ঢাকা বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

নিয়োগ বাণিজ্যে মন্ত্রণালয়ের আদেশও মানছে না সিডিএ


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ৬-১-২০২৬ দুপুর ১:৩৭

 নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে বেপরোয়া হয়ে উঠেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) দায়িত্বশীল কর্মকর্তারা। সম্প্রতি একাধিক গণমাধ্যমে নিয়োগবাণিজ্য ও নানা অনিয়মের বিষয়ে একাধিক সংবাদ প্রকাশিত ও এক শ্রমিক নেতার আবেদনের প্রেক্ষিতে ৭ কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন প্রেরণ করতে চেয়ারম্যানকে নির্দেশ দিলেও তা মানছে না কর্তৃপক্ষ। সেই আদেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে অভিযোগ ওঠেছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবার প্রধান উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা , জনপ্রশাসন উপদেষ্টা এবং সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের (রেজি: নং- চট্ট- ২৪৯৫) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের গতবছরের ২৩ নভেম্বরের আবেদনের প্রেক্ষিতে  গত ৪ ডিসেম্বর তদন্তের নির্দেশ দিয়ে সিডিএ’র চেয়ারম্যানের কাছে মন্ত্রণালয় থেকে একটি পত্র পাঠিয়েছে  সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা। পত্রে বলা হয়েছে, ”আবেদনপত্রের ছায়ালিপি প্রেরণপূর্বক এতদবিষয়ে তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।” পত্র পাঠানোর একমাস অতিক্রম হলেও তদন্ত না করে নিয়োগ প্রক্রিয়া চলমান রেখেছে বলে অভিযোগ ওঠেছে। 
নাম প্রকাশ না করার শর্তে সিডিএ’র একাধিক কর্মচারী জানান, কে কোন পদে নিয়োগ পাবে তা আগে থেকেই ঠিক করা হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা ফরমালিটি। প্রতিজন ব্যক্তির নিয়োগের বিপরীতে মোটা অংকের টাকা ভাগ বাটোয়রা হয়েছে। এখন ঘুষের টাকা বৈধ করার জন্য তড়িঘরি করে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে একটি চক্র।
লিখিত আবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয়ের পত্র অনুযায়ী তদন্তের নির্দেশ অনুসারে সিডিএ’র চেয়ারম্যান সৈয়দ নুরুল করিমের তদন্তে এভিডেন্স অ্যাক্ট অনুুযায়ী আবেদনকারীর সাক্ষ্য গ্রহণ বাধ্যতামুলক। কিন্তু চেয়ারম্যান অথবা তৎসংশ্লিষ্ট কোন প্রকারের তদন্ত কার্যক্রমে জড়িত কোন কর্মকর্তা আবেনকারীর সাক্ষ্য গ্রহণ করেনি। সাক্ষ্য বা তদন্ত ছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বা উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ লংঘন করে অথবা তদন্ত ছাড়া এবং তদন্ত কার্যক্রমের চুড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপত্তিকৃত বিতর্কিত নালিশী লোক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা ও প্রবেশপত্র সরবরাহ করা হয়েছে। স্থানীয় প্রত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে কতিপয় পদের নিয়োগ পরীক্ষা আগামী ০৯/০১/২০২৬ ইং তারিখ, সময় ও স্থান নির্ধারন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।  চউক চেয়ারম্যান বা সচিবের এই প্রবেশপত্র ইস্যু করা আইন, আদালত ও নিয়োগ বিধিমালার সরাসরি লংঘন এবং তদন্ত কার্যক্রমের পরিপন্থী। 

আবেদনে বলেন, চউক প্রশাসনের চেয়ারমান সৈয়দ নুরুল করিম ও সচিব রবীন্দ্র চাকমার নিকট দেশ ও জাতির প্রত্যাশা ছিল দুর্নীতিমুক্ত করা। কিন্তু তারা তা না করে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।  জুলাইয়ের চেতানাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে একর পর এক অনিয়মে জড়িয়ে পড়েছেন। তার ফলশ্রুতিতে আইন, আদালত, বিচারাধীন রিট মামলা সম্পর্কিত নিজেদের চউক ৪৬৫ তম বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্ত নিজেরাই লংঘন করে চলছেন। সিনিয়র অথরিটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য ও লংঘন করে সরকারী কর্মচারী শৃঙ্খলা বিধিমালা ও বাংলাদেশ সার্ভিস রুলস ভঙ্গ করেছেন এবং অসদাচরণের মত অপরাধ করেছেন।
শ্রম আইন অনুযায়ী চউক কর্তৃপক্ষের সাথে চউকের যৌথ দর-কষাকষি প্রতিনিধিদের সম্পাদিত ৩টির বৈধ চুক্তির বাস্তবায়ন সম্পর্কিত উচ্চ আদালতে বিচারাধীন ৩০৭০/২০২১ নং রিট মামলায় সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আদেশ, বিচারাধীন রিট মামলা সম্পর্কিত নিজেদের চউক বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্ত নিজেরাই লংঘন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপরোক্ত স্মারক পত্রের তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ অমান্য ও লংঘন করে তদন্ত ছাড়া চউক কর্তৃপক্ষের কতিপয় পদে তড়িৎগতিতে নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র জারী এবং ১ জানুয়ারী দৈনিক আজাদীতে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ জানুয়ারী অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত করার দাবি জানান। 
আবেদনের অনুলিপি দেয়া হয়েছে, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সিনিয়র সহকারী সচিব আম্বিয়া সুলতানা, চউক চেয়ারম্যান, সদস্য, প্রধান প্রকৌশলী ও সচিববকে। 
এব্যপারে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক/সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের মোবাইলে কল দিয়ে এবং অফিসে গিয়েও কথা বলা সম্ভব হয়নি।
তবে এই বিষয়ে সিডিএর সচিব রবীন্দ্র চাকমা ও সদস্য (প্রশাসন) নুরুল্লাহ নুরী বলেন, নিয়োগ প্রক্রিয়া চলমান আছে, তদন্তের বিষয়টি আমরা দেখছি। আইনের ব্যত্যয় ঘটিয়ে কোন কিছু করা হবে না।

এমএসএম / এমএসএম

ভূঞাপুরে ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ

নাকুগাঁও বন্দরে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

কোটি টাকায় নির্মিত সাব রেজিস্ট্রি অফিসের ভবন তালাবদ্ধ, টিনশেড ঘরে ভোগান্তির শিকার সেবা প্রত্যাশীরা

সন্তানের পিতৃপরিচয় ন্যায্য অধিকার আদায়ের দাবীতে সংবাদ সম্মেলন

বেগম খালেদা জিয়া'র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিংগাইরে পরিত্যক্ত পুলিশ ক্যাম্প উদ্ভোধন

মেয়ে হত্যার বিচার না দেখে মরেও শান্তি পাব না ফেলানির বাবা

মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা তার কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় গরু চুরি সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

মার্কিন আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ

তারাগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেফতার

অবশেষে বারহাট্টার প্রকৃতিতে দেখা মিলল সূর্যের, জনমনে স্বস্তি