ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

শালীনতা বজায় রেখে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান মো. শাহজাহানের


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৩১-১-২০২৬ দুপুর ২:৬

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ আসনে ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান বলেছেন, বিএনপিকে খাটো করার জন্য নানা অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। তবে সেই সময়কে পুঁজি করে কিছু লোক লুটপাটে জড়িয়ে পড়েছে, সরকারি অফিস-আদালতে মব সৃষ্টি করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিয়েছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কথা বেশি বলবেন না। সময় যখন আসবে, সেই টাকার হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়া হবে। শালীনতা বজায় রেখে সংযত আচরণ করুন, নিজেকে বাহাদুর ভাববেন না, নোয়াখালীর মানুষ এত দুর্বল নয়।
শুক্রবার বিকেলে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এম.এ রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. শাহজাহান আরও বলেন, যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত, জনগণ তাদের পাশে নেই। সে কারণেই তারা দিশেহারা হয়ে এসব অপপ্রচারে জড়াচ্ছে। তিনি দাবি করেন, দেশের শহরগুলোর মধ্যে নোয়াখালী অন্যতম শান্তিপূর্ণ শহর-এর পেছনে বিএনপি নেতাকর্মীদের ধৈর্যশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক ভূমিকার বড় অবদান রয়েছে।
তিনি বলেন, বিএনপি কখনো সন্ত্রাস ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়নি। দলের নেতাকর্মীরা কারো বাড়িঘরে হামলা কিংবা লুটতরাজে জড়ায়নি। অথচ অনেকেই তলে তলে আপোষ করে নানা অনৈতিক কর্মকাণ্ড করেছে। এ সময় তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি উত্তেজনা সৃষ্টি না করে শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতার আহ্বান জানান।
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সম্পাদক মো. নাছির উদ্দিন বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী ও রাজনৈতিক দল আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তারা নির্বাচন থেকে সরে যাওয়ার পাঁয়তারা করছে এবং বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে গন্ডগোল সৃষ্টি করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে চাইছে, যার নজির শেরপুরে দেখা গেছে।
তিনি আরও বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ দল এবং নেতাকর্মীরাও শান্তিপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারি দেশের জনগণ শান্তিপূর্ণভাবেই ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া, জাসাস নোয়াখালীর আহ্বায়ক লিয়াকত আলী খান প্রমূখ।

Aminur / Aminur

নন্দীগ্রামে মটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখী সংঘর্ষে নিহত ২

মোরেলগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে মৎস্য ঘের দখলের অভিযোগ

মদন পৌরসভায় বিএনপির ধানের শীষের নির্বাচনী গণসংযোগ

সরিষাবাড়ীতে সেনা অভিযানে শর্টগান ও গুলিসহ যুবক আটক

মানিকগঞ্জে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় বিড়িসহ ২ জন আটক

তিনটি দল দেশটাকে লুটেপুটে খেয়েছ, এবার দাঁড়িপাল্লাকে সুযোগ দিতে হবে: মিয়া গোলাম পরোয়ার

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ভোলায় ইসি মো.সানাউল্লাহ

নিষিদ্ধ থ্রি-হুইলারে সয়লাব চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রীর মুখে ছুরিকাঘাত যুবলীগ নেতার

কোনো দুর্নীতিগ্রস্ত সরকার আর দেখতে চাই না: জামায়াত আমির

আগামী নির্বাচনে কেউ ভোট হরণ করতে চাইলে রুখে দেয়া হবে: আদমদীঘিতে আসিফ মাহমুদ

কামারখন্দে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস আগুন