সাভারে কিশোর গ্যাংয়ের সশস্ত্র তাণ্ডব, গুলিবর্ষণ-গ্রেপ্তার ৪
শোকের ঘরে নেমে আসে নরক। মা হারানোর শোক তখনো চোখে শুকায়নি। কবরের মাটি তখনো ভেজা। মাগফেরাত কামনায় ওঠা হাতগুলো তখনো আকাশের দিকে প্রসারিত। ঠিক সেই মুহূর্তেই নেমে আসে নরক। চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার হাতুড়ি, রড, ধারালো দা, জিআই পাইপ ও আগ্নেয়াস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডার বাহিনী। মুহূর্তেই রক্তে ভেসে যায় জানাজার মাঠ। আতঙ্কে স্তব্ধ হয়ে যায় এলাকাবাসী।
গত ৭ জানুয়ারি ২০২৬, রাত সাড়ে ৯টায় সাভার পৌরসভার দক্ষিণ রাজাসন ঘাসমহল এলাকার আলবেদা বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন সামাজিক কবরস্থানে এই হামলার ঘটনা ঘটে।
সাভার পৌরসভার দক্ষিণ রাজাসন এলাকার বাসিন্দা ইমরান হোসেন গোলদার। তার মা আমিরুন নেছা বার্ধক্যজনিত কারণে সেদিন বিকাল আনুমানিক ৩টায় ইন্তেকাল করেন। রাত ৯টায় জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন এলাকার মুসল্লিরা। দাফনের পর মায়ের মাগফেরাত কামনায় যখন দোয়া চলছিল, ঠিক তখনই পূর্ব শত্রুতার জেরে জানাযার নামাজে সঙ্ঘবদ্ধ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, এই হামলার নেতৃত্ব দেয় নিষিদ্ধ ছাত্রলীগের সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দিপু রহমান (২৭), সাভার থানা যুবলীগের সক্রিয় সদস্য রানা (৩৬) এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পতিত সরকারের উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের ক্যাডার হিসেবে পরিচিত কিশোর গ্যাং লিডার বাদশা ওরফে বাদশা ভাই (২৮)। তাদের নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জনের একটি সশস্ত্র বাহিনী কবরস্থানে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার শুরুতেই দিপু রহমান তার হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দেন ইমরান হোসেন গোলদারের ছেলে নাহিদ ইসলাম ইমন (২২)-এর মাথার উপরিভাগে। মারাত্মক আঘাতে রক্তাক্ত অবস্থায় নাহিদ মাটিতে লুটিয়ে পড়েন। হাতুড়ির আঘাতে ভেঙে যায় পাঁজর, নাহিদ মাটিতে পড়ে গেলে কিশোর গ্যাং সদস্য
মো: আল-আমিন হোসেন আলভী (১৯) তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে নাহিদের মুখমণ্ডল ও বুকের দুই পাঁজরে উপর্যুপরি আঘাত করে। এতে নাহিদের মুখমণ্ডল থেঁতলে যায়, ঠোঁট ফেটে যায় এবং দুই পাঁজরের হাড় ভেঙে যায়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য শুভ, শিশির ও সিয়াম জিআই পাইপ ও লাঠি দিয়ে নাহিদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। কিশোর গ্যাং সদস্য মো: তরিকুল ইসলাম (১৯) তার হাতে থাকা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে ইমরান গোলদারের ভাতিজা রিয়াদুল ইসলাম (১৭)-এর ডান পা ভেঙে দেয়।রিয়াদুলের পায়ের হাড় ভেঙে গেলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ছেলে ও ভাতিজাকে রক্ষা করতে এগিয়ে গেলে যুবলীগ নেতা রানা ও কিশোর গ্যাং লিডার বাদশা লোহার রড দিয়ে ইমরান গোলদারের মাথা লক্ষ্য করে আঘাত করে। আত্মরক্ষায় হাত উপরে তুললে আঘাত তার কবজিতে লাগে। এতে তার কবজি ফেটে মারাত্মক রক্তাক্ত জখম হয়।
এ সময় মাহাবুব, সালমান, মো. জুয়েল, মো. বড় নাঈম ও মো. ছোট নাঈম লোহার রড ও লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। হামলার একপর্যায়ে যুবলীগ নেতা রানা ভুক্তভোগী নাহিদ ইসলাম ইমনের ব্যবহৃত ৪৮ হাজার টাকা মূল্যের গুগল পিক্সেল ৭-প্রো মোবাইল ফোন এবং তরিকুল ইসলাম ইমরান গোলদারের পকেট থেকে ২৬ হাজার ৩০০ টাকা নগদ ছিনিয়ে নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর পালানোর সময় কিশোর গ্যাং লিডার বাদশা পিস্তল বের করে ৯ রাউন্ড গুলি ছুড়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। এতে পুরো দক্ষিণ রাজাসন এলাকা আতঙ্কে কেঁপে ওঠে।
