ঢাকা রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

রাবিতে শিক্ষক পদোন্নতির আবেদনে অনিয়ম


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ১২:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতিবিরোধী অন্যতম সোচ্চার শিক্ষক, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি মো. শাহরিয়ার পারভেজ সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির আবেদনে ব্যাপক অনিয়মের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মো. শাহরিয়ার পারভেজ ২০০৯ সালের ৩০ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।  বর্তমানে আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক পদে কর্মরত আছেন। 

২০২১ সালের মার্চে মো. শাহরিয়ার পারভেজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীতিমালার আলোকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেন। একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘রাজশাহী ইউনিভার্সিটি ল রিভিউ’ শীর্ষক জার্নালের ১১নং ভলিউমে প্রকাশনার জন্য দুটি গবেষণা প্রবন্ধের স্বীকৃতিপত্র সহযোগ করেন। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীতিমালায় সহযোগী অধ্যাপক পদে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে অন্যান্য শর্তের সাথে একাধিক গবেষণা প্রবন্ধের ‘প্রকাশিত’ থাকার শর্ত আছে। গবেষণা প্রবন্ধ ‘অপ্রকাশিত’ থাকায়, তৎকালীন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান মো. শাহরিয়ার পারভেজের পদোন্নতির আবেদনপত্রটি নামঞ্জুর করেন। 

পরবর্তীতে চলতি বছরের ২৯ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু নিয়োগ পেলে মো. শাহরিয়ার পারভেজ ‘রাজশাহী ইউনিভার্সিটি ল রিভিউ’ শীর্ষক জার্নালের ১১নং ভলিউম প্রিন্ট আকারে প্রকাশিত হওয়ার পূর্বেই তার গবেষণা প্রবন্ধ দুটি উক্ত জার্নাল প্রিন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রাজশাহী শহরের রাণীবাজারস্থ সরকার প্রিন্টিং প্রেস থেকে ট্রেসিং পেপারের জন্য প্রস্তুতকৃত কম্পিউটার কম্পোজ কপি সংগ্রহ করেন এবং আবেদনপত্রে ‘প্রকাশিত’ উল্লেখ করে পুনরায় জমা দেন ২০২১ সালের সেপ্টেম্বরে।  

জানা গেছে, ‘রাজশাহী ইউনিভার্সিটি ল রিভিউ’ শীর্ষক জার্নালের ১১নং ভলিউমের প্রকাশকাল ‘আগস্ট ২০২১’ করার জন্য মো. শাহরিয়ার পারভেজ তার বিভাগীয় সভাপতির পদকে ব্যবহার করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন (অধিকর্তা) নির্বাচনকে সামনে রেখে আইন বিভাগের একাধিক প্রভাবশালী প্রফেসরের প্রত্যক্ষ সহযোগিতায় জার্নালের এডিটর-ইন-চিফসহ এডিটরিয়াল বোর্ডকে প্ররোচিত করেন। যদিও এই নিউজ লেখা পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটি ল রিভিউ শীর্ষক জার্নালের ১১নং ভলিউমের প্রিন্ট আকারের কোনো কপি পাওয়া যায়নি।

জার্নাল বিষয়ে আইন বিভাগের একাধিক এডিটরিয়াল বোর্ডের সদস্য ও আইন বিভাগের অন্যান্য শিক্ষকদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা জানান, চলতি বছরের আগস্ট মাসে আইন বিভাগ থেকে রাজশাহী ইউনিভার্সিটি ল রিভিউ শীর্ষক কোনো জার্নালের ভলিউম প্রকাশিত হয়নি। তবে রাজশাহী ইউনিভার্সিটি ল রিভিউ শীর্ষক জার্নালের ১১নং ভলিউমটি প্রিন্ট আকারে প্রকাশিত হওয়ার জন্য প্রেসে আছে। এখনো প্রিন্ট হয়ে বিভাগে আসেনি বা শিক্ষকদের হাতে পৌঁছায়নি।

