নোয়াখালীতে বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত ১২
নোয়াখালীর হাতিয়ায় ফেরি উদ্বোধন অনুষ্ঠানে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে অন্তত ১২ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফেরি উদ্বোধনের খবরে বিএনপি ও এনসিপির বিপুলসংখ্যক নেতাকর্মী নলচিরা ঘাট এলাকায় জড়ো হন। এ সময় ফেরি চালুর কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করে এনসিপি ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করলে বিএনপির কর্মী–সমর্থকরাও পাল্টা স্লোগান দেন। একপর্যায়ে কথাকাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আসা হাজারো উৎসুক মানুষ দিকবিদিক ছুটে আত্মরক্ষার চেষ্টা করেন।
নলচিরা ঘাট এলাকার বাসিন্দা জিল্লুর রহমান বলেন, চেয়ারম্যান ঘাট থেকে ফেরি নলচিরা ঘাটে ভেড়ার পর শাপলা প্রতীকের পক্ষে স্লোগান শুরু হয়। পরে ধানের শীষ সমর্থকরাও পাল্টা স্লোগান দেন। ফেরির কৃতিত্ব নেওয়াকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এক পক্ষ অন্য পক্ষকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে।
এ ঘটনায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ দুই ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যথায় তিনি নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দেন।
অন্যদিকে বিএনপির পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মাহাবুবুর রহমান শামীম সাংবাদিকদের বলেন, ফেরি চালু হওয়া হাতিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে গেলে এনসিপির সন্ত্রাসীরা হান্নান মাউসুদের পক্ষে কৃতিত্ব নিতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনো আহতদের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
আরমান / আরমান
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত
শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ
শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ধানের শীষ বিজয়ী হলে কাপাসিয়ায় সকল মতের সমান মর্যাদা নিশ্চিত হবে--- শাহ রিয়াজুল হান্নান
কুমিল্লা-৯ নির্বাচনী জনসভায় জামায়াত আমীর দাঁড়িপাল্লা দেশের নিরাপত্তা দিতে পারে ......ডাঃ শফিকুর রহমান
নিরাপদ কালিয়া গড়ার অঙ্গীকার দশ দলীয় জোট প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের
নেছারাবাদের বিএনপির উঠান বৈঠকে সনাতনীদের কাছে ভোট চাইলেন নেতারা
নোয়াখালীতে বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত ১২
তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
কুড়িগ্রামে নারী ভোটাররা প্রার্থীদের কাছে তাদের বৈষম্যহীন অধিকার চায়
বিজিবির অভিযানে কুমিল্লায় ৮৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ির জব্দ
"নির্বাচনের প্রস্তুতি দেখে আমি খুব সন্তুষ্ট"_পটুয়াখালী নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।
Link Copied