ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

একজন ব্যতিক্রমী পুলিশ সুপার


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৪-১০-২০২১ দুপুর ৪:২৭
মানবিকতা ও নারীর অধিকার প্রতিষ্ঠায় এক অন্যন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। তিনি চুয়াডাঙ্গার আপামর জনসাধারণের হৃদয়ে ইতিমধ্যে জায়গা করে নিয়েছেন, পরিণত হয়েছেন ভালোবাসার পাত্রে। তার হাতের জাদুর পরশে বদলে বদলে গেছে চুয়াডাঙ্গা জেলার পুলিশ। চুয়াডাঙ্গা জেলায় তার সেবা দানের দুই বছর উপলক্ষ্যে মানবিক পুলিশিং এর গল্প ও জেলায় তার অবদান বিশ্লেষণ করেছেন জনতার ইশতেহার প্রতিবেদক।
 
১) উইমেনস সাপোর্ট সেন্টার- পুলিশ সুপার জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গায় এসে দেখেন বিবাহ বিচ্ছেদে চুয়াডাঙ্গার নাম শীর্ষে। নারীদের জন্য শত আইন থাকলেও সেগুলোর মাধ্যমে বিচার পেতে দীর্ঘ সময়, অর্থ খরচ ও বিভিন্ন কারণে বিচার পেতে বিলম্ব হত। ছোট ছোট সমাস্যা সমাধানে মধ্যস্ততাকারীর অভাবে ডিভোর্সে রুপ নিত। এতে সন্তান হারাত বাবা-মায়ের ভালোবাসা। এই সমাস্যাগুলো সমধানে পুলিশ সুপার জাহিদুল ইসলাম গড়ে তুললেন উইমেনস সাপোর্ট সেন্টার। আজ অবধি ৩৬৪ টি পরিবার এই সেবা গ্রহণের জন্য উইমেনস সাপোর্ট সেন্টারে আসেন।
 
২) বাল্য বিবাহ রোধ- উইমেন্স সাপোর্ট সেন্টার খুলে বুঝতে পারেন বিবাহ বিচ্ছেদ ও সংসারে অশান্তির অন্যতম কারণ অল্প বয়সে মেয়েদের বিবাহ। তারা অল্প বয়সে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। তাছাড়া এটা আইনের পরিপন্থী কাজ। তাই জেলার সমস্ত কাজীদের সাথে মিটিং করলেন। তাদেরকে কঠোর হুশিয়ারির সাথে ভালোভাবে বোঝালেন। কাজিরা অভিযোগ করেন- ইউনিয়ন তথ্য সেবা থেকে বয়স বাড়িয়ে মানুষ বিয়ে দেয়- তখন তিনি ইউনিয়ন তথ্যসেবায় কাজ করা উদ্দোক্তাদের সাথেও বসার সিদ্ধান্ত নিলেও করোনা কারণে সম্ভব হয়ে উঠেনি। 
 
৩) ভাঙ্গা সংসার জোড়া- জেলায় এপর্যন্ত ২৫৮ টি ভাঙ্গা সংসার জোড়া দিয়ে এক অন্যান্য পুলিশিং সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ সুপার মি. জাহিদ। আরও ৬৪ টি পরিবারকে আইনী সহয়তা দিয়েছেন।
 
৪) কন্যা সন্তান হলেই পুরুস্কার- সমাজে মেয়েকে ছোট মনে করা হয়। মেয়ে মানেই তাকে বিয়ে দিয়ে বিদায় করতে হবে এমন একটি অবস্থা বিরাজ করছে। জেলাব্যাপী কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলেই উপহার পাঠিয়ে শুধু জেলা নয় সারা দেশে প্রশংসিত হন জাহিদ। চুয়াডাঙ্গা জেলায় জন্ম নেওয়া ৭৭৮ টি কন্যা শিশুর পরিবার পুলিশ সুপারের দেওয়া পুরুস্কার পেয়েছেন।
 
৫) মাদকের বিরুদ্ধে  ৫ বাহিনীর যৌথ অভিযান- পুলিশ, র্যা ব, বিজিবি, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে যৌথ বাহিনী গঠন করে মাদকের আতুরঘর দর্শনা সহ জেলাব্যাপী অভিযান অব্যাহত রেখেছেন। 
 
৬ ) করোনাকালীন খাদ্য সহযোগিতা- করোনার মহামারির সময় লকডাউন চারদিকে কর্মহীন মানুষ। ঘরে ভাত নেই, চিকিৎসার টাকা নেই। 
চারদিকে হাহাকার। তখন কিছু নেতাকর্মী বাদে অধিকাংশ নেতাকর্মীকে জনগণ খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনি সাধারণ মানুষের পাশে ছুটে এসে দাড়ালেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। খাদ্য সহয়তার জন্য হটলাইন নম্বর চালু করলেন। ক্যাম্পে ক্যাম্পে তালিকা ও খাবার চাহিদা চেয়ে পাঠিয়েছেন। শুধু খাদ্য সহয়তা ই নয় বাচ্ছার দুধ, ওষুধ ফোন দিলেই পৌঁছে দিয়েছেন। তিনি ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন। প্রায় ২৫০ জনকে ওষুধ কিনে দিয়েছেন।  তাছাড়া ২৫০ জনকে বস্ত্র দিয়ে সহয়তা করেছেন।
 
৭) করোণা প্রতিরোধে ভূমিকা- করোনার সময় তার ভূমিকা ছিল চোখে পড়ার মত- হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিফলেট বিতরণ করেছেন মুক্ত হস্তে। এসব বিতরণ করতে করতে হাতে টাকা শর্ট পড়লে চুয়াডাঙ্গার এক ব্যবসায়ীর কাছ থেকে ধার নিয়ে চুয়াডাঙ্গার মানুষের সেবা করেছেন। ৭০ হাজার মাস্ক বিতরণ, ২৫ হাজার লিফলেট বিতরণ করেছেন। পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে জনগনকে সচেতন করতে মাইকিং করেছেন। 
 
৮) অক্সিজেন সংকটে জেলাবাসীর পাশে- করোনা রোগীদের ব্যাপক অক্সিজেন সংকট দেখা যায়। হাসপাতালে আইসিইউ নেই, অক্সিজেন নেই- অক্সিজেন অভাবে জনগণ যখন আতঙ্কে সেই সময় বিভিন্ন রাজনীতিবিদ, স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি পুলিশ সুপার জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গাবাসীর পাশে দাঁড়ান। তিনি সদরে ১০ টি বড় অক্সিজেন সিলিন্ডার, ২ টি দামুড়হুদায় এবং ২ টি আলমডাংগায় প্রদান করেন।
 
৯) পুলিশ ক্লিয়ারেন্স-ওয়ান স্টপ সার্ভিস- পুলিশ ক্লিয়ারেন্স এর অতীত খুব ই খারাপ, ৪/৫ হাজারের নিচে পুলিশ ক্লিয়ারেন্স হত না।  পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে জনগণ থানায় তদবির, আবার এস বি অফিসে তদবির, থানা থেকে কাগজ দ্রুত ডি এস বি অফিসে পাঠাতে অর্থ লেনদেন হওয়ার কথা শুনে এবং জনগণের হয়রানি কমাতে থানায় যাওয়া বন্ধ করে দিলেন। এস পি অফিসে চালু করলেন ওয়ান স্টপ সার্ভিস। তিনি বললেন- পুলিশ ক্লিয়ারেন্স করতে কোথাও যাওয়ার দরকার নাই। এস পি অফিসে এসে আবেদন করুণ অথবা যেকোন কম্পিউটারের দোকান থেকে আবেদন করলেই পেয়ে যাবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ আপনার বাড়ি গিয়ে তদন্ত ও প্রয়োজনীয় কাগজ পত্র গিয়ে নিয়ে আসবে।
 
১০) প্রতিবন্ধীদের পাশে পুলিশ সুপার- জেলার প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশেও মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এক প্রতিবন্ধীর মেয়ের বিয়েতে অর্থ দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই হুইল চেয়ার ও আর্থিক সাহায্য চেয়ে আবেদন করলে বা ফোন করলে পুলিশ সুপার সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন। আজ অবধি ৬ টি হুইলচেয়ার দিয়েছেন এবং এক প্রতিবন্ধীকে ব্যবসা করতে কিছু মূলধন দেন।
 
১১) ছাত্রছাত্রীদের পাশে পুলিশ সুপার- জেলায় এসেই স্কুলিং পুলিশ চালুর উদ্যোগ নেন পুলিশ সুপার। চুয়াডাঙ্গা জেলার সমস্ত জি পি এ ফাইভ ও এ গ্রেড প্রাপ্তদের উৎসাহ দিতে সংবর্ধনার আয়োজন করেন। ৭৭৮ জন ছাত্রছাত্রীকে ফুল, ক্রেস্ট, বই, চারাগাছ দিয়ে সংবর্ধনা জানান। ছাত্রছাত্রীদের মাঝে নিজ ফান্ড থেকে ১০০০+ অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করেন। গরীব ছাত্রছাত্রীদের বই-খাতা উপহার দেন। 
 
১২) জনগণের দোরগোড়ায় এস পির সেবা- পুলিশ সুপার জাহিদুল ইসলাম চুয়াডাঙ্গায় এসেই তার মোবাইল নাম্বার হটলাইন নাম্বার হিসাবে লিফলেট করে জনগণের মাঝে ছড়িয়ে দেয়। জেলার প্রত্যক এলাকায় তার লোকজন তৈরী হয়ে যায়। এতে পুল

এমএসএম / এমএসএম

রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ‌্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১

৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান

লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না

কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার

বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নাচোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী- উদ্বোধন

লাগারে লাগা ধান লাগা' স্লোগানে সুনামগঞ্জ-৪ আসন উত্তাল

ভূরুঙ্গামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

গোপালগঞ্জে সাড়ে চার হাজার কৃষকের হাতে পৌঁছাল প্রণোদনার বীজ–সার

মুকসুদপুরে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানে ৪১ হাজার টাকা জরিমানা