রাঙ্গামাটিতে বনভান্তের ১০৭তম শুভ জন্মদিন পালিত
পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের (বনভান্তে) ১০৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি রাজবন বিহারে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানসহ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বনভান্তের জন্মদিন উপলক্ষে প্রথম প্রহরে রাজবন বিহারে মঙ্গল প্রদীপ জ্বালানো হয় এবং ওড়ানো হয় হাজারো বেলুন। রঙিন আলো ও ফুল আর বেলুন দিয়ে সাজানো হয় বিভিন্ন ভবনসহ রাজবন বিহার চত্বর। বনভান্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাঙ্গামাটির রাজবন বিহারে ভিড় জমান হাজারো পূণ্যার্থী। আয়োজন করা হয় বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। নানা আয়োজনে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুণ্যার্থীদের পদচারণায় মূখর হয়ে উঠে রাজবন বিহারের গোটা প্রাঙ্গণ।
জন্মদিন উপলক্ষে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। মোরঘোনা জন্মস্থান থেকে শুরু করে বিভিন্ন বিহারে এই আয়োজন পালিত হচ্ছে। ভোরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে কেক কাটার মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানিকতা। পরে অনুষ্ঠিত হয় মহতি ধর্মীয় পূণ্যানুষ্ঠান। এসময় পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় নির্দেশনা দেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।
ধর্মীয় আলোচনা সভায় শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের পবিত্র বাণী মনে করেই নিজের জীবনের সকল পাপ মুক্তির আশাবাদ নিয়ে আর পার্বত্য এলাকার শান্তি যেনো অব্যাহত থাকে সে মনবাসনা মহান বুদ্ধের কাছে পৌঁছে দিতে চেয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
এদিকে রাজবন বিহারে ভিক্ষু সংঘের পবিত্র ত্রিপিঠক পাঠ, পুষ্প পূজা, মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনার মাধ্যমে বনভান্তের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। পরে মহাস্থবির বনভান্তের জন্মদিন উপলক্ষে কয়েক হাজার নারী-পুরুষ সারিবদ্ধভাবে রাজবন বিহারে বিশেষ ব্যবস্থায় রাখা বনভান্তের পেটিকাবদ্ধ দেহ ধাতুতে (বিশেষ কফিন) মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান ধর্মীয় অনুষ্ঠানে আসা পূণ্যার্থীরা।
এসময় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো বৌদ্ধ নর-নারী ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে রাজবন বিহার প্রাঙ্গণে ভিড় জমান। এতে করে রাঙ্গামাটি রাজবন বিহার মুখরিত হয়ে উঠে।
উল্লেখ্য, শ্রাবকবুদ্ধ বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটি শহরের দক্ষিণে মগবান ইউনিয়নের মোরঘোনা গ্রামে জন্ম নেওয়া বনভান্তে পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণে অগ্রণী ভূমিকা পালন করেন। আর বনভান্তে ২০১২ সালের ৩০ জানুয়ারি মহাপরিনির্বাণ লাভ করেন। তখন থেকে তার মরদেহ বিশেষ ব্যবস্থায় রাঙ্গামাটি রাজবন বিহারে কফিনে সংরক্ষণ করা হয়। তাঁর শান্তি, সম্প্রীতি ও মানবতার আদর্শ আজও সবার জন্য অনুপ্রেরণা।
বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান সম্মতভাবে পেটিকাবদ্ধ (বিশেষ কফিন) অবস্থায় রাঙ্গামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে। তারই জন্মজয়ন্তীর স্মৃতিস্বরণে সপ্তাহব্যাপী রাঙ্গামাটি শহর জুড়ে আয়োজন করা হয় মহাধর্মীয় উৎসব।
এমএসএম / এমএসএম
আন্ধারিঝার ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
উল্লাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনদ দিতে অর্থ আদায়ের অভিযোগ
বিএনপি প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারবেন নাঃ আইনজীবী
কোম্পানীগঞ্জে এতিমখানা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও হাফেজদের পাগড়ি প্রদান
আল্লাহর মহান আওলিয়াগনের জীবনী তুলে ধরতে ইমাম শেরে বাংলা (রহঃ) সুন্নী কনফারেন্স
নাটোর- ৩ (সিংড়া) আসনে ১১ দলীয় জোটে জামায়াতের শক্ত অবস্থান
রৌমারীতে তিন দিন পর পুকুর থেকে বৃদ্ধনারীর লাশ উদ্ধার
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ঠাকুরগাঁওয়ে ‘আলমগীর ফর টুমোরো’ ওয়েবসাইট উদ্বোধন
মুকসুদপুরে ২দিনব্যাপী জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
চন্দনাইশে কার মাইক্রো-হাইচ শ্রমিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত
ত্রিশালে করিম-বানু ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