখালীতে সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণে দোয়া মাহফিল

ঝিনাইগাতীতে গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণসহ নানা সমস্যা নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম ১৩ আসনে মনোনয়ন ঘোষণা'র পর কোণঠাসা বিএনপির তৃণমূল

জয়পুরহাটে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

আত্রাইয়ে বান্দাইখাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশী ব্যবস্থাপনা প্রয়োজন : এম সাখাওয়াত হোসেন

আদিবাসীদের ঐতিহ্যবাহী ওয়ানগালা ও লবান উৎসব উদযাপন