ঢাকা বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

দাঁড়িয়ে আছে শুধু কঙ্কাল চর কলাতলীতে আবাসনের নামে মানবিক বিপর্যয়


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৫-১-২০২৬ দুপুর ২:৪৭

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। এই মনপুরা উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন ৫ নং কলাতলী। ২০০৫ সালে বাংলাদেশের তৎকালীন সরকার দারিদ্র্যপীড়িত ও ভূমিহীন মানুষের মাথা গোঁজার আশ্রয় নিশ্চিত করতে চর কলাতলী ইউনিয়নে একটি আবাসন প্রকল্প বাস্তবায়ন করে। প্রায় ১৭ শত পরিবারের জন্য নির্মিত সেই ঘরগুলো এক সময় ছিল আশার আলো, বেঁচে থাকার ভরসা। কিন্তু ২০ বছর পেরিয়ে গেলেও আজ সেই আশার ঘরগুলো রূপ নিয়েছে ভয়ংকর ধ্বংসস্তূপে।

সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ ঘরের টিন ভেঙে পড়েছে, পিলারে বড় বড় ফাটল, কোথাও আবার দরজা-জানালার কোনো চিহ্নই নেই। কিছু ঘরে কেবল দাঁড়িয়ে আছে লোহার রড আর ভাঙা পিলারের কঙ্কাল যেন নীরবে সাক্ষ্য দিচ্ছে রাষ্ট্রীয় অবহেলার।
বর্ষা এলেই এই ঘরগুলোতে বসবাস করা হয়ে ওঠে আরও ভয়াবহ। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি জমে যায়, ছাঁদ থেকে ঝরে পড়ে মাটি ও সিমেন্টের টুকরো। শিশু, বৃদ্ধ ও নারীরা প্রতিনিয়ত বসবাস করছেন জীবনের ঝুঁকি নিয়ে। ঝড়-বৃষ্টি বা রাতে একটু বেশি বাতাস বইলেই আতঙ্কে কাটে পুরো পরিবার।

এক বাসিন্দা কান্নাজড়িত কণ্ঠে বলেন,“এই ঘরে ঢুকলে মনে হয় মৃত্যুর মুখে ঢুকছি। তবুও যাওয়ার জায়গা নেই বলেই এখানেই থাকতে হচ্ছে।”
স্থানীয়দের অভিযোগ, আবাসন প্রকল্পটি চালুর পর থেকে আজ পর্যন্ত কোনো সংস্কার কাজ হয়নি। একাধিকবার জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে আবেদন করেও মেলেনি কার্যকর কোনো উদ্যোগ। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতির ফাঁদে পড়ে পড়ে আজ তারা নিঃস্ব।চর কলাতলীর মতো একটি বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়নে যেখানে জীবন এমনিতেই কঠিন, সেখানে সরকারের এই আবাসন প্রকল্প ছিল মানুষের শেষ ভরসা। কিন্তু সেই ভরসার ঘরগুলোই আজ মানবিক বিপর্যয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
এখন প্রশ্ন একটাই আর কত বছর কেটে গেলে এই ঘরগুলো সংস্কারের আলো দেখবে?নাকি মানুষের জীবনের মূল্য কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে?
চর কলাতলীর মানুষ আজও অপেক্ষায় কখন রাষ্ট্র তাদের মাথার উপর ভাঙতে বসা ছাদটুকু অন্তত মেরামত করবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা জানান,কলাতলী ইউনিয়নের আবাসন প্রকল্পের জরাজীর্ণ ঘরের বিষয়টি সরজমিন প্রদর্শনী করে দেখবো।

এমএসএম / এমএসএম

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে নাইট ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সিংগাইরে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন

“বগুড়ার ইতিহাস ও ঐতিহ্য” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লায় বিজিবির উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

বাগেরহাটের মোংলায় জালিবোটসহ সকল নৌযান চলাচল বন্ধ ফিরে যাচ্ছে সুন্দরবন দেখতে আসা দেশী-বিদেশী পর্যটক

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পুষ্পস্তবক অর্পণ ও দোয়া

রায়গঞ্জে ভেজাল সার বিক্রি করায় জরিমানা, বিপুল পরিমাণ সার বিনষ্ট

মাদারীপুরে বন্ধক রাখা মোবাইল ছাড়ানোর দ্বন্দ্বে ছুরিকাঘাতে মৃত্যু

মোহনগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

ইয়াবা সেবনের সময় যুবদল নেতাসহ তিনজন গ্রেপ্তার

খালেদা জিয়ার স্বরণে দোয়া, মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

শ্রীপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বিশেষ টোকেনে নিষিদ্ধ ত্রি -হুইলার রাস্তায়,তবে জানেননা হাইওয়ে ওসি