স্থানীয়দের সহায়তায় আহত ইমরান হোসেন গোলদার, তার ছেলে নাহিদ ইসলাম ইমন ও ভাতিজা রিয়াদুল ইসলামকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নাহিদ ইসলাম ইমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ, পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন ছাড়াও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন।
রাতভর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো: আল-আমিন হোসেন আলভী (১৯), মো: তরিকুল ইসলাম (১৯), আবু হানিফ বিশু (২৩) ও মো. সামির (১৭)। গ্রেফতার অভিযানের নেতৃত্ব দেন এসআই আবু রায়হান। গ্রেপ্তারকৃতরা পুলিশের কাছে স্বীকার করে যে ছাত্রলীগ নেতা দিপু রহমান, রানা ও বাদশার নেতৃত্বে তারা এই হামলায় অংশ নেয়।
আল-আমিন হোসেন আলভী পুলিশকে জানায়, মাদক সেবনকে কেন্দ্র করে কিশোর গ্যাং "বাদশা ভাই" গ্রুপের সদস্য তরিকুল (১৯) ও ঘাসমহল এলাকার কিশোর হাসানের (১৬) সঙ্গে ৭ জানুয়ারি সন্ধ্যায় বিবাদ সৃষ্টি হয়। পূর্ব শত্রুতা কাজে লাগিয়ে এতে সুযোগ নেয় দিপু রহমান। ছাত্রলীগ নেতা দিপু তরিকুল ইসলাম ও তার গ্যাং লিডার বাদশাকে জানায়, তরিকুলকে ইমরান হোসেন গোলদারের ছেলে ও ভাতিজা মারধর করেছে। এই ঘটনার প্রতিশোধ নিতে বাদশাকে প্ররোচনা দিলে তারা সঙ্ঘবদ্ধ হয়ে ইমরান হোসেন গোলদারের মায়ের জানাজা নামাজে এই হামলা চালায়। হামলার পরে তারা জানতে পারেন ইমরান হোসেন গোলদার ও তার পরিবারের সদস্যরা সেখানে ছিল না।
উল্লেখ্য, ইমরান হোসেন গোলদারের ভাই বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল হোসেন গোলদার-কে ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে অভিযুক্তরা হলেন-নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান হামিদ (২৮), যুবলীগ নেতা ফোরকান হাকিম (৪৮), লোকমান হাকিম (৫১) গোফরান হাকিম (৪৫) ও কাঞ্চন শিয়ালি ওরফে দ্বীন মোহাম্মদ (৫৫)। এই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন। জামাল গোলদার হত্যা মামলাটি তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ইমরান গোলদার, তার ছেলে নাহিদ ইসলাম ইমন ও ভাতিজা রিয়াদুল ইসলামের ওপর একের পর এক হামলা চালানো হচ্ছে। এ পর্যন্ত অন্তত ৩২ বার হামলার শিকার হয়েছেন তারা। সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিপু রহমান ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান হামিদের অনুসারী হওয়ায় সর্বশেষ ইমরান হোসেন গোলদারের মায়ের জানাজায় হামলাটি সেই শত্রুতারই ধারাবাহিকতা বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ব্যবহারকারীকে আইনের আওতায় আনা হবে।”
এদিকে মায়ের জানাজায় অতর্কিত হামলা ও রক্তপাতের ঘটনায় দক্ষিণ রাজাসন এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশ্ন উঠেছে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা কাদের ছত্রচ্ছায়ায় প্রকাশ্যে গুলি চালায়.?
এমএসএম / এমএসএম
নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত
রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা
মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম
নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা
শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক
আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি
সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের
কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা