ঢাকা রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বিএনপি-জামায়াত মদদপুষ্টদের বিরোধিতা

কাফি উদ্দিনকে নৌকা প্রতিক দেয়ায় কুড়ুলগাছি ইউনিয়নবাসির উচ্ছ্বাস


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ১১-১০-২০২১ বিকাল ৬:৫৪
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ৪নং কুড়ুলগাছি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতিক পেয়েছেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভপতি মো. কাফি উদ্দিন টুটুল। দলীয় মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে ইউনিয়ন তৃণমূল নেতাকর্মীরা। কাঙ্খিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও দোয়া মোনাজাত করা হয়। 
 
 
তবে একই সময় বিএনপি-জামায়াত মদদপুষ্টদের বিরোধিতাও লক্ষ্য করা গেছে। বিগত উপজেলা নির্বাচনে যারা কূট-কৌশল করে জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থী উপজেলা আওযামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুকে পরাজিত করেছিল, এবারো তারা নৌকার মনোনিত প্রার্থীর বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ ওঠেছে। সচেতন মহল মনে করে, নৌকাকে হারানোর জন্য যারা সব সময় কাজ করছে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। 
 
দলীয় মনোনয়ন পাওয়ার পর ইউনিয়ন আওয়ামীলীগের সহ -সভাপতি মো. কাফি উদ্দিন টুটুল বলেন, তৃণমূল নেতাকর্মী ও সাধারণ জণগনের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। যেই আশা ও ভরশার উপর দল আমাকে মনোনয়ন দিয়েছে তার সবটুকু পুরণে কাজ করে যাব।
 
 
তিনি বিএনপি-জামায়াতের এজেন্টদের থেকে সকলকে সাবধান থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিক নৌকার পক্ষে সকলকে কাজ করার আহ্বান জানান।দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রাহমান মনজু বলেন, কুড়ুলগাছি ইউনিয়নকে নতুন রুপে সাজাতে কাফি উদ্দিনের মত উদ্যমী ও পরিশ্রমী তরুণ চেয়ারম্যান দরকার। দল তাকে মনোনয়ন দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা সার্বিক ভাবে মাঠে থেকে তাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ।
উল্লেখ্য, বর্তমানে কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কাফি উদ্দিন (৫৭) অত্যন্ত সৎ, কর্মঠ ও বিচক্ষণ ব্যক্তি। তিনি ১৯৮৩ সাল থেকে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত। তার পুরো পরিবার অত্র এলাকায় আওয়ামীলীগ পরিবার হিসেবে পরিচিত। 
আওয়ামী লীগ পরিবার হওয়ায় ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই পরিবারের উপর অত্যাচার নেমে আসে। পরবর্তীতে বিপুল সংখ্যা গরিষ্ঠতায় আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মো. কাফি উদ্দিন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নির্বাচিত হন।
২০০১ সালে পুণরায় বিএনপি-জামাত সরকার ক্ষমতায় এসে এই আওয়ামীলীগ পরিবারের উপর ব্যাপক নির্যাতন শুরু করে। দর্শনায় অবস্থিত মো. কাফি উদ্দিনের মালিকানাধীন ‘সম্রাট সু’ দোকানে ব্যাপক লুটপাট ও মো. কাফি উদ্দিনকে নির্যাতন করে বিএনপি-জামাতের ক্যাডাররা। এসময় তিনি দামুড়হুদা থানায় মামলা করতে গেলে উল্টো তাকেই মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণ করে তৎকালীন জামাত-বিএনপির এজেন্টরা। যারা এখনো তার বিরুদ্ধে নানা চক্রান্ত করছে।

এমএসএম / সাদিক পলাশ

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত

শেরপুরে বন্যহাতির তান্ডবে আমন খেত নষ্ট: দিশেহারা কৃষকেরা

মাদকমুক্ত সমাজ গড়ি" শীর্ষক প্রতিবাদকে সামনে রেখে স্থানীয় গ্রামবাসী ও যুবসমাজের উদ্যোগে আলোচনা

বাউফলে স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জুলাই সনদ বাস্তবায়ন,স্বৈরাচারের বিচার দৃশ্যমানকরে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবেঃ এটি এম মাসুম

তানোরে মা ও ছেলেকে কুপিয়ে জখম

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

ঝামায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুকসুদপুর প্রেসক্লাব ৩ সদস্যকে ত্রুেস্ট ও পরিচয়পত্র প্রদান

নাগরপুরে পাকুটিয়া ইউনিয়নে বিএনপি নেতাকর্মীদের লিফলেট বিতরণ