ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

অল্প সময়েই নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন পৌর মেয়র অধ্যাপক আককাস আলী


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ২:১৪
নির্বাচিত হওয়ার পর মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় ৭ মাস। এই অল্প সময়েই নিজেকে আলাদাভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন দিনাজপুরের বিরামপুর পৌরসভার পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। অধ্যক্ষ আককাস আলী বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ইসলামপাড়া মহল্লার বাসিন্দা।
 
বিরামপুর পৌর নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে জয়ী হয়েই উন্নয়ন পরিকল্পনা ও নানা ভোগান্তি থেকে বিরামপুরবাসীকে মুক্তি দিতে দিনরাত ছুঁটে চলেছেন তিনি। কাউন্সিলরদের নিয়ে তদারকি করছেন প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন মূলক কাজ।
 
বিগত দিনের ময়লা আবর্জনার স্তূপ থেকে বেরিয়ে আসতে শুরু করেছে পরিচ্ছন্ন ও ঝকঝকে এক নতুন শহর। ড্রেনেজ সমস্যা সমাধানের মাধ্যমে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নয়ন, পৌর শহরের রাস্তাঘাটের সংস্কার, মাছ বাজার, কাঁচা বাজার ও ঐতিহ্যবাহী পশুহাট পাকাকরণ, মহাসড়কের ডিভাইডারের মাঝে শহরের সৌন্দর্য বর্ধনে ফুলের চারা রোপন ও বিভিন্ন সমস্যার সমাধানের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন ঘটছে। প্রমাণ মিলেছে উন্নয়ন ও জনকল্যাণে তার আন্তরিকতার।
 
গত ৩০ জুন বিরামপুর পৌরসভার উন্নয়নের জন্য প্রায় ৪৪ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের বরাদ্দ না মিললেও পৌরসভার নিজ অর্থায়নে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তাঘাটের উন্নয়ন কাজ অব্যহত রয়েছে। সরকারের পক্ষ থেকে বড় ধরনের বরাদ্দ মিললে বিরামপুর শহরের রাস্তাঘাট ভাঙা থাকবে না।
 
মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এর দিকনির্দেশনায় স্থানীয় জনমানুষের ভাগ্য উন্নয়নে চেষ্টা ও তার সুদূরপ্রসারী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। পরিকল্পিতভাবে পৌর শহরে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। সবার সহযোগিতায় আগামীতে আরো সমৃদ্ধি ঘটবে।
 
তিনি আরও বলেন, বিরামপুরবাসী আমাকে সম্মান দিয়েছেন। এ সম্মানের প্রতিদানস্বরূপ বিরামপুর শহরকে ঢেলে সাজাব। যতটুকু বিচক্ষণতা রয়েছে তার সঙ্গে নেতাদের দিকনির্দেশনা আর সুপরামর্শের ভিত্তিতে সফলতার স্বাক্ষর রাখতে পারব বলেই আমি আশাবাদী। সেই পথচলার প্রথম ধাপ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদে আমি মেয়র হয়েছি। আমার দৃঢ় বিশ্বাস বিরামপুরবাসী তাদের ভালোবাসা দিয়ে আগলে রাখবেন আমাকে।
 
এদিকে স্থানীয়রা জানান, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী দায়িত্ব গ্রহণের পর তার কর্মতৎপরতায় পৌরবাসী খুশি। পৌর শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, ড্রেনেজ ব্যবস্থা ও পৌর নাগরিকদের সেবা দানে যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন তাতে শিগগিরই বর্তমান মেয়র এর হাত ধরেই আধুনিক সেবাসমৃদ্ধ ডিজিটাল বিরামপুর পৌরসভা হবে বলে পৌর নাগরিকদের বিশ্বাস।

এমএসএম / এমএসএম

ফুটবলে জেলা চ্যাম্পিয়ন চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়

মুরাদনগরে কুরআনের আলো ছড়াতে ২৬ শিক্ষার্থীর হিফজ সমাপন

পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক ডন আব্বাস ডিবির হাতে গ্রেপ্তার

বারহাট্টায় এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি চলছে

নোয়াখালীতে কেন্দ্রীয় কর আইনজীবী ফোরামের আলোচনা সভা

জয়পুরহাটে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান এর ৩১ দফার লিফলেট বিতরণ

শেরপুরে এনসিপি নেতা সারজিস আলম: এনসিপি অন্য কোন প্রতীকে নয়, কেবল শাপলা প্রতীকেই নির্বাচন করবে

নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অঙ্গীকার

এমপিওভুক্ত শিক্ষকদের উপর সাউন্ড গ্রেনেড হামলা, অবৈধ গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

তানোরে বিধবার জমি জবরদখল

সদরপুরে মা-ইলিশ রক্ষায় অভিযান: ৭ জেলেকে কারাদণ্ড, ৫ হাজার মিটার জাল জব্দ

বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করলেন ছাত্রদল নেতা শাহজাহান শাওন