জার্নালের এডিটরিয়াল বোর্ডের অন্যতম সদস্য ও আইন বিভাগের সভাপতিকে মুঠোফোনে একাধীক কল দিলেও  তাঁকে কোনভাবেই মুঠোফোনে পাওয়া যায়নি। আইন ও ভূমি প্রশাসন বিভাগের একজন শিক্ষককে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জার্নাল সংক্রান্ত কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে বলেন, এ সংক্রান্ত যাবতীয় সঠিক তথ্য কেবলমাত্র জার্নালের এডিটরিয়াল বোর্ডের সদস্যরাই দিতে পারেন।

উল্লেখ্য, আইন বিভাগ রাজশাহী ইউনিভার্সিটি ল রিভিউ শীর্ষক জার্নালের ৯নং ভলিউম থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করে এবং সে অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও এই নিউজ লেখা পর্যন্ত চলতি বছরের আগস্ট মাসে প্রকাশিত বা রাজশাহী ইউনিভার্সিটি ল রিভিউ শীর্ষক জার্নালের ১ হতে ১০ নাম্বার পর্যন্ত ভলিউমটি পাওয়া যায়। ১১নং কোনো ভলিউম পাওয়া যায় নাই।

আইন বিভাগের একাধিক শিক্ষকের কাছ থেকে জানা যায় যে, আইন বিভাগ থেকে রাজশাহী ইউনিভারসিটি ল রিভিউমের সর্বশেষ ১০নং ভলিউম প্রিন্ট আকারে প্রকাশিত হয়েছে এবং সেটির প্রকাশকাল ২০১৯ সালের ডিসেম্বর।

আইন বিভাগের একাধিক শিক্ষকের মতে, ‘অপ্রকাশিত’ কোনো গবেষণা প্রবন্ধকে ‘প্রকাশিত’ বলে পদোন্নতির আবেদনপত্রে উল্লেখপূর্বক এমন জালিয়াতির আশ্রয় নিয়ে তড়িঘড়ি করে পদোন্নতিকে ত্বরান্বিত করার চেষ্টা, রাজশাহী ইউনিভার্সিটি অ্যাক্ট-১৯৭৩ অনুযায়ী নৈতিক স্খলনজনিত অপরাধের শামিল।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন শিক্ষক মুঠোফোনে সাংবাদিকদের বলেন, আইন বিভাগ থেকে জার্নালটির প্রকাশকাল ‘আগস্ট ২০২১’ রেখেই প্রিন্ট আকারে দ্রুততম সময়ের মধ্যে প্রকাশের জোর প্রচেষ্টা চলছে। যদিও চলতি অক্টোবর মাসের ১০ তারিখেও জার্নালটি প্রেস থেকে প্রিন্ট আকারে প্রকাশিত হয়নি। 

এদিকে আগামী ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মো. শাহরিয়ার পারভেজের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতির জন্য সাক্ষাৎকার গ্রহণের দিন ধার্য কো হয়েছে বলেও জানা যায়।

এমএসএম / জামান

মধুখালীতে আদালতের আদেশ অমান্য করে লাল পতাকা অপসারণ ও জোরপূর্বক জমি দখল

রায়গঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিকে মারধরের অভিযোগ

ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

পঞ্চগড়ে শিক্ষার্থীদের নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব

হাদিকে প্রকাশ্য গুলি করার রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ

ওসমান হাদির উপর গুলি চালানোর প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়কের ওপর গুলি: সীমান্তে টহল ও চেকপোস্ট জোরদার

সিলেট ডিসি অফিসের কোটিপতি পিয়ন সোহেল

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই : জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান

কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ৪৫০ শিক্ষার্থীর হাতে বৃত্তি ও পুরস্কার

বারহাট্টার প্রকৃতিতে জেঁকে বসছে শীত, জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা

টপ সয়েল কাটায় রায়পুর প্রশাসনের অভিযানে ছয় মাসের কারাদণ্ড

‎কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে ইভনিং শিফট চালু