সিলেটে ভোররাতে ভূমিকম্প অনুভূত
সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন।
নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূকম্পনের সময় ঘরে থাকা অনেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছিল এবং কিছু ঘরের জানালা ও ফ্যান কেঁপে উঠেছিল।
এদিকে ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পোস্ট দিয়ে জানান, তারা ভোরে ভূকম্পন অনুভব করেছেন।
কেউ কেউ লিখেছেন, হঠাৎ করে ঘর দুলে উঠল। আবার কেউ বলেন, ঘুম ভেঙে গেল, ভেবেছিলাম কেউ দরজা নাড়া দিচ্ছে। অনেকে আতঙ্ক প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে ভূকম্পনের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে কিছু জানায়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাওয়ে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।
উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।
Aminur / Aminur
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে নাইট ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
সিংগাইরে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন
“বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লায় বিজিবির উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
বাগেরহাটের মোংলায় জালিবোটসহ সকল নৌযান চলাচল বন্ধ ফিরে যাচ্ছে সুন্দরবন দেখতে আসা দেশী-বিদেশী পর্যটক
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পুষ্পস্তবক অর্পণ ও দোয়া
রায়গঞ্জে ভেজাল সার বিক্রি করায় জরিমানা, বিপুল পরিমাণ সার বিনষ্ট
মাদারীপুরে বন্ধক রাখা মোবাইল ছাড়ানোর দ্বন্দ্বে ছুরিকাঘাতে মৃত্যু
মোহনগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭
ইয়াবা সেবনের সময় যুবদল নেতাসহ তিনজন গ্রেপ্তার
খালেদা জিয়ার স্বরণে দোয়া, মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ
শ্রীপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল