ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টার পরিদর্শন করলেনঃ পরিকল্পনামন্ত্রী


আমিনুর রহমান জিলু photo আমিনুর রহমান জিলু
প্রকাশিত: ১৫-১০-২০২১ রাত ১১:৩৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিল্প নগরী খ্যাত  হাবিব নগর এলাকায় সদ্য নির্মিত জজগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টার পরিদর্শন করলেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। এ উপলক্ষে শুক্রবার বিকেলে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সদ্য নির্মিত ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি নুরুল হক লালা মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টি মহিব চৌধুরী ও মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, রফিক মিয়া, আশিক চৌধুরী, সাজ্জাদুর রহমান, পাবেল কাদের চৌধুরী, আনহার মিয়া, ছুবা মিয়া, এনামুল ইসলাম, আবুল হোসাইন, মখলুছ মিয়া চেয়ারম্যান, আফজাল চেয়ারম্যান, বকুল আব্দুস সবুর, আব্দুল হাই আজাদ প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম,জগন্নাথপুর থানা অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম পীর, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, মিল মালিক ফয়েজ উল্লাহ সহ জগন্নাথপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। পরিদর্শন শেষে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের হাতে রিসোর্স সেন্টারের চাবি ও প্রয়োজনীয় ডকুমেন্টস হস্তান্তর করেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি সদস্যগণ। 

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেন- আপনারা দেখেছেন সোয়াকোটি টাকায় নির্মিত এই ভবনটি আসলেই অনেক সুন্দর হয়েছে, এগুলো আমার টাকা নয় সরকারের টাকা জনগণের টাকা, আমার কাছে অনেক অভিযোগ এসেছে এই ট্রাস্ট নিয়ে, আমি বিষয়টি তদন্ত করার জন্য স্থানীয় ইউএন ও কে বলেছি। আমি বিশ্বাস করি এই ট্রাস্টে যারা জড়িত তারা কেউই এই সামান্য এক কোটি ২৫ লাখ টাকার উপর লোভ করার কথা না!  তারা প্রত্যেকেই ভালো অবস্থানে আছেন। শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের প্রশংসা করে মন্ত্রী আর বলেন- বিশ্বব্যাংক যেখানে টাকা দেয়নাই সেখানে শেখ হাসিনার উদ্যোগে আজকে এই স্বপ্নের পদ্মা সেতু  আমরা নির্মাণ করেছি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ও করোনা প্রতিরোধে সচেতন ভূমিকা পালন করার কারণে করোনা আজ প্রায় নিয়ন্ত্রণে রয়েছে।  উন্নত বিশ্বের চেয়ে আমাদের করোনা নিয়ন্ত্রনের রেকর্ড অনেক বেশি সন্তোষজনক। বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়। আমরা ভারত-পাকিস্তান থেকে অনেক বেশি উন্নত অবস্তানে রয়েছি। উল্লেখ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় জগন্নাথপুরের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টকে ২ কোটি ৫০ লাখ টাকা দেবার কথা থাকলেও প্রাথমিক ভাবে ১ কোটি ২৫ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। বাকী টাকা পরবর্তীতে দেয়া হবে বলে জানান ট্রাস্টের ট্রাস্টিগণ।

এমএসএম / এমএসএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